কন্ট্রাক্ট: বাংলাদেশের প্রেক্ষিতে একটি স্ট্যান্ডার্ড ওয়েব সিরিজ
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
জি-ফাইভের 'কন্ট্রাক্ট' এমন একটা প্রজেক্ট, এখানে মেথড অ্যাক্টিং জানা অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার- প্রতিটা সেক্টরে আলাদাভাবে লোক সিলেক্ট করা৷ একটা ভালো প্রোডাকশনের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ...
সাম্প্রতিক সময়ে ওয়েব কন্টেন্টের ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। নির্মাতাদের হাতে তৈরি হচ্ছে দুর্দান্ত স্টোরিটেলিংয়ের সঙ্গে উচ্চ মানের মেকিং। মাইনকার চিপায়, তাকদীর, কষ্টনীড়ের মতো গুড মেকিং দেখে ফেলেছি। আমি সবসময়ই একটা ভিজ্যুয়াল কন্টেন্টে স্টোরি প্রেজেন্টেশন আর সঙ্গে ঠিকঠাক স্ট্যান্ডার্ডের মেকিং দেখতে চাই। সেই দিক থেকে কন্ট্রাক্ট ঠিক একটা স্ট্যান্ডার্ড ওয়েব সিরিজ। অতি উচ্চমানের নয়, আবার ফেলে দেওয়া বা ছেড়ে কথা বলার মতোও নয়।
জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের বেগ বাস্টার্ড সিরিজের কন্ট্রাক্ট থ্রিলিং উপন্যাসের ওপর বেইসড করে স্ক্রিপ্ট সাজানো হয়েছে। তাই এই সিরিজের গল্প আমার আগে থেকেই জানা ছিল, আগে একবার পড়েছিলাম। যখন শুনেছি এটা নিয়ে ওয়েব হচ্ছে, তখন দ্বিতীয়বার পড়েছি। তাই আমার মনের ভেতর একটা কম্পেয়ার থেকেই যাচ্ছিলো যে বইয়ের কন্ট্রাক্ট নাকি ভিজ্যুয়াল কন্ট্রাক্ট কোনটা আমাকে বেশি ইম্প্রেসিভ করেছে? কিন্তু সেটার উত্তর দিতে ইচ্ছে করছে না এখানে।
গল্পটা ছোট করে বললে এমন- ব্ল্যাক রঞ্জু নামের এক ক্রিমিনালের খোঁজে বেরিয়েছে কন্টাক্ট কিলার বাস্টার্ড। বাস্টার্ড কি ব্ল্যাক রঞ্জু পর্যন্ত পৌছাতে পারে, কিংবা দুজনের একসঙ্গে দেখা হয়ে গেলে কি ঘটবে তাই নিয়ে স্টোরি।
আরিফিন শুভ বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনাম নিয়ে তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছেন। তার অভিনয় কেমন যেন ছকে বন্দী এখানে। চঞ্চল চৌধুরী ব্ল্যাক রঞ্জুর চরিত্রে ব্রিলিয়ান্ট এপ্রোচ দেখিয়েছেন। তার লুক, স্টাইল, বডি ল্যাংগুয়েজ আর সংলাপ দেওয়ার মুহুর্তটা খুবই প্রানবন্ত। এখানে তার মেথড অ্যাক্টিং স্কিল দেখে বার বার নেওয়াজ উদ্দিন সিদ্দিকের কথা মনে পড়ে যাচ্ছিলো।
শ্যামল মাওলা জেফরি বেগ চরিত্রে অভিনয় করেছেন দুর্দান্ত, তার কেস স্টাডিজ আর সঙ্গীদের কমান্ড দেওয়াটা ভালো ছিলো। উমা চরিত্রে অভিনয় করা আয়েশা খান এই চরিত্রটাকে নিজের মধ্যে সাবলীলভাবে ধারণ করে নিয়েছেন। ওঁর দিকে আমার নজর থাকবে সবসময়ই। জাকিয়া বারি মম ব্ল্যাক রঞ্জুর বউ, আর মিথিলা আর তারিক আনাম খান রাজনৈতিক দলের নেতা চরিত্রগুলো অতোটা শক্তিমাত্রা ক্রিয়েট করতে পারেনি। এটাই আমার জন্যে আক্ষেপের জায়গা ছিলো, যেখানে তারিক আনাম খানের মতো মাস্টার মাইন্ড অভিনেতা ছিলো, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা ফুলেফেঁপে উঠবে- কিন্তু জায়গাটা অগোচরেই থেকে গেল৷
তানিম নূর আর কৃষেন্দু চট্রোপাধ্যায় এখানে হাই কোয়ালিটির ফিল্ম মেকিং প্রসেসটা দেখিয়ে গেছে৷ আগে ওঁরা হানি মানি ওয়েব সিরিজ বানিয়েছিল। এবার ওঁরা একটা টিউন ধরে ৬ এপিসোডে কনট্রাক্টের স্টোরি প্রেজেন্টেশন করেছে, সঙ্গে খুবই স্মার্টলি নির্দেশনা, সিনেমাটোগ্রাফি, সাউন্ডস, স্মার্ট ডায়লগ, আর অভিনেতাদের অভিনয় ছিলো দেখার মতোই। সেটার রেশ লং টাইম ধরে রাখার মতো একটা কিছু তৈরি হয়েছে এখানে।
এটা এমন একটা প্রজেক্ট এখানে মেথড অ্যাক্টিং জানা অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, প্রতিটা সেক্টরে আলাদাভাবে লোক সিলেক্ট করা৷ একটা ভালো প্রডাকশনের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Zee5 অ্যাপে কোন প্রকার সাবক্রিপশন ফ্রি না দিয়েই দেখতে পাওয়া যাচ্ছে এই ওয়েব সিরিজটি, সঙ্গে বিজ্ঞাপনের ঝামেলা থাকছেই। কিন্তু বিজ্ঞাপনের ঝামেলা পড়তে না চাইলে কিছু টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিয়ে কন্ট্রাক্ট দেখে নিতে পারেন। জি ফাইভের এক সপ্তাহের সাবস্ক্রিপশন মূল্য মাত্র ১৪ টাকা।