ছোট পর্দার ঈদ: ওটিটিতে জমজমাট, টিভি পর্দায় হতাশা
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
টিভি নাটকের চেয়েও ওটিটি কন্টেন্ট নিয়েই বেশি আলোচনা দেখা গেছে এবার। বরাবরের মত এই ঈদেও প্রচার হয়েছে শত শত নাটক, সঙ্গে ছিল ওয়েব সিরিজ। সেসবের মধ্যে এবারের ঈদে কারা কারা আলোচনা সৃষ্টি করলেন তাদের নিয়েই এই আয়োজন...
ছোটপর্দায় ঈদ মানে এখন শুধু নাটক নয়, ওটিটির সুবাদে ওয়েব সিরিজ, ফিল্মও এবারের ঈদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। টিভি নাটকের চেয়েও ওটিটি কন্টেন্ট নিয়েই বেশি আলোচনা দেখা গেছে এবার। বরাবরের মত এই ঈদেও প্রচার হয়েছে শত শত নাটক, সঙ্গে ছিল ওয়েব সিরিজ। সেসবের মধ্যে এবারের ঈদে কারা কারা আলোচনা সৃষ্টি করলেন তাদের নিয়েই এই আয়োজন।
সেরা পাঁচ আলোচিত নির্মাতা
১. আশফাক নিপুণ: মহানগর-২ দিয়ে আবারো বাজিমাৎ করলেন আশফাক নিপুণ। ২০২১ সালে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল মহানগর সিরিজ,এই ঈদে বেরোলো তার দ্বিতীয় কিস্তি। এইবারেও তিনি সফল হবেন। গল্পের অনুষঙ্গের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও খুব ভালো ভাবে ফুটে তুলেছে,যা আরো এই দেশের মানুষকে গভীরভাবে স্পর্শ করেছে। নিপুণ এই একটা সিরিজ দিয়ে ঈদের সেরা আলোচিত নির্মাতা হয়েছেন।
২. শিহাব শাহীন: টেলিফিল্মের পর ওয়েব সিরিজেও শিহাব শাহীন এক সফল নাম। গত বছরের ঈদে মুক্তি পাওয়া সিন্ডিকেটের জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপন কে ঘিরে এইবার সিরিজ বানিয়েছেন "মাইশেলফ অ্যালেন স্বপন'। আগের বারের চেয়ে এবার আরো আলোচিত হয়েছে সিরিজটি, সেই সুবাদে নির্মাতা হিসেবে শিহাব শাহীন নিজেকে করেছেন আরো জনপ্রিয়। এছাড়া 'রুনু ভাই' সিরিজের তৃতীয় পর্ব এসেছে ইউটিউবে, সেখানেও প্রশংসা পেয়েছেন।
৩. কাজল আরেফিন অমি: এবারের ঈদে সবচেয়ে বেশি ইউটিউব ভিউ ও আলোচিত নাটক 'বিদেশ' নির্মাণ করেছেন হিট নির্মাতা কাজল আরেফিন অমি। ইতিমধ্যেই একমাত্র নাটক হিসেবে ১০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে এটি, শুধু ভিউ নয় প্রশংসাও পেয়েছে বেশি। কাজল আরেফিন অমি সফল হয়েছেন, এছাড়া 'হোটেল রিল্যাক্স' নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। যদিও সেটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
