ট্রল থেকে যে দারুণ কিছুও হতে পারে, তারই জ্বলজ্যান্ত নিদর্শন জাওয়াইদ এবং তার 'ববিউড', যার মিমগুলো দারুণভাবে গ্রহণ করছে মানুষজন। ভারত, পাকিস্তান দুই দেশের মানুষই বিদ্বেষ, বিভেদ, লাইন অফ কন্ট্রোল, কার্গিল, কাশ্মীর- সব ভুলে ক্ষনিকের জন্যে হলেও ঐক্যমতে সামিল হচ্ছে এমন এক জায়গায়, যেখানে ভারতীয় তারকার জন্যে হোমাজ দিচ্ছেন একজন পাকিস্তানী ভক্ত...

'ইন্টারনেট' কিংবা অন্তর্জাল বেশ অদ্ভুত এক মাধ্যম। ভালোবাসা ছড়ানোর জন্যে যেমন এরচেয়ে ভালো কোনো মাধ্যম নেই। মূদ্রার ওপাশে, ঘৃণা ছড়াতেও নেই এর চেয়ে কার্যকরী কোনো পন্থা। একই সঙ্গে অমৃত ও বিষের যুগপৎ এমন অবস্থানে তাই 'অন্তর্জাল' বরাবরই স্বকীয়, স্ব-মহিমায় ভাস্বর। তবে যেহেতু ঘৃণা ছড়িয়ে পৃথিবীকে আরো এক প্রস্থ বিষিয়ে দেয়ার কোনো ইচ্ছেই নেই, তাই আজ দেখি এমন এক মানুষকে যিনি 'অন্তর্জাল'কে ব্যবহার করছেন সীমান্তের বিদ্বেষ কিংবা রেষারেষি কমানোর কাজে। ভালোবাসা ছড়ানোর কাজে৷ যিনি ভালোবাসা ছড়াচ্ছেন নিয়মিত, আবার, বিনিময়ে ভালোবাসা পাচ্ছেনও তেমনই।  নিয়মিত। 

দ্য সুপ্রেমেসি অব লর্ড ববি

মানুষটির নাম আব্দুল আহাদ জাওয়াইদ। পাকিস্তানের নাগরিক এবং করাচির স্থায়ী বাসিন্দা এই ক্রিয়েটিভ কনসালট্যান্ট কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট লীগ (পিসিএল) এর নানা প্রজেক্টেও। তবে সেসব পরিচয় গুরুত্বপূর্ণ না৷ তার সবচেয়ে বড় পরিচয়, সে বলিউড-স্টার ববি দেওলের খুব বড়সড় ভক্ত। নাইন্টিজ এবং জিরো সেঞ্চুরির বলিউডি সিনেমার একনিষ্ঠ ভক্ত জাওয়াইদ, সিনেমা দেখতে দেখতেই ববি দেওলের ভক্ত হয়ে যান। এবং এবং এই ববি দেওলকে ট্রিবিউট দেয়ার জন্যে তিনি পরবর্তীতে খোলেন এক টুইটার অ্যাকাউন্ট। যেখান থেকে ববি দেওলের সিনেমার নানা ক্লিপিংস কিংবা স্থিরদৃশ্য ব্যবহার করে বানানো হয় প্রাসঙ্গিক সব মিম কন্টেন্ট। এবং সেগুলো এতটাই দারুণভাবে কন্টেক্সট এর সাথে মিলে যায়, রাতারাতি সেসব হয়ে যায় উপভোগ্যও। প্রায় প্রতিটি সোশ্যাল ইস্যুর সাথেই রিলেট করে তিনি আনতে থাকেন প্রিয় তারকার সিনেমার দৃশ্য। এবং এভাবেই জাওয়াদ শুরু করেন তার প্রিয় তারকাকে ট্রিবিউট দেয়ার আয়োজন। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মিমগুলো দারুণভাবে গ্রহণ করেছে মানুষ। ভারত, পাকিস্তান দুই দেশের মানুষই বিদ্বেষ, বিভেদ, লাইন অফ কন্ট্রোল, কার্গিল, কাশ্মীর... সব ভুলে অন্তত ক্ষনিকের জন্যে হলেও নিয়মিত ঐক্যমতে সামিল হচ্ছেন এমন এক জায়গায়, যেখানে ভারতীয় তারকার জন্যে হোমাজ দিচ্ছেন পাকিস্তানী ভক্ত। মুগ্ধ হওয়ার উপলক্ষ্য বিস্তর, তাই মুগ্ধ হচ্ছেও মানুষজন! এবং মুগ্ধতা থেকেই মানুষজন এসব মিম শেয়ারও করছেন দেদারসে। চমকে যাওয়ার মত বিষয় হচ্ছে, যে মানুষটিকে নিয়ে এত আয়োজন, সেই ববি দেওলও নিয়মিত শেয়ার করছেন এই অ্যাকাউন্টের পোস্ট। তিনি তার ভক্তের এই পাগলামিতে বেশ বিস্মিত। মুগ্ধও। 

প্রাসঙ্গিক সব মিম ম্যাটেরিয়ালে সয়লাব 'ববিউড' 

বিক্ষুব্ধ ঝঞ্জাটের এ পৃথিবীতে মাঝেমধ্যে এরকম খবর দেখলে খানিকটা যেন ভালো লাগে। এই আমরাই তো কাঁটাতারের ভিত্তিতে নির্ণয় করি প্রিয় শিল্পীর মানদণ্ড। আবার, এই আমরাই, কাঁটাতার ভুলে যাই শিল্পীর পরিচয়ে। আমরা অদ্ভুত। যেমন অদ্ভুত আব্দুল আহাদ জাওয়াইদও। মহামারীর থমথমে সময়ে তার নেয়া 'ববিউড' নামের এই উদ্যোগ, মানুষকে সাময়িক হলেও সন্তুষ্টি দিয়েছে, মানুষকে হাসিয়েছে, নাতিদীর্ঘ কলেবরে হলেও বিভেদ ভুলিয়েছে। মূলত, এটাই তো দরকার। সন্তুষ্টির ক্ষেত্র তো এটাই। এবং, অন্তর্জালের মহিমা তো প্রকৃতপক্ষে এখানেই নিহিত। অনবদ্য। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা