বঙ্গবন্ধুর বায়োপিকে থাকছেন চঞ্চল চৌধুরীও
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের কাস্টিং লিস্টে যুক্ত হলো চঞ্চল চৌধুরীর নামটাও, এই অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন সেটা। সিনেমায় চঞ্চলকে দেখা যাবে...
চঞ্চল চৌধুরী মানেই ভিন্ন রকম কিছু, আলোচনার খোরাক জন্ম নেয়া। বড়পর্দায় তার আগমন ঘটবে, আর সেটা নিয়ে দশ কথা হবে না- এমন তো হতেই পারে না। হইচইয়ের ওয়েব সিরিজ তাকদীরে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন কিছুদিন আগেই, এবার নাম লেখালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের অভিনয়শিল্পীদের তালিকাতেও। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের ৪৫-৬৫ বয়সের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে, তথ্যটি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বঙ্গবন্ধু’ জীবনীচিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীদের সঙ্গে চঞ্চলের নামও ঘোষণা করা হয়। এর আগে যখন এই বায়োপিকের বিভিন্ন চরিত্রে কারা অভিনয় করবেন সেসব জানানো হয়েছিল গণমাধ্যমকে, তখন সেখানে চঞ্চলের নাম ছিল না। কাজেই তার অন্তর্ভুক্তি যে একটু পরে হয়েছে, সেটা নিশ্চিত।
বড় পর্দায় এর আগে যতবারই চঞ্চল হাজির হয়েছেন, প্রতিবার দর্শক ভিন্ন কিছু পেয়েছে। বলা হয়, সিনেমায় চঞ্চলের থাকা মানেই অন্যরকম একটা অভিজ্ঞতা। সেই চঞ্চল নিজে বঙ্গবন্ধুর বায়োপিকের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন। চঞ্চল বললেন-
'চরিত্রটি আমি করছি, গতকালই এটা ঘোষণা করা হয়েছে। এই ছবিতে অভিনয় করা মানে বড় একটি কাজ করা, ইতিহাসের অংশ হয়ে যাওয়া। খুব ভালো একটা কাজ হতে যাচ্ছে, এটা আমার জন্য বিশাল অভিজ্ঞতার বিষয় হবে।'

বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের ৪৫-৬৫ বছর বয়সের সময়কালটাকে পর্দায় ফুটিয়ে তুলবেন চঞ্চল। একই চরিত্রে ৬৫-৯৪ বছর বয়সের রোলে অভিনয় করবেন আরেক অভিনেতা খায়রুল আলম সবুজ। আগামী ১৯ জানুয়ারি চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী মুম্বাইয়ে যাচ্ছেন। ২৫ জানুয়ারি থেকে সেখানে ছবির প্রথম ধাপের শুটিং শুরু হবে। যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবির বাজেটের ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ দেবে ভারত; এখনও বাজেট চূড়ান্ত করা হয়নি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নির্মিত এই বায়োপিকটি পরিচালনা করছেন বিখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। এই সিনেমায় বিভিন্ন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, ফেরদৌস, রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে। ছবিতে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। শিল্প নির্দেশনায় থাকছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।