৪. রাফাত মজুমদার রিংকু: ধীরে ধীরে নিজেকে আরো বিকশিত করছেন এই উদীয়মান নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তার নির্মিত 'নোঙর' বেশ প্রশংসিত হয়েছে। ইউটিউবে এখনো না এলেও, টিভিতে প্রচারের পর 'মুখোশ' নাটকটি দর্শক প্রতিক্রিয়া পেয়েছে। এছাড়া 'ঈদ সেলামি' নাটকটি ঈদের প্রথম দুইদিন ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। এই ঈদে তার নির্মিত অন্যান্য নাটকের মধ্যে আছে টিফিন বক্স, নো ইউর পার্টনার, সায়েন্স টিউটর।
৫. প্রবীর রায় চৌধুরী: রোমান্টিক ধারার নাটক 'লাভ সেমিস্টার' বানিয়েছেন প্রবীর রায় চৌধুরী। উনার নাটক মানেই গ্ল্যামারস উপস্থিতি। আগের নাটকগুলোর মত আলোচনা না হলেও এই ঈদে আলোচনায় রয়েছে নাটকটি, ইউটিউব ভিউও সন্তোষজনক।
এছাড়া মিজানুর রহমান আরিয়ান এই ঈদে নির্মাণ করেছেন শহরে অনেক রোদ (ফ্ল্যাশ ফিল্ম) ও গুনগুনিয়ে। বিশেষ করে শহরে অনেক রোদ আলোচিত হয়েছে। মাবরুর রশিদ বান্নাহ আলোচিত হয়েছেন 'আক্ষেপ' নাটকের জন্য। ভিকি জাহেদ এবারের ঈদে 'শব্দপ্রেম' নামের একটিমাত্র নাটক নির্মাণ করেছেন। এছাড়া অন্যান্য নির্মাতাদের মধ্যে রুবেল হাসান (প্রিয় পরিবার), এল আর সোহেল (ঘুম, দই ফুচকা), রুবেল আনুশ (ডুব সাঁতার ২), সাগর জাহান (ছোবল), মিফতাহ আনান (অন্তহীন), মেহেদী হাসান হৃদয় (খোট), শাহজাহান সৌরভ (আপন যে জন) অন্যতম।
সেরা পাঁচ আলোচিত অভিনেতা
১. নাসির উদ্দিন খান: এই মূহুর্তে মিডিয়ায় নাসির উদ্দিন খান যেন এক বিস্ময়কর নাম। ওটিটিতে তিনি এখন সবার প্রিয় মুখ,সেটা হয়েছে উনার অভিনয় গুণ ও প্রানবন্ত সংলাপ প্রক্ষেপনের কারনে। 'মাই শেলফ অ্যালেন স্বপন' সিরিজে নাম ভূমিকায় অভিনয় করে সবার কাছ থেকে প্রশংসা পেয়েছে, সেই সুবাদে হয়েছেন অন্যতম আলোচিত অভিনেতা। এই সিরিজের বাইরে 'ক্যান্সার পার্টনার' নাটকে দেখা গেছে নাসির উদ্দিন খানকে।
২. মোশাররফ করিম: টিভি নাটকে মোশাররফ করিমের জনপ্রিয়তা সবার জানা,এখন ওয়েবেও তিনি ছক্কা হাঁকিয়েছেন। মহানগর-২ ওয়েব সিরিজে তিনি যেন একাই আলো কেড়ে নিলেন। প্রথম কিস্তির মত দ্বিতীয় কিস্তিতেও উনার অভিনয়ের জয়জয়কার। নিজের জনপ্রিয়তা বাড়িয়েছেন বহুগুণ। শুভাকাঙ্ক্ষীরা চাচ্ছেন তিনি যেন কাজ কমিয়ে এমন গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজেই মনোনিবেশ দেন। এছাড়া ঈদে বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে তার মধ্যে 'ঘুম' বেশ ব্যতিক্রমী নাটক হিসেবে সমাদৃত হয়েছে।
৩. জোভান: এই ঈদ বিশেষ স্মরনীয় হয়ে থাকবে জোভানের জন্য। সাম্প্রতিক কালের মধ্যে এই ঈদে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি। বেশ সংখ্যক নাটকের ভিড়ে ছোবল, নোঙর, লাভ সেমিস্টার, গুনগুনিয়ে কবিতার চার লাইন- নাটকগুলো প্রশংসিত এবং আলোচিত হয়েছে। অনেকের মাঝেও জোভান নজরে পড়েছিল সবার। এছাড়া ইউটিউব ভিউয়ের ট্রেন্ডিংয়ে আছে লাভ ইউ ভাইয়া, ঈদ সেলামি, সুইট কিস নাটকগুলো।
৪. মুশফিক ফারহান: গত দুই ঈদে যেভাবে সাফল্যের হাওয়ায় উড়ছিলেন, এই ঈদে তার চেয়ে কিছুটা কম। তবুও বিশেষ বিশেষ চরিত্রে হাজির হয়েছেন। 'আক্ষেপ' নাটকে বুদ্ধি প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন, অন্যান্য নাটকের মধ্যে পোস্টম্যান, খোট, মুখোশ অন্যতম।
৫. খায়রুল বাসার: এই ঈদে উজ্জ্বল হয়েছেন এই সময়ের প্রানোচ্ছ্বল তরুন অভিনেতা খায়রুল বাসার। তার অভিনীত নাটকগুলো খুব বেশি আলোচনায় সাড়া ফেলে দিয়েছে তা নয়, তবে গল্প ও অভিনয়ের কারনে অনেকেই প্রশংসা করেছেন। 'শহরে অনেক রোদ'তে বেশ সমাদৃত হয়েছে,অন্যান্য নাটকের মধ্যে দই ফুচকা, বাবুই পাখির বাসা, ডুব সাঁতার-২ অন্যতম।
'অপূর্ব' বরাবরের মত এই ঈদেও বেশ সংখ্যক নাটকে অভিনয় করেছে,তবে তার জনপ্রিয়তার যে সুখ্যাতি সেই অনুযায়ী নাটকগুলো সাফল্য পায়নি। অপূর্বকে এই ঈদে দেখা গেছে প্রিয় পরিবার, রুনু ভাই ৩, কদম বনে বৃষ্টি, চোখের ক্ষুধা, আপন যে জন- সহ আরো নাটকে। তৌসিফ মাহবুব চেষ্টা করেছেন নিজেকে আরো উন্নত করার, কিন্তু কোথাও যেন ফাঁক থেকে গেছে। তার অভিনীত নাটকের মধ্যে শব্দপ্রেম, কষ্টের নাম মায়া, বক্স নাম্বার ১৩ অন্যতম। যদিও পিতা মাতা সন্তান নাটকটি বেশ ভালো ইউটিউব ভিউ পেয়েছে।
নিলয় আলমগীরের নাটক ইউটিউব ভিউ পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিনীত নাটক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, এই ঈদে তাকে গেছে দুষ্ট শ্বশুর মিষ্টি জামাই, তরী, চ্যাম্পিয়ন চোর, ফিদা সহ আরো নাটকে। এছাড়া অন্যান্য অভিনেতাদের মধ্যে ফজলুর রহমান বাবু (আক্ষেপ, মহানগর ২), বৃন্দাবন দাস, সৌম্য জ্যোতি (মহানগর ২), চঞ্চল চৌধুরী (হাত সাফাই), আবদুল্লাহ আল সেন্টু (মাইশেলফ অ্যালেন স্বপন), মারজুক রাসেল (হাকুল্লা), জিয়াউল হক পলাশ-মিশু সাব্বির-পাভেল-জিসান (বিদেশ) অন্যতম। সিনেমার ব্যস্ততার কারণে নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার নাটকে অভিনয় করেননি।
সেরা পাঁচ আলোচিত অভিনেত্রী
