
ধরা যাক, রাব নে বানা দে জোড়ি সিনেমার কথা হচ্ছে। আমরা জানি, এ সিনেমার লিড আর্টিস্ট ছিলেন শাহরুখ ও আনুষ্কা। কিন্তু কিছু ক্রিয়েটিভ মানুষ বললেন- না। এই সিনেমার 'অ্যাকচুয়াল লিড আর্টিস্ট' হচ্ছে শাহরুখ খানের গোঁফ। কথা কিন্তু একেবারে ফেলে দেয়ার মতনও না। যারা এই সিনেমাটি দেখেছেন, তারা জানেন, গোঁফ এই সিনেমার কতটা জুড়ে ছিলো...
ইন্টারনেটের এই তুমুল জনপ্রিয় সময়ে প্রত্যেক মুহুর্তেই কিছু না কিছু হচ্ছে। কেউ কাউকে অপমান করছে। কেউ বা আবার সেই অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে। নিত্যনতুন ট্রেন্ড হচ্ছে। অজস্র মিম-ট্রলের জন্ম হচ্ছে। মানুষজন তাদের ক্রিয়েটিভিটি নানারকমভাবে দেখাচ্ছেন। কিছু ক্ষেত্রে সেই ক্রিয়েটিভিটি তীব্র আপত্তিকর হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভিটিগুলো ভূয়সী প্রশংসাও কুড়োচ্ছে।
দ্বিতীয় অর্থাৎ 'ভূয়সী প্রশংসা' ক্যাটাগরির এক ক্রিয়েটিভ ট্রেন্ড দেখলাম সম্প্রতি। মানুষজন দেশ-বিদেশের বিখ্যাত জনপ্রিয় সিনেমার কথা বলছে এবং সে সাথে সেসব সিনেমার 'অ্যাকচুয়াল লিড আর্টিস্ট' খুঁজে বের করছে। এরপর সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করছে। আরেকটু বুঝিয়ে বলি। ধরা যাক- রাব নে বানা দে জোড়ি সিনেমার কথা হচ্ছে। আমরা জানি, এ সিনেমার লিড আর্টিস্ট শাহরুখ-আনুষ্কা। কিন্তু এই ক্রিয়েটিভ মানুষেরা বলছেন- না, এই সিনেমার 'অ্যাকচুয়াল লিড আর্টিস্ট' হচ্ছে শাহরুখ খানের গোঁফ। কথা কিন্তু একেবারে ফেলে দেয়ার মতনও না। যারা এই সিনেমাটি দেখেছেন, তারা জানেন- গোঁফ এই সিনেমার কতটা জুড়ে ছিলো!

সুতরাং, এখান থেকে বোঝা যাচ্ছে, সিনেমার লিড আর্টিস্ট নারী-পুরুষ যেই হোন না কেন, অ্যাকচুয়াল লিড আর্টিস্ট, ব্যক্তিকে ছাপিয়ে হতে পারে বিশেষ কোনো বস্তুও। ইন্টারেস্টি? নিঃসন্দেহে। এই ট্রেন্ড যেহেতু এখন বেশ জোরেসোরে চলছে, তাই এমন মাহেন্দ্রক্ষণে আদাজল খেয়েই নামলাম। এই চমকপ্রদ ট্রেন্ডে অনুপ্রাণিত হয়ে আরো কিছু সিনেমার 'অ্যাকচুয়াল লিড আর্টিস্ট' বের করার চেষ্টায় আজ নিয়োজিত হলো কলম। আজকের আয়োজনের পুরোভাগে রইলো জনপ্রিয় দশটি সিনেমা-সিরিজের অ্যাকচুয়াল লিড আর্টিস্ট এর গভীর অনুসন্ধান।
১. টাইটানিক
জেমস ক্যামেরনের কালজয়ী 'টাইটানিক' সিনেমার লিড আর্টিস্ট হিসেবে লিওনার্দো ডিক্যাপ্রিও কিংবা কেট উইন্সলেটের কথা সবাই-ই বলবেন। অথচ, এ সিনেমার অ্যাকচুয়াল লিড আর্টিস্ট যদি কেউ হন, সেটি সেই অভিশাপগ্রস্ত, ঢাউস, রহস্যময় 'জাহাজ'টি ছাড়া আর কেউ না। এক জাহাজের যে কত কেচ্ছা, ভাবলে দৃষ্টি বিস্ফোরিত হয়, চক্ষু হয় চড়কগাছ!

