মোহাম্মদ নাজিমউদ্দিনের 'বেগ বাস্টার্ড' সিরিজের নাম তো থ্রিলার পাঠকদের জানাই। সেই সিরিজের 'কন্ট্রাক্ট' উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ, তাতে থাকছেন আরিফিন শুভ এবং চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা! পর্দায় বাস্টার্ড এবং জেফরি বেগের দ্বৈরথ দেখার জন্য প্রস্তুত তো আপনি?

বাংলাদেশ এবং কলকাতার যারা থ্রিলার পাঠক, থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের বিখ্যাত বেগ বাস্টার্ড সিরিজের 'কন্ট্রাক্ট' উপন্যাস সম্পর্কে তাদের প্রায় সবাই কমবেশি জানেন। তুমুল জনপ্রিয় এই সিরিজটি এই বাংলার মতো সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গেও। কাজেই অনেকেরই প্রত্যাশা ছিল, ক্রাইম থ্রিলার ঘরানার এই ফিকশন সিরিজটিকে যেন পর্দায় উপস্থাপন করা হয়। 

পাঠক এবং দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। বেগ বাস্টার্ড সিরিজের জনপ্রিয় উপন্যাস 'কন্ট্রাক্ট' অবলম্বনে সিনেমা বানাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ। কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ'র অভিনয় করার কথা শোনা যাচ্ছিল আগে থেকেই, নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ শুভ নিজেও নিশ্চিত করলেন এই তথ্য। আপলোড দেয়া ছবিতে দাবী করা হয়েছে, এই ওয়েব সিরিজটি হতে যাচ্ছে এবছরের সেরা বাংলা অ্যাকশন থ্রিলার। 

হু ইজ বাস্টার্ড?

মোহাম্মদ নাজিমউদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজটি এগিয়েছে মূলত একজন ক্রাইম ইনভেস্টিগেটর এবং একজন সিরিয়াল কিলারের অদ্ভুত এক যুগলবন্দীতে। এই দুজনকে ঘিরেই লেখা হয়েছে সিরিজের পাঁচটি গল্প। একদিকে প্রফেশনাল খুনি বাস্টার্ড, অন্যদিকে হোমিসাইড ডিপার্টমেন্টের তুখোড় ইনভেস্টিগেটর জেফরি বেগ। এই দুইয়ের দ্বৈরথটা দারুণ চিত্তাকর্ষক হয়ে উঠেছে প্রতিটি গল্পেই। পর্দায় যদি ঠিকঠাকমতো ফুটিয়ে তোলা যায় এই দ্বৈরথটাকে, বাংলা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সত্যিই গর্ব করার মতো একটা কন্টেন্ট উপহার পাবে, তাতে কোন সন্দেহ নেই। 

বাস্টার্ড সিরিজের প্রথম উপন্যাস ছিল নেমেসিস, তবে পর্দায় রূপ দেয়া হচ্ছে 'কন্ট্রাক্ট'-কে। গল্পটা এরকম- পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল, আর কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হলো দেশে; কারন? একটি লাইফটাইম কন্ট্রাক্ট। কিন্তু আত্মবিশ্বাসী বাস্টার্ড তার মিশনে নেমে পড়তেই সব কিছু জট পাকাতে শুরু করলো, কিছুই যেন পরিকল্পনামাফিক ঘটছে না। বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে পড়লো সে। এদিকে দৃশ্যপটে আর্বিভূত হলেন হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দু’জনের লক্ষ্য একেবারেই ভিন্ন। এ হলো ষড়যন্ত্র আর পাল্টা ষড়যন্ত্র-রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান। আর এই অন্ধকার জগতের গল্পই দেখা যাবে কন্ট্রাক্ট এ। 

ছবি- রাইয়ান ফেরদৌস

বাস্টার্ড চরিত্রে আরিফিন শুভ'র অভিনয়ের সম্ভাবনা প্রবল, তার ফেসবুক পেজ থেকে আপলোড করা ছবিতেও তারই ইঙ্গিত দেয়া হয়েছে। তবে অন্যান্য কাস্টিংয়ে যারা আছেন, তাদের নাম শুনলেও জিভে জল আসতে বাধ্য। চঞ্চল চৌধুরী, ইরেশ জাকের, শ্যামল মাওলা এবং জাকিয়া বারী মম'র মতো অভিনেতা-অভিনেত্রীরাও নাম লিখিয়েছেন এই ওয়েব সিরিজে! এর আগে চঞ্চলের আয়নাবাজি সিনেমায় ক্যামিও রোলে হাজির হয়েছিলেন আরিফিন শুভ। তবে এবার আর ক্যামিও নয়, দুজনের ঠান্ডা এক মনস্তাত্ত্বিক লড়াই পর্দায় উপভোগ করবে দর্শকেরা। 

ওয়েব সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছয় পর্বে হবে ‘কন্ট্রাক্ট’ এর প্রথম সিজন। এরপর দর্শক সাড়ার উপর ভিত্তি করে এর দ্বিতীয় সিজন করার পরিকল্পনা। এর আগে এই জুটি  ‘মানি হানি’ ও ‘একাত্তর’ এর মতো এই ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন, দুটিই মুক্তি পেয়েছিল ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা