শুভ-চঞ্চল-শ্যামলের ত্রিমুখী দ্বন্দ্ব: দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে কন্ট্রাক্ট এর টিজার
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
টিজারের মূল আকর্ষণটা বেগ বা বাস্টার্ড কেউই নন, সবটুকু আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ব্ল্যাক রঞ্জুর চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী...
একের পর এক যখন চরিত্রগুলো উন্মোচন করা হচ্ছিল, তখনই সবাই নড়েচড়ে বসেছিল। সিরিয়াল কিলার বাস্টার্ডের রোলে আরিফিন শুভ, জেফরি বেগ চরিত্রে শ্যামল মাওলা; এরপর যখন ঘোষণা এলো যে ব্ল্যাক রঞ্জু হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, তখন আক্ষরিক অর্থেই প্রত্যাশার পারদটা আকাশে উঠেছিল। এর পাশাপাশি আছেন জাকিয়া বারী মম, রাফিয়া রশিদ মিথিলার মতো অভিনেত্রীরাও- এমন কাস্টিং পেলে যে কোন প্রজেক্টই মাটি থেকে অনেক ওপর দিয়ে ওড়ার কথা। আর সেটা যদি হয় দুই বাংলার অঘোষিত থ্রিলার সম্রাট মোহাম্মদ নাজিম উদ্দিনের বেগ বাস্টার্ড সিরিজের 'কন্ট্রাক্ট' উপন্যাস অবলম্বনে নির্মিত- তাহলে সোনায় সোহাগা বাগধারাটাও কম পড়ে যায় সম্ভবত।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবাল বেশ কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিল যে, কন্ট্রাক্ট উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করছে তারা। ১৮ই মার্চ সেটি মুক্তি পাবে, এই তথ্যও জানানো হয়েছে কয়েকদিন আগে। আজ সেই ওয়েব সিরিজের টিজার মুক্তি পেলো, সোয়া এক মিনিটের টিজারজুড়ে ফুটে উঠলো বইয়ে পড়া চরিত্রগুলো, কল্পনার সাথে অনেকাংশে মিলেও গেল। বাস্টার্ড চরিত্রে আরিফিন শুভ কিংবা জেফরি বেগের রোলে শ্যামল মাওলা- দুজনই দারুণ মানানসই।
কিন্ত টিজারের মূল আকর্ষণটা বেগ বা বাস্টার্ড কেউই নন, সবটুকু আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ব্ল্যাক রঞ্জুর চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী। তার সংলাপ, তার চাউনি, তার হাসি, তার গালি দেয়ার ভঙ্গি- সবকিছুই মন ছুঁয়ে গেছে। কন্ট্রাক্ট উপন্যাসে ব্ল্যাক রঞ্জু গুরুত্বপূর্ণ চরিত্র হলেও, তার উপস্থিতি ছিল কম। কিন্ত ওয়েব সিরিজের চিত্রনাট্যে পনেরো বছর হাওয়া হয়ে থাকার পর ফিরে আসা রঞ্জুকে যে গুরুত্ব দেয়া হয়েছে, তাতে কোন সন্দেহ নেই। সেই গুরুত্বটা চঞ্চল ডিজার্ভ করেন, ভীষণভাবেই করেন।
মোহাম্মদ নাজিমউদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজটি এগিয়েছে মূলত একজন ক্রাইম ইনভেস্টিগেটর এবং একজন সিরিয়াল কিলারের অদ্ভুত এক যুগলবন্দীতে। এই দুজনকে ঘিরেই লেখা হয়েছে সিরিজের পাঁচটি গল্প। একদিকে প্রফেশনাল খুনি বাস্টার্ড, অন্যদিকে হোমিসাইড ডিপার্টমেন্টের তুখোড় ইনভেস্টিগেটর জেফরি বেগ। এই দুইয়ের দ্বৈরথটা দারুণ চিত্তাকর্ষক হয়ে উঠেছে প্রতিটি গল্পেই। এদের সঙ্গে যুক্ত হয়েছ্ব রহস্যময় চরিত্র ব্ল্যাক রঞ্জুও। পর্দায় যদি ঠিকঠাকমতো ফুটিয়ে তোলা যায় এই ত্রিমুখী দ্বৈরথটাকে, বাংলা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সত্যিই গর্ব করার মতো একটা কন্টেন্ট উপহার পাবে, তাতে কোন সন্দেহ নেই।
বাস্টার্ড সিরিজের প্রথম উপন্যাস ছিল নেমেসিস, তবে পর্দায় রূপ দেয়া হচ্ছে 'কন্ট্রাক্ট'-কে। গল্পটা এরকম- পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল, আর কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হলো দেশে; কারন? একটা লাইফটাইম কন্ট্রাক্ট। কিন্তু আত্মবিশ্বাসী বাস্টার্ড তার মিশনে নেমে পড়তেই সব কিছু জট পাকাতে শুরু করলো, কিছুই যেন পরিকল্পনামাফিক ঘটছে না। বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে পড়লো সে। পনেরো বছর পর শহরে ফিরে এসেছে ব্ল্যাক রঞ্জু, কী চায় সে? এদিকে দৃশ্যপটে আর্বিভূত হলেন হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের প্রত্যেকের লক্ষ্য একেবারেই ভিন্ন। ষড়যন্ত্র আর পাল্টা ষড়যন্ত্র-রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান রচিত হয়েছে উপন্যাসে। আর এই অন্ধকার জগতের গল্পই দেখা যাবে কন্ট্রাক্ট- এ।
কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছয় পর্বে হবে ‘কন্ট্রাক্ট’ এর প্রথম সিজন। এরপর দর্শক সাড়ার উপর ভিত্তি করে এর দ্বিতীয় সিজন করার পরিকল্পনা। এর আগে এই জুটি ‘মানি হানি’ ও ‘একাত্তর’ এর মতো এই ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন, দুটিই মুক্তি পেয়েছিল ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। জি ফাইভ কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, বাংলাদেশের দর্শকেরা একদম বিনামূল্যেও উপভোগ করতে পারবেন এই ওয়েব সিরিজটি।
কন্ট্রাক্ট এর টিজার দেখতে পাবেন এখানে ক্লিক করে-