চরিত্রের প্রয়োজনে কখনও ৯৬ কেজির স্থুল শরীর নিয়ে পর্দায় হাজির হচ্ছেন, পরের সিনেমাটাতেই হয়তো তাকে দেখা যাচ্ছে ৬৩ কেজি ওজনের হালকা শরীর নিয়ে শুটিং করতে! অভিনয়ের জন্য এমন ত্যাগ স্বীকার সবাই করতে পারেন না, অথচ ক্রিশ্চিয়ান বেলের কাছে এটা ছেলেখেলা...

হলিউডে মেধাবী অভিনেতার কমতি ছিল না কখনও, এখনও নেই। চরিত্রের জন্য ডেডিকেশনের অভাবও ছিল না তাদের মধ্যে। কিন্ত ক্রিশ্চিয়ান চার্লিস ফিলিপ বেল, ওরফে ক্রিশ্চিয়ান বেল একটা জায়গায় অনন্য, সেখানে তাকে ছোঁয়ার সাধ্যি কারো নেই। চরিত্রের প্রয়োজনে তিনি নিজের শরীরটাকে ইচ্ছেমতো ভাঙতে পারেন। কখনও ৫৫ কেজি ওজনের রুগ্ন শরীরে পর্দায় হাজির হচ্ছেন, কখনও আবার মধ্যবয়স্ক কোন রোলে অভিনয়ের জন্য ৯৬ কেজিতে নিয়ে যাচ্ছেন ওজনকে, বাড়াচ্ছেন ভুঁড়ি, পরের সিনেমাতেই তিনি আবার ফিট বডিতে হাজির হচ্ছেন- এই কর্ম সাধন করা দুনিয়ার আর কোন অভিনেতার পক্ষে সম্ভব নয়। 

ক্রিশ্চিয়ান বেলের এমনই কিছু 'আপাত অসম্ভব' নজির দেখে নেয়া যাক চলুন! 

সিনেমার নাম আমেরিকান সাইকো। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় ক্রিশ্চিয়ান বেলের ওজন ছিল ৮১ কেজি। 
পাটকাঠির মতো শরীর নিয়ে তিনি হাজির হয়েছিলেন দ্য মেশিনিস্ট সিনেমায়। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তার ওজন ছিল মাত্র ৫৫ কেজি! 
ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজির নায়ক তিনি, প্রথম কিস্তিতে ক্রিশ্চিয়ান বেলকে যে অবয়বে দেখা গিয়েছে, তখন তার ওজন ছিল ৮৬ কেজি
রেসকিউ ডাউন সিনেমায় আবার ওজন কমালেন, এবার নিয়ে এলেন ৬১ কেজিতে
ব্যাটম্যান ট্রিলজির দ্য ডার্ক নাইট সিনেমায় ক্রিশ্চিয়ান বেল
ব্যাটম্যান থেকে দ্য ফাইটার, আবারও কমলো ওজন। বিশ কেজি কমিয়ে শরীরকে নিয়ে গেলেন ৬৬ কেজিতে
আবার ব্যাটম্যান, আবার বাড়লো ওজন। ৬৬ থেকে এবার সেটাকে নিয়ে গেলেন ৯০ কেজিতে! এখানে বলে রাখা ভালো, দ্য ফাইটার এবং ডার্ক নাইট রাইজেস- সিনেমা দুটি একই বছরে মুক্তি পেয়েছিল!
২০১৩ সালে অ্যামেরিকান হাসল সিনেমায় ক্রিশ্চিয়ান বেল হাজির হলেন ৯৪ কেজির অবতারে
সিনেমার নাম ভাইস। মধ্যবয়স্ক স্থুল শরীরের যাকে দেখছেন ছবিতে, তিনি আর কেউ নন, ক্রিশ্চিয়ান বেল! এই সিনেমার শুটিংয়ের জন্য ওজন ৯৬ কেজিতে নিয়ে গিয়েছিলেন তিনি!
ফোর্ড ভার্সেস ফেরারির জন্য আবার শরীর থেকে ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! অবিশ্বাস্য!

অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে, চরিত্রের জন্য নিজেকে ভাংচুর করাটা যদি কোন খেলা হয়, তাহলে সেই খেলার সর্বকালের সেরা পারফর্মার যে ক্রিশ্চিয়ান বেল- তাতে কী কোন সন্দেহ আছে আর? 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা