
আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গত সপ্তাহের খবর...
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং পরবর্তীতে পরিচালক হিসেবে আবির্ভূত হওয়া আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গত সপ্তাহের খবর। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আফসানা মিমি নিজ বাসায়ই আইসোলেটেড ছিলেন।
হাসপাতালে ভর্তি হলেও, আফসানা মিমির শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল, মোটেও আশঙ্কাজনক নয়। তিনি নিবিড় পর্যবেক্ষণ বা গুরুতর চিকিৎসা সঙ্কটে নেই। ভালো আছেন, সুস্থ আছেন। কাশি কমছিল না বলেই মূলত তার হাসপাতালে ভর্তি হওয়া। সবার কাছে দোয়া চেয়েছেন আফসানা মিমি।
নব্বই দশকে জনপ্রিয় ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন আফসানা মিমি। এর আগে দীর্ঘ সময় ধরে মঞ্চে অভিনয় করেছেন। পরিচালক হিসেবেও খ্যাতি আছে এই অভিনেত্রীর। তার নির্মিত 'বন্ধন' নামের ধারাবাহিক নাটকটি দারুণ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে।
আফসানা মিমি অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। সেখানে তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।