তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক ফেরদৌসের। এখন সেই চরিত্রে অভিনয় করছেন আরেক জনপ্রিয় নায়ক রিয়াজ। বঙ্গবন্ধুর বায়োপিকে থাকছেন মিশা সওদাগরও, তিনি অভিনয় করবেন...

জোর গতিতে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং চলছে মুম্বাইতে। নির্মাতা এবং কলাকুশলীরা চেষ্টা করছেন, যেভাবেই হোক এবছরের মধ্যে যেন সিনেমার কাজটা শেষ করা যায়। এরইমধ্যে কাস্টিংয়ে কিছু বড়সড় পরিবর্তন এসেছে। বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, জাতীয় চার নেতার একজন এবং মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক ফেরদৌসের। এখন সেই চরিত্রে অভিনয় করছেন আরেক জনপ্রিয় নায়ক রিয়াজ। ফেরদৌস নিজেকে সরিয়ে নিয়েছেন বায়োপিকের প্রোজেক্ট থেকে। শুরুতে মিশা সওদাগরের নাম শোনা না গেলেও, তিনিও যুক্ত হয়েছেন বঙ্গবন্ধুর বায়োপিকের সঙ্গে। তাকে দেখা যাবে পাকিস্তানী জেনারেল আইয়ুব খানের চরিত্রে। 

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার ও নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী নিশ্চিত করেছেন তাজউদ্দীন আহমেদের চরিত্র থেকে ফেরদৌসের সরে যাওয়া এবং রিয়াজের অন্তর্ভুক্তির বিষয়টি। জেমি বলেছেন, কিছু টেকনিক্যাল কারণে তাজউদ্দীন আহমদের চরিত্রটি করতে পারছেন না চিত্রনায়ক ফেরদৌস। সেই চরিত্রটি রিয়াজ করছেন। এরইমধ্যে মুম্বাই গিয়ে একটি লটের শুটিং শেষ করে এসেছেন রিয়াজ। তার বাকি অংশের শুটিং পরবর্তীতে বাংলাদেশে হবে। 

আইয়ুব খানের চরিত্রে নির্বাচন করা হয়েছে দেশের জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগরকে। এই তথ্যও জানিয়েছেন জেমি। ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে তার না থাকার গুঞ্জন শোনা গিয়েছিল একটা পর্যায়ে, তবে সেটা সত্যি নয় বলেই জানিয়েছেন জেমি। মিশা সওদাগর এই ছবিতে থাকছেন। তবে মিশাকে শুটিংয়ের জন্য মুম্বাইয়ে যেতে হবে না, তার অংশের শুটিং হবে বাংলাদেশে। সিনেমার পরিচালক এবং টেকনিক্যাল ক্রু-রা জুন-জুলাইতে বাংলাদেশে আসবেন শিডিউল নিয়ে, তখন তাদের সঙ্গে যোগ দেবেন মিশা সওদাগর। 

রিয়াজ ও ফেরদৌস

বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, আর বঙ্গবন্ধুর ছোটবেলার চরিত্রে দেখা যাবে দিব্য জ্যোতিকে। বঙ্গবন্ধুর বাবার চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও খায়রুল আনাম সবুজকে, মায়ের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। এছাড়াও নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুসহ একঝাঁক মেধাবী অভিনেতার সমন্বয় ঘটেছে এই বায়োপিকে। দেশের সেরা অভিনেতা অভিনেত্রীদের সিংহভাগকে নিয়েই নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকটি। 

ওই সিনেমার পরিচালক হিসেবে আছেন বিখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। সঙ্গীত পরিচালকের দায়িত্ব পেয়েছেন ভারতের জাতীয় চলচভুত্র পুরস্কার বিজয়ী মিউজিক কম্পোজার শান্তনু মৈত্র। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে বিশাল সেট ফেলে শুটিং করা হচ্ছে, টুঙ্গিপাড়ার আদলে সেট নির্মাণ করা হয়েছে সেখানে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবছরের ১৭ই মার্চ বায়োপিক সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্ত পরিবর্তিত পরিস্থিতিতে কবে নাগাদ এটি মুক্তি পেতে পারে, সেটি নিশ্চিত করে বলার উপায় নেই। তবে বেনেগাল আশাবাদী, এবছরই মুক্তি দিতে পারবেন বঙ্গবন্ধুর বায়োপিক। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা