এমন অতিমানবীয় কাণ্ড ঘটানো ক্রিশ্চিয়ান বেলের পক্ষেই সম্ভব!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

চরিত্রের প্রয়োজনে কখনও ৯৬ কেজির স্থুল শরীর নিয়ে পর্দায় হাজির হচ্ছেন, পরের সিনেমাটাতেই হয়তো তাকে দেখা যাচ্ছে ৬৩ কেজি ওজনের হালকা শরীর নিয়ে শুটিং করতে! অভিনয়ের জন্য এমন ত্যাগ স্বীকার সবাই করতে পারেন না, অথচ ক্রিশ্চিয়ান বেলের কাছে এটা ছেলেখেলা...
হলিউডে মেধাবী অভিনেতার কমতি ছিল না কখনও, এখনও নেই। চরিত্রের জন্য ডেডিকেশনের অভাবও ছিল না তাদের মধ্যে। কিন্ত ক্রিশ্চিয়ান চার্লিস ফিলিপ বেল, ওরফে ক্রিশ্চিয়ান বেল একটা জায়গায় অনন্য, সেখানে তাকে ছোঁয়ার সাধ্যি কারো নেই। চরিত্রের প্রয়োজনে তিনি নিজের শরীরটাকে ইচ্ছেমতো ভাঙতে পারেন। কখনও ৫৫ কেজি ওজনের রুগ্ন শরীরে পর্দায় হাজির হচ্ছেন, কখনও আবার মধ্যবয়স্ক কোন রোলে অভিনয়ের জন্য ৯৬ কেজিতে নিয়ে যাচ্ছেন ওজনকে, বাড়াচ্ছেন ভুঁড়ি, পরের সিনেমাতেই তিনি আবার ফিট বডিতে হাজির হচ্ছেন- এই কর্ম সাধন করা দুনিয়ার আর কোন অভিনেতার পক্ষে সম্ভব নয়।
ক্রিশ্চিয়ান বেলের এমনই কিছু 'আপাত অসম্ভব' নজির দেখে নেয়া যাক চলুন!










অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে, চরিত্রের জন্য নিজেকে ভাংচুর করাটা যদি কোন খেলা হয়, তাহলে সেই খেলার সর্বকালের সেরা পারফর্মার যে ক্রিশ্চিয়ান বেল- তাতে কী কোন সন্দেহ আছে আর?