প্রিন্সেস ডায়ানার জীবনকে ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে ‘স্পেন্সার’ চলচ্চিত্র, যেখানে রূপালী পর্দার ডায়ানা হচ্ছেন টোয়াইলাইট খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট। নিজেকে ভেঙ্গে-গড়ে চরিত্রের সাথে মিশে যাওয়ার জন্য খ্যাত ক্রিস্টেনের ‘ডায়ানা’ লুক সম্প্রতি প্রকাশ করা হয়েছে...

প্রিন্সেস ডায়ানার জীবনকে ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে ‘স্পেন্সার’ চলচ্চিত্র যেখানে রূপালী পর্দার ডায়ানা হচ্ছেন টোয়াইলাইট খ্যাত  ক্রিশ্চেন স্টুয়ার্ট। নিজেকে ভেঙ্গে গড়ে চরিত্রের সাথে মিশে যাওয়ার জন্য খ্যাত ক্রিশ্চেনের ‘ডায়ানা’ লুক সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ডায়ানাকে পুনরায় আবিষ্কার করতে ভক্তদের মধ্যে বইছে খুশির প্লাবন! 

স্পেন্সার সিনেমার পোস্টার

ফিল্মটি নির্মান করছেন চিলির নির্মাতা পাবলো ল্যারেইন। এর আগে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকি কেনেডির উপর চলচ্চিত্র নির্মাণ করে বেশ নাম কামিয়েছিলেন এই নির্মাতা, অস্কার নমিনেশনও পান। নাটালি পোর্টম্যান অভিনীত জ্যাকি সিনেমাটি শিল্পের মাপকাঠিতে উত্তীর্ণ এক সিনেমা- এমনই মনে করেন অনেক চলচ্চিত্র সমালোচক। এবারে ২০২১ সালে ক্রিশ্চেন স্ট্রুয়ার্ট কে সাথে নিয়ে তেমনি এক সিনেমা কি বানাতে পারবেন পাবলো ল্যারেইন? সময়ই বলে দেবে সব।

সিনেমায় প্রিন্স চার্লস হিসাবে অভিনয় করছেন জ্যাক ফার্দিং। স্পেন্সারের চিত্রনাট্য লিখেছেন পিকি ব্লাইন্ডার্সের স্টিভেন নাইট আর ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন রেডিও হেডের জনি গ্রিনউড। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা