মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন আরিফিন শুভ
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
“অন্ধত্বের মতো বিড়ম্বনার আর কিছু নেই। কেউ যদি একটু এগিয়ে আসেন তাহলে একজন মানুষ পৃথিবী দেখতে পাবেন। এটি অনেক বড় প্রাপ্তি”
“অন্ধত্বের মতো হতভাগ্যের আর কিছু নেই। কেউ যদি একটু এগিয়ে আসেন তাহলে একজন মানুষ পৃথিবী দেখতে পাবেন। এটি অনেক বড় প্রাপ্তি”- এই বক্তব্যকে সামনে রেখে ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন।
মৃত্যুর পর আমাদের শরীরের প্রয়োজনীয়তা নেই কিন্ত আমাদের শরীর থেকে জীবিত ব্যাক্তিরা যদি উপকৃত হতে পারে তবে ক্ষতি কি? এমন চিন্তা-ভাবনা থেকে আরিফিন শুভ মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, মৃত্যুর পর আমাদের শরীরের প্রয়োজন নেই। কিন্তু তা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য মৃত্যুর পর আমি আমার চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছি।"
‘ছুঁয়ে দিল মন’ থেকে হালের ওয়েবসিরিজ ‘কন্ট্রাক্ট’ রোমান্টিক নায়ক থেকে একশন হিরো- আরিফিন শুভ দেশে ও দেশের বাইরে বিপুল জনপ্রিয়। মরণোত্তর চক্ষুদান করার বিষয়টি নিঃসন্দেহে তার উদার চরিত্রের পরিচায়ক। জি-ফাইভ স্ট্রিমিং সার্ভিসে তার সর্বশেষ ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ বিনামূল্যে দেখতে পাবেন দর্শকেরা।