সিনেমায় সারাক্ষণ আমির-পূজার খুনসুটি চলতো, তাই মুকেশ ভাট দুজনের নাম দিয়েছিলেন টম অ্যান্ড জেরি। তবে টম আর জেরির যেটা হয়নি, সেটা নাকি তাদের হয়েছিল। মানব মানবীর প্রেম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সিনেমার পর আমির আর পূজা আর কখনও একত্রে কাজ করেননি...

৩০ বছর আগে সিনেমা, অথচ দেখলে এতটাও পুরোনো মনে হয় না। অন্যতম কারণ হচ্ছে গান। ১১টা গান ছিল এই সিনেমায়, একেকটার চেয়ে একেকটা শ্রুতিমধুর। তবে এরপরেও এটি বেশ সমস্যাযুক্ত সিনেমা। অনেক কাহিনি হয়েছিল এই সিনেমার সময়। 

প্রথম কাহিনির শুরু নায়ক আমির খান আর নায়িকা পূজা ভাটকে নিয়ে। সিনেমাতে সারাক্ষণ দুজনের খুনসুটি চলত, তা দেখে মুকেশ ভাট দুজনকে নাম দিয়েছিলেন- টম এন্ড জেরি। তবে টম এন্ড জেরির যেটা হয়নি, সেটা নাকি তাদের হয়েছিল। মানব মানবীর প্রেম।

তখনকার প্রায় সব ম্যাগাজিনে এই প্রেমের সম্পর্ক নিয়ে একের পর এক নিউজ আসা শুরু হয়েছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সিনেমার পর আমির আর পূজা আর কখনও একত্রে কাজ করেননি। হয়ত বাস্তবের প্রেমটা সিনেমার পর্দার মত সুখকর ছিল না। 

সিনেমার অডিও ক্যাসেট রিলিজের পর টি সিরিজের গুলশান কুমার বাজার থেকে এই সিনেমার সমস্ত অডিও ক্যাসেট তুলে নিলেন, যদিও গান ততদিনে সুপারহিট। কোন এক কারণে গায়ক কুমার সানুর সাথে ঝামেলা হয়েছিল তার, আর এই সিনেমার বেশিরভাগ গান গেয়েছেন কুমার সানু। তাই গুলশান কুমারের এই সিদ্ধান্ত। কুমার শানুর গানগুলো বাবলা মেহতা নামের এক গায়ক কে দিয়ে আবার গাইয়ে বাজারে আবার এই সিনেমার অডিও ক্যাসেট ছাড়া হল, কিন্তু একই গান আগের সেই ম্যাজিক তৈরি করল না। গুলশান কুমার তখন অডিও ক্যাসেট আবার বাজার থেকে তুলে কুমার শানুর গাওয়া সেই আগের অডিও ক্যাসেট বাজারে ছাড়লেন!

বড়রা মাঝেমধ্যে বাচ্চাদের চেয়েও বেশি অবুঝের মত আচরণ করেন। এটা সম্ভবত তার একটা উদাহরণ। 

সিনেমার একটি দৃশ্যে আমির খান ও পূজা ভাট

উদাহরণ আরেকদিকে তৈরি করেছিল এই সিনেমা। প্রায় ১০ বছর কান্নাড়া ইন্ডাস্ট্রিতে হিন্দি সিনেমা রিলিজ নিষিদ্ধ ছিল। ১০ বছর পর এই সিনেমার মাধ্যমে কান্নাড়া ইন্ডাস্ট্রিতে আবারও হিন্দি সিনেমার রিলিজ চালু হয়। শুধু তাই না, আমিরের পরের সিনেমা 'পরম্পরা' একই দিনে বলিউডে আর কান্নাড়া ইন্ডাস্ট্রিতে রিলিজ পায়। 

সিনেমায় অনুপম খেরের লুকটা শরদ পাণ্ডের লুক থেকে ইন্সপায়ার্ড ছিল। শরদ পান্ডে ছিলেন ইন্ডিয়ার অন্যতম সেরা হার্টের সার্জন। ইন্ডিয়ার প্রথম হার্ট ট্র‍্যান্সপ্ল্যান্ট যে টিম করেছিল, সেখানে শরদ ছিলেন। শরদ যখন হৃদয় নিয়ে কাটাকাটিতে ব্যস্ত, তখন তার ছেলে সিনেমার পর্দায় তরুণীদের হৃদয় হরণে ব্যস্ত! কারণ তার ছেলে হল অভিনেতা চাঙ্কি পান্ডে, যার মেয়ে এখন আবার স্ট্রাগলে ব্যস্ত! 

রাজ কাপুর আর নার্গিসের চোরি চোরি সিনেমার সাথে এই সিনেমার বেশ মিল পাওয়া যায়। তবে আসল কথা হচ্ছে, এরা সবাই আসল আইডিয়া ঝেড়ে দিয়েছেন হলিউডের অস্কারজয়ী সিনেমা 'It happened one night' থেকে। দিল হ্যায় কি মানতা নেহি ২০০০ সালে তামিলে রিমেক হয়, ২০০৭ এ রিমেক হয় কান্নাড়াতে। রিসাইকেল প্রক্রিয়ার জলজ্যান্ত উদাহরণ! 

আজ থেকে ঠিক ৩০ বছর আগে, ১৯৯১ সালের আজকের দিনে রিলিজ পেয়েছিল সিনেমাটি।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা