হৃত্বিকের 'ফাইটার' বনাম রনবিরের 'অ্যানিম্যাল'- সেয়ানে সেয়ান লড়াই!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

একদিকে হৃত্বিক-দীপিকার ফাইটার, অন্যদিকে রনবির-অনিল-ববি দেওলের অ্যানিমেল। দুই পরিচালকও ডাকসাইটে। একদিকে সিদ্ধার্থ আনন্দ, অন্যদিকে সন্দ্বীপ রেড্ডি! পাঁচদিনের ব্যবধানে মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটো যে বক্স অফিসের ভেতরে-বাইরে উত্তেজনা ছড়াবে, সেটা বলে না দিলেও তো চলছে!
সুপারস্টারদের বিগ বাজেটের সিনেমার লড়াই যেন থামছে না বলিউডে। এবারের লড়াই ২০২১ ছাড়িয়ে পৌছে গেছে ২০২২ সালেও! রূপালী পর্দার লড়াইটা হবে হৃত্বিক বনাম রনবিরের। আর নেপথ্যে লড়বেন বলিউডের দুই কীর্তিমান নির্মাতা সন্দ্বীপ রেড্ডি আর সিদ্ধার্থ আনন্দ!

২০১৯ সালে সন্দ্বীপ রেড্ডির “কাবির সিং” আর সিদ্ধার্থ আনন্দের “ওয়ার” ছিলো ঐ বছরের বক্স অফিস কাঁপানো দুই চলচ্চিত্র। দর্শক-সমালোচক-নেটিজেনদের মধ্যে এই দুটি সিনেমা নিয়ে বেশ জমজমাট আলোচনা জারি ছিলো সেই বছর। একই ধাঁচের এপিক লড়াই কি আরেকবার হবে? বলিউডের সুপারস্টারদের মেলা বসানো “অ্যানিম্যাল” ও “ফাইটার” যে একটি আরেকটিকে টক্কর দেয়ার জন্য তৈরি হচ্ছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না! রনবির কাপুর এর সিনেমা একদিকে, অন্যদিকে হৃত্বিক-দীপিকা পাড়ুকোনের সিনেমা অন্যদিকে। দর্শক তো দুইভাগ হবেনই, বক্স-অফিসেও যে এর প্রভাব পড়বে সেটি বলার অপেক্ষা রাখে না।
বর্তমানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের সাথে পাঠান সিনেমার কাজে ব্যস্ত আছেন সিদ্ধার্থ আনন্দ। এরই মধ্যে এই বছরের জানুয়ারী মাসে ঋত্বিক রোশানের জন্মদিনে রোশান-পাড়ুকোনের জুটিতে নতুন সিনেমা “ফাইটার” এর ঘোষণা দেন। ২০২২ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখে নির্ধারণ করা হয়েছে এর সম্ভাব্য মুক্তির তারিখ।

অন্যদিকে, সন্দ্বীপ রেড্ডির নির্মাণে রনবির কাপুরের 'অ্যানিম্যাল' এর মুক্তির তারিখ জানা গিয়েছে আজই, ২০২২ সালের অক্টোবরের ৫। ৫দিনের মধ্যে তারকায় ঠাসা দুটি সিনেমার ঘোষণা সিনেমাপ্রেমীদের আনন্দ করেছে দ্বিগুণ। কবির সিং এর দুর্দান্ত সাফল্যের পর অ্যানিমেল দিয়ে আবার বলিউডে শোরগোল তুলতে প্রস্তত সন্দ্বীপ রেড্ডি। রনবিরের সাথে সেখানে আরো থাকবেন পরিনীতি চোপরা, অনিল কাপুর আর ববি দেওল।
এই বছরেও এমন একটি চ্যালেঞ্জিং লড়াই এর কথা আমরা ইতিমধ্যে জেনেছি, সেটি হচ্ছে রনবির কাপুরের 'শমসেরা' আর রনবীর সিং-এর '৮৩' - এই বছরের জুন-জুলাই মাসে জমে উঠবে তাদের লড়াই! রনবীর সিং-এর এর সাথে যুদ্ধ শেষ করে পরের বছরই লড়বেন হৃত্বিক রোশানের সাথে। বিপুল জনপ্রিয় এই দুই নায়কের লড়াই কেমন হবে, সেটি দেখার জন্য নিশ্চিত ভাবেই অপেক্ষা করছেন বলিউড আর বলিউডের বাইরের অপেক্ষমান ভক্তকুল।