১. সাবিলা নূর: অভিনেত্রীদের নিয়ে এই ঈদে আলোচনা তুলনায় কম, এর মধ্যে ভিন্ন ভিন্ন গল্পে এই ঈদে সাবিলা নূর নিজেকে ভেঙ্গেছেন, প্রমাণ করার চেষ্টা করেছেন। সাহারা মরুভুমি, ময়ূরপুচ্ছ কাক যেমন করেছেন তেমনি করেছেন শহরে অনেক রোদ, এছাড়া আপোষহীনা, রুনু ভাই ৩, কদমবনে বৃষ্টিতেও আলোচিত হয়েছেন৷
২. সাদিয়া আয়মান: নতুন অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নিজেকে বিকশিত করেছেন সাদিয়া আয়মান। প্রতিটা নাটকেই সহজাত উপস্থিতি দিয়ে মুগ্ধ করেছেন। ডুব সাঁতার ২, বাবুই পাখির বাসা, দই ফুচকা, কষ্টের নাম মায়া, জলতরঙ্গ- এই ঈদে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক।
৩. তানিয়া বৃষ্টি: 'ছোবল' নাটকে সাগর পাড়ের কন্যার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টির এই ঈদে বেশ সংখ্যক নাটক প্রচার হয়েছে, তার মধ্যে জাদুকর মোতালেব, কবিতার চার লাইন অন্যতম।
৪. কেয়া পায়েল: ইউটিউব ভিউয়ের শীর্ষে কেয়া পায়েল অভিনীত সর্বোচ্চ পাঁচটি নাটক রয়েছে, নাটকগুলি হলো- লাভ ইউ ভাইয়া, সুইট কিস, পোস্টম্যান, পিতা মাতা সন্তান, নেভার সিরিয়াস। যদিও সেই অনুপাতে তার অভিনয় নিয়ে আলোচনা হয়েছে কম, এছাড়া অন্যান্য নাটকের মধ্যে খোট, চোখের ক্ষুধা অন্যতম।
৫. জান্নাতুল সুমাইয়া হিমি: 'তরী' নাটকে ভালো অভিনয়ের জন্য হিমি আলোচিত হয়েছেন, তবে গল্প নির্বাচনে হিমির প্রতি দর্শকদের অভিযোগ আছে। অনেকের মতে তিনি ভালো অভিনেত্রী হলেও সেই অনুযায়ী নাটক পাচ্ছেন না। হিমি অভিনীত এই ঈদের নাটকের মধ্যে জামাই বউ ৪২০, দুষ্ট শ্বশুর মিষ্টি বউ, ফিদা, পরান পাখি, শেষ বেলায় অন্যতম।
তাসনিয়া ফারিণ এই ঈদে কাজ একেবারেই কম করেছেন, তার মধ্যে শব্দপ্রেম ও নোঙর বিশেষ ভাবে আলোচিত হয়েছে, অভিনেত্রী হিসেবেও তিনি সমাদৃত হয়েছেন। অভিনেত্রী তারিনকে আবার ফিরে পাওয়া গেছে অভিনয়ে, তার অভিনীত 'ক্যান্সার পার্টনার' ও 'প্রিয় পরিবার' বেশ প্রশংসিত হয়েছেন। "মাই শেলফ অ্যালেন স্বপন" সিরিজ দিয়ে দারুণ প্রত্যাবর্তন ঘটেছে মিথিলার, পাশাপাশি মহানগর-২ সিরিজে আলো কেড়েছেন তানজিকা আমিন।
আফসানা মিমিকে এই ঈদে মহানগর-২ সিরিজকে সহ একাধিক নাটকে দেখা গেছে। এছাড়া অন্যান্য অভিনেত্রীদের মধ্যে পারসা ইভানা (বিদেশ), সামিরা খান মাহি (ঈদ সেলামি, আক্ষেপ), তানজিন তিশা (বক্স নাম্বার ৩), তটিনী (এসো হাত বাড়াও), মম (আপন যে জন), সাফা কবির (হিসাবি বউ) অন্যতম। মেহজাবীন ছিলেন না এবারের ঈদের কোনো নাটকে।
ওটিটি উৎকর্ষ লাভ করলেও টিভি নাটক দিন দিন তার ঐতিহ্য হারাতে বসাচ্ছে, নাট্যসংশ্লিষ্টদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত৷