রবিবারে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভেসে যাওয়ার পর হঠাৎ আমির খান ঘোষণা দিয়েছেন যে, তিনি সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলোতে থাকছেন না আর। কাজের প্রতি অধিক মনোযোগ আর সিনেমার প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান নিয়েছেন তিনি।

রবিবারে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভেসে যাওয়ার পর হঠাৎ আমির খান ঘোষণা দিয়েছেন যে, তিনি সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলোতে থাকছেন না আর। কাজের প্রতি অধিক মনোযোগ আর সিনেমার প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান নিয়েছেন তিনি। 

 

এর আগেও কাজে মনোনিবেশ করতে সোসাল মিডিয়া থেকে বিরতির টোটকা নিয়েছিলেন আমির খান। বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান আরো সিদ্ধান্ত নিয়েছেন যে, তার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগ পর্যন্ত তিনি তার ব্যাক্তিগত ফোনও বন্ধ রাখবেন। নির্বিঘ্নে কাজ করার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ভক্তদের জন্মদিনের শুভেচ্ছার জবাব এর সাথে সোশ্যাল মিডিয়া থেকে বিরতির ঘোষণা দিয়ে আমির খান লিখেন, “সবাইকে অসংখ্য ধন্যবাদ এতো ভালোবাসার জন্য। আমি পুলকিত। সাথে জানিয়ে রাখি, এটাই সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট।“

লাল সিং চাড্ডা সিনেমায় আমির খান

২০১৮ সালে জন্মদিনে আমির খান ইন্সটাগ্রামে প্রথম একাউন্ট খুললেও এই প্লাটফর্মে খুব একটা সক্রিয় নন তিনি। সামনে আসছে তার নতুন ফিল্ম ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমার পোস্ট-প্রোডাকশন নিয়ে দারুণ ব্যস্ত আছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা