বৈচিত্র্যময় 'বব বিশ্বাস' চরিত্রে কতটা দুর্দান্ত হবেন অভিষেক বচ্চন?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
গত বছরের শেষ দিকে 'বব বিশ্বাস' এর সেট থেকে একটা দৃশ্য আচমকা ছড়িয়ে পড়ে অনলাইনে। সেখানে 'বব বিশ্বাস'রূপী অভিষেক বচ্চনকে দেখে চমকে গিয়েছিলেন সবাই-ই। মনে হচ্ছিলো, ঠিক যেন শীতল মস্তিষ্কের সেই সিরিয়াল কিলারই দাঁড়িয়ে আছেন রাস্তায়৷ ওজন বাড়িয়ে, চেহারার খোলনলচে পালটে ভিন্ন এক অবতারে হাজির হয়ে ক্রমশই বিস্ময় জাগিয়েছিলেন জুনিয়র বচ্চন...
সুজয় ঘোষের ক্ল্যাসিক থ্রিলার 'কাহানি' নানা আঙ্গিকে, নানা মোড়কে আলোড়িত করেছিলো সিনেমাপ্রেমীদের৷ আন-অর্থোডক্স ন্যারেশনে এগোনো এক থ্রিলার গল্পকে যেভাবে পরতে পরতে অপ্রত্যাশিত সব পরিস্থিতির মুখোমুখি করেছিলেন সুজয় ঘোষ, তা অনবদ্য তো ছিলোই, ছিলো স্বকীয়ও। এই সিনেমার অ্যাকশন, সাসপেন্স, একাধিক চরিত্র এখনও মানুষের সিনেমাকেন্দ্রিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। সিনেমাটির আলোচিত যেসব চরিত্র নিয়ে এখনও কড়চা হয়, তাদের মধ্যে প্রধানতম একজন- বব বিশ্বাস। আটপৌরে অফিসগামী ভদ্রলোক, পরিপাটি জামাকাপড়, বড় ফ্রেমের চশমা এবং হাতে সাইলেন্সার লাগানো পিস্তল... বব বিশ্বাস নামক ঠাণ্ডা মগজের সিরিয়াল কিলারের উপস্থিতি 'কাহানি'তে সংক্ষিপ্ত সময়ের জন্যে হলেও এই চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় হয়েছিলো খোলতাই। মুখ ব্যাদান করা এক গতানুগতিক চেহারার মানুষ হয়ে তিনি যেভাবে ক্রমশই ভীতিসঞ্চার করছিলেন পর্দায়, 'নো কান্ট্রি ফর ওল্ড মেন' এর ভিলেনকেই যেন মনে করাচ্ছিলেন!
'কাহানি'র সেই বিস্ময়কর বব বিশ্বাসকে নিয়ে এবার গোটা একটা সিনেমা হচ্ছে শুনে কিছুটা নড়েচড়েই বসতে বাধ্য হয়েছিলাম। যদিও 'বব বিশ্বাস' চরিত্রে পরিবর্তন আসবে তা জানতাম। এই চরিত্রের কারিগর শাশ্বত চট্টোপাধ্যায় নিজেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন- 'বব বিশ্বাস' চরিত্রে আবার অভিনয় করার সুযোগ পেলে তিনি করবেন না৷ তাই বিশেষ এ চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি মেনে নেওয়াই ছিলো প্রাসঙ্গিক। তবে এটাও আশা করিনি, 'বব বিশ্বাস' চরিত্রে অভিষেক বচ্চন অভিনয় করবেন! গত বছরের শেষ দিকে 'বব বিশ্বাস' এর সেট থেকে একটা দৃশ্য আচমকা ছড়িয়ে পড়ে অনলাইনে। সেখানে 'বব বিশ্বাস'রূপী অভিষেক বচ্চনকে দেখে চমকে গিয়েছিলেন সবাই-ই। মনে হচ্ছিলো, ঠিক যেন শীতল মস্তিষ্কের সেই সিরিয়াল কিলারই দাঁড়িয়ে আছেন রাস্তায়৷ ওজন বাড়িয়ে, চেহারার খোলনলচে পালটে ভিন্ন এক অবতারে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন। এবং এই অবতারের পরিচয় খোলাসা হবার পরেই মানুষজন এই নির্মাণ নিয়ে হয়েছিলো বিস্তর আগ্রহী।
এ প্রসঙ্গে আলাদাভাবে জুনিয়র বচ্চনকে নিয়েও কিছু বলা দরকার। অভিষেক বচ্চন সাম্প্রতিক সময়ে বেছে বেছে যেসব কাজে যুক্ত হচ্ছেন, তার প্রতিটিই মানসম্মত। তাছাড়া ইদানীং অভিনয়টাও করছেন তিনি মন দিয়ে। 'লুডু'তে বহু তারকার ভীড়েও আলাদা করে নজর কেড়েছিলেন। সন্তানের জন্যে অপত্যস্নেহের যে প্রদর্শনী দেখিয়েছিলেন তিনি এখানে, তা অনেকেরই হৃদয় আর্দ্র করেছে। 'দ্য বিগ বুল' এ হারশাদ মেহতা চরিত্রেও চমৎকার অভিনয়শৈলীর প্রদর্শনী করেছেন। হানশাল মেহতার ওয়েব সিরিজ 'স্ক্যাম ১৯৯২' এ ঠিক একই চরিত্রে প্রতীক গান্ধী তুখোড় অভিনয় করে যে বেঞ্চমার্ক সেট করে দিয়েছিলেন, সেটা টপকে যাওয়া যে সহজ হবে না, তা অনুমিতই ছিলো৷ কিন্তু অভিষেক বচ্চন যে ছাড় দেন নি একবিন্দুও, লড়েছেন সমানে সমানে, সেটিও স্বীকার করতে হবে দ্ব্যর্থক স্বরে৷ চরিত্রের ডাইমেনশন অনুযায়ী পার্ফেক্ট পারফরম্যান্স দেখিয়েছেন। ক্রমশই প্রত্যাশা বাড়ানো এই মানুষটিই যখন 'বব বিশ্বাস' এর মতন বিচিত্র এক চরিত্রে অভিনয় করছেন, তখন প্রত্যাশা বেড়ে যাওয়াটা স্বাভাবিকও। 'বব বিশ্বাস' চরিত্রে তার ফার্স্ট লুক দেখে সে ধারণা আরেকটু বদ্ধমূলই হয়েছে।
ট্রেডমার্ক 'ওয়ান মিনিট' বলে বব বিশ্বাসের অ্যাকশন ঠিক কতটা ফুটিয়ে তুলতে পারবেন জুনিয়র বচ্চন, তা সামনের ডিসেম্বরেই জানা যাবে। তবে সিনেমাপ্রেমীদের বিশেষ পছন্দ 'বব বিশ্বাস' চরিত্রটির ফিরে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গড়পড়তা চেহারার মাঝবয়সী বব বিশ্বাস আর কোন কোন 'মিডল লাইফ ক্রাইসিস' এর হোতা হন, সেদিকে যেমন চোখ থাকবে সবার, পাশাপাশি টানটান থ্রিলারের এ নির্মাণে আর কোন কোন লেয়ার যুক্ত হয়, সেদিকেও থাকবে আকর্ষণ! যদিও এই সিনেমার নির্মাতা দিয়া অন্নপূর্ণা ঘোষের কথানুযায়ী, এই নির্মাণে ক্রাইম আর থ্রিলারের পাশাপাশি খানিকটা রোমান্টিক আবহও থাকবে যুগপৎভাবে। ঠাণ্ডামাথার এই খুনী প্রেম-ভালোবাসাজনিত জটিলতায় কী ভূমিকা রাখবেন, সেটি হবে সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ দিকও!
'বব বিশ্বাস' এর ট্রেলারে কয়েকটা দলাপাকানো প্রশ্নের উত্তরও মিলেছে। ট্রেলার থেকে দ্রষ্টব্য, বব বিশ্বাসের একটি ছোট পরিবার আছে। সে পরিবারে তার স্ত্রী ও ছোট্ট একটি সন্তান আছে। কিন্তু রহস্যটা এখানেই, বব বিশ্বাস বিশ্বাসই করতে পারছেন না, এই পরিবার তার। বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে ক্রমশ টানাপোড়েনে এগোনো নির্মাণে যুক্ত হচ্ছে প্রেম, ভালোবাসা। এসবের পাশাপাশি গল্পে ক্রমশ যুক্ত হচ্ছে ছোপ ছোপ রক্ত আর ভারী ভারী বুলেটের খোসাও। ট্রেলারে জমজমাট এক থ্রিলারের আভাস যেমন স্পষ্ট। তেমনি এখানে আলাদাভাবে নজর কাড়লেন অভিষেক বচ্চনও। স্থুলকায়, জৌলুশহীন চেহারার এক মানুষ আর থেমে থেমে কথা বলার স্বকীয় অবতারে বেশ আগ্রহই জাগালেন তিনি।
তবে শেষপর্যন্ত শেষ কথা বলবে গল্প। গল্পে থ্রিলার, রোমান্স, সাসপেন্স যাই আসুক না কেন, মশলাগুলোর বিন্যাস হতে হবে নিয়ন্ত্রিত, প্রাসঙ্গিক। শিরদাঁড়া বেয়ে ভয়ের স্রোতের পাশাপাশি গ্রে ম্যাটারেও দিতে হবে ধাক্কা, তাহলেই 'বব বিশ্বাস' হবে সার্থক। এখন এটাই দেখার অপেক্ষা, অভিষেক-অন্নপূর্ণা জুটি প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ঠিক কতটুকু ঘটাতে পারেন সাম্য। এই সাম্যের উপরেই নির্ভর করছে নির্মাণের চমৎকারিত্ব কিংবা অসহায়ত্ব। আপাতত, অপেক্ষাই সকল প্রশ্নের একমাত্র উত্তর।