২. মহানগর
স্ট্রিমিং সাইট 'হইচই' কাঁপানো ওয়েব সিরিজ 'মহানগর' এ মোশাররফ করিম প্রোটাগনিস্ট ক্যারেক্টার হিসেবে পর্দায় দাঁপিয়েছেন, তা সবার জানা। কিন্তু এই সিরিজের অ্যাকচুয়াল লিড আর্টিস্ট নিঃসন্দেহে পুলিশের ইউনিফর্ম। এস আই মলয়, ওসি হারুন কিংবা এএসপি শাহানা...এক উর্দির আড়ালে কত দ্বৈরথ, কত আখ্যান! ভাবা যায়?

৩. জিন্দেগি না মিলেগি দোবারা
জোয়া আখতারের এই বিখ্যাত সিনেমা বলিউডেরই অন্যতম রত্ন। এই সিনেমার প্রোটাগনিস্ট হিসেবে অনেকের নামই বলা যেতে পারে, কিন্তু আসল সত্যি এটাই, এই সিনেমার প্রকৃত প্রোটাগনিস্ট 'স্পেন।' এত সুন্দর করে এই দেশের ব্রান্ডিং এর আগে কেউ কখনো কোনো সিনেমায় করেছে বলে তো মনে পড়ে না!

৪. পিকু
সুজয় সরকারের এই সিনেমায় অমিতাভ, ইরফান, দীপিকা তো ছিলেনই। ছিলো মিষ্টি এক গল্পও। ছিলো রোড ট্রিপের দারুণ সিনেম্যাটোগ্রাফীও। কিন্তু সবকিছু ছাপিয়ে এই সিনেমার প্রোটাগনিস্ট হিসেবে সামনে আসবে অমিতাভ বচ্চনের সেই বিশেষ চেয়ার। যে চেয়ার, গাড়ির সাথে ঘুরেছে এ রাজ্য থেকে সে রাজ্যে! যে চেয়ারের সাথে আছে অমিতাভ বচ্চনের এক গভীর সম্পর্কও!

৫. কবির সিং
এই সিনেমার অ্যাকচুয়াল লিড আর্টিস্ট কে, বলতে বললে সবাই নিঃসঙ্কোচে একবাক্যেই বলতে পারবেন তা। হ্যাঁ, সিগারেটই থাকবে এই তালিকায় সবার উর্ধ্বে। তবে সিগারেটকে শীর্ষস্থান দিতে গিয়ে তুমুল প্রতিযোগিতা হবে যে আর্টিস্টের সাথে, তার নাম- মদ। এই সিনেমা মদ-সিগারেটের সমুদ্রে ভেসে ভেসেই পৌঁছেছে বহুদূরের দূরত্বে!

৬. রোহিত শেঠির সিনেমা
রোহিত শেঠির সিনেমায় সবকিছু হয়তো খোলনলচে পাল্টাবে একদিন, কিন্তু পাল্টাবে না একটি বিশেষ বস্তু। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রঙ-বেরঙ এর বহু সাইজের গাড়ি। নায়ক আসবে, নায়ক যাবে। নায়িকাও পাল্টাবে। কিন্তু ক্লাইম্যাক্সে উড়ন্ত গাড়ির সেই বিশেষ দৃশ্য হয়ে থাকবে মহাকালের অমোঘ বিধান। 'গাড়ি'ই তাই রোহিত শেঠির সিনেমার প্রধানতম মূখ্যশিল্পী!

৭. জাব উই মেট
'জাব উই মেট' সিনেমার মিষ্টি প্রেমের গল্প কিংবা কারিনা-শহীদের দুর্দান্ত অভিনয় উপেক্ষা করে যাকে 'অ্যাকচুয়াল লিড আর্টিস্ট' এর খেতাব দেয়া যায়, সে আর কেউ না, সে হচ্ছে- ট্রেন। 'ট্রেন' যে এই সিনেমার কতটুকু জুড়ে, তা এই সিনেমার গুণগ্রাহীরাই ভালো বলতে পারবেন। আর বৃথা শব্দব্যয় না করলেও চলে।

৮. পিকে
হিরানি-আমির জুটির এই সিনেমায় মেটাফোরিক্যালি যেসব বিষয়ে কথাবার্তা বলা হয়েছে, তা সাংঘাতিক রকমের প্রাসঙ্গিক। অভিনব কনসেপ্টের পাশাপাশি আমির খানের দারুণ অভিনয়ও মনে রাখার মতন। তবে এই সিনেমার 'অ্যাকচুয়াল লিড আর্টিস্ট' যদি কেউ হন, তবে তা 'রিমোট' ছাড়া আর কেউ না। এই সৃষ্টিছাড়া রিমোট নিয়েই তো এত কোন্দল, গ্যাঁড়াকল।

৯. ম্যাট্রিক্স
আইকনিক 'ম্যাট্রিক্স' ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তি আসবে সামনে। অভিনব কাস্টমাইজড টিজার দেখিয়ে এরইমধ্যে সব আলোচনার তীর নিজের দিকে টেনে নিয়েছে সিনেমাটির নতুন পর্ব। বহুল আলোচিত এই সিনেমা-সিরিজের আদি ও অকৃত্রিম 'লিড আর্টিস্ট' যদি কাউকে বলতে হয়, তবে তা লাল-নীল পিলদুটি। এরাই তো যত নষ্টের গোড়া। যত অনাচারের আদিপিতা!

১০. সোনার কেল্লা
সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা' সিনেমাটির মূখ্যচরিত্র নিঃসন্দেহে ফেলুদা। 'ফেলুদা' চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় যা অভিনয় করেছেন অনবদ্য! তাছাড়া 'জটায়ূ' চরিত্রে সন্তোষ দত্তও 'ছিলেন সন্তোষজনক। পাশাপাশি রাজস্থানের নৈসর্গিক দৃশ্য বা ট্রেনের পেছনে উটের দৌড়ের সেই বিখ্যাত সিনেম্যাটোগ্রাফী... এই সিনেমার প্রোটাগনিস্ট হতে পারতো অনেককিছুই। কিন্তু সবকিছু ছাপিয়ে এই সিনেমার প্রোটাগনিস্ট 'ময়ূর।' যারা সিনেমাটি দেখেছেন, তারা এরমধ্যেই ধরতে পেরেছেন পুরোটা। যারা 'সোনার কেল্লা' দেখেননি, তাদেরকে এটুকুই বলার, সিনেমাটা দেখলেই ধরতে পারা যাবে 'ময়ূর' এর গোমর!

দেশ-বিদেশের অজস্র সব সিনেমা নিয়ে ঘাঁটাঘাঁটি করে 'অ্যাকচুয়াল লিড আর্টিস্ট' বের করার এই আনন্দময় প্রক্রিয়া একদিকে যেমন নির্মল বিনোদনের, অন্যদিকে নিখাদ সৃজনশীল প্রতিভা বিকাশেরও। বিনোদনের এই যে সুস্থ এক ট্রেন্ড, এটা আরো বেশ কিছুদিন চলুক, এটাই প্রত্যাশা। এই কাজটি কে শুরু করেছিলেন, জানি না। তবে যেই শুরু করে থাকুন না কেন, তার সৃজনশীলতার প্রতি কুর্নিশ জানিয়েই টানলাম এ লেখার ইতি।