টাক মাথার সবচেয়ে আবেদনময় পুরুষ প্রিন্স উইলিয়ামস: ডোয়াইন জনসনের আপত্তি
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

‘সবচেয়ে আবেদনময় টাক মাথার পুরুষ’ জরিপে বিশ্বে টাক মাথার সবচেয়ে যৌনাবেদনময় পুরুষ হিসেবে এক নম্বরে আছেন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। এই জরিপের নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়! ডোয়াইন জনসন কিছুতেই মানতে পারছেন না এই ফলাফল!
বিশ্বে কত বিচিত্র রকমের জরিপ হয়, সেটির আঁচ পাওয়া যায় ব্রিটিশ ট্যাবলেয়ড দ্য সানের ‘সবচেয়ে আবেদনময় টাক মাথার পুরুষদের নাম’ শীর্ষক জরিপটি দেখলে। এই জরিপ অনুযায়ী, বিশ্বে টাক মাথার সবচেয়ে যৌনাবেদনময় পুরুষ হিসেবে এক নম্বরে আছেন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। আরো যোগ্যতা সম্পন্ন প্রতিযোগী থাকায় এই জরিপের নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়! রেসলিং এবং সিনেমা- দুই জগতেই ‘টেকো’ মাথার জনপ্রিয় নাম ডোয়াইন জনসন কিছুতেই মানতে পারছেন না এই ফলাফল!

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রেসলিং এর দ্য রক খ্যাত ডোয়াইন জনসন মনে করেন, এই জরিপ ঠিক নয়। মজার ব্যাপার হচ্ছে, তালিকায় ছিলো হলিউড অভিনেতা জ্যাসন স্ট্যাথ্যাম, ডোয়াইন জনসন, মার্কিন অভিনেতা স্ট্যানলি টুচ্চি, বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের, ডাই হার্ড খায়ত ব্রুস উইলস, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের ভিন ডিজেল প্রমুখের নাম। জানলে অবাক হবেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন এই তালিকায়!
সবাই কে পেছনে ফেলে প্রথম হয়েছেন প্রিন্স উইলিয়াম। এর আগে এই খেতাব জিতেছিলেন ডোয়াইন জনসন। তিনি ছবি শেয়ার করার মাধ্যম ইন্সটাগ্রামে বলেন, “ল্যারি ডেভিড এখনো বেঁচে আছেন। তিনি বেঁচে থাকতে কীভাবে অন্য কেউ বিশ্বের সেরা আবেদনময় টাক মাথার পুরুষ হন?”
তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মাইক টাইসন। বেশ কয়েকটি জরিপ মিলিয়ে প্রিন্স উইলিয়ামসের নাম এসেছে ১ কোটি ৭৬ লাখ বার। আর মাইকের নাম এসেছে ৮৮ লাখ বার।