‘নোম্যাডল্যান্ড’ এর ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস দখল!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

এবারের বাফটায় ক্লোয়ি ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’ এর জয়জয়কার। বেস্ট পিকচার, শ্রেষ্ঠ অভিনেত্রী, সিনেমাটোগ্রাফি আর নির্মাতা- চারটি বিভাগে পুরষ্কার জিতেছে ‘নোম্যাডল্যান্ড’।
দ্য ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস কর্তৃক প্রদান করা পুরষ্কার বাফটা অ্যাওয়ার্ড নামে পরিচিত যেটি চলচ্চিত্র দুনিয়ায় এক সম্মানজনক স্বীকৃতি। এবারের বাফটায় ক্লোয়ি ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’ এর জয়জয়কার ছিলো। বেস্ট পিকচার, শ্রেষ্ঠ অভিনেত্রী, সিনেমাটোগ্রাফি আর নির্মাতা- চারটি বিভাগেপুরষ্কার জিতেছে ‘নোম্যাডল্যান্ড’। অন্যদিকে, ব্রিটিশ একাডেমির সর্বোচ্চ সম্মান বাফটা ফেলোশিপ পেয়েছেন নির্মাতা এং লি- আড়ম্বরপূর্ণ আয়োজনে তার হাতে এই ফেলোশিপ তুলে দেন হিউ গ্র্যান্ট।
বাফটা পুরষ্কারের পূর্ণাঙ্গ তালিকা:
বেস্ট ফিল্ম
‘নোম্যাডল্যান্ড’
শ্রেষ্ঠ অভিনেত্রী
ফ্র্যান্সিস ম্যাক ডরম্যান্ড ( ‘নোম্যাডল্যান্ড’ )
শ্রেষ্ঠ অভিনেতা
এন্থনি হপকিন্স (‘দ্য ফাদার’)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
ড্যানিয়াল কালুয়া (‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
ইয়া-জাং অয়ুন (‘মিনারি’)
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম
‘প্রমিসিং ইয়াং ওম্যান’
আউটস্ট্যান্ডিং ডেব্যু (ব্রিটিশ লেখক, নির্মাতা বা প্রযোজক ক্যাটাগরি)
‘হিস হাউস’, রেমি উইক্স
ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাংগুয়েজ
‘এনাদার রাউন্ড’
ডকুমেন্টারি
‘মাই অক্টোপাস টিচার ‘
এনিমেটেড ফিল্ম
‘সৌল’
ডিরেক্টর
‘নোম্যাডল্যান্ড’, ক্লোয়ি ঝাও
মৌলিক চিত্রনাট্য
প্রমিসিং ইয়াং ওম্যান, এমেরাল্ড ফেনেল
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য
‘দ্য ফাদার’, ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার
শ্রেষ্ঠ সুর
‘সৌল’, জন ব্যাটিস্ট, ট্রেন্ট রেজনর ও এটিকাস রস
কাস্টিং
‘রকস’, লুসি পার্দে
সিনেমাটোগ্রাফি
‘নোম্যাডল্যান্ড’, জশুয়া জেমস রিচার্ডস
এডিটিং
‘সাউন্ড অফ মেটাল’, মিকেল ই.জি. নিয়েলসেন
প্রোডাকশন ডিজাইন
‘ম্যাংক’, ডোনাল্ড গ্রাহাম বার্ট ও জ্যান প্যাস্কেল
কস্টিউম ডিজাইন
‘মা রেইনিস ব্ল্যাক বটম’, এন রথ
মেইক-আপ অ্যান্ড হেয়ার
‘মা রেইনিস ব্ল্যাক বটম’
ম্যাটিকি এনফ, ল্যারি এম.চেরি, সার্জিও লোপেজ-রিভেরা ও মিয়া নিল
সাউন্ড
‘সাউন্ড অফ মেটাল’,
জেইম বাক্সট, নিকোলার বেকার, ফিলিপ ব্লাদ, কার্লোস করতেস ও মিশেল কতলেংক,
স্পেশাল ভ্যিজুয়াল ইফেক্ট
‘টেনেট’
স্কট ফিশার, এন্ড্রু জ্যাকসন ও এন্ড্রু লকলি
ব্রিটিশ শর্ট এনিমেশন
‘দ্য আউল অ্যান্ড দ্য পুসিক্যাট’
মল হিল ও লরা ডানক্লিফ
ব্রিটিশ শর্ট ফিল্ম
‘দ্য প্রেজেন্ট, ফারাহ নাবুলসি‘
“The Present,” Farah Nabulsi