ঈদ মানেই  নাটকের উৎসব। প্রযুক্তির উৎকর্ষতায় টিভি পেরিয়ে এখন ওটিটি প্লাটফর্মেও প্রচার হয় একাধিক কাজ। দুই বছর করোনার ধকল কাটিয়ে অভিনয় জগত আবার প্রাণ ফিরে পেয়েছে। তবে সংখ্যায় প্রচুর হলেও সেই অনুপাতে কাজ আলোচনায় এসেছে কম। এরমধ্যে যারা যারা নিজেদের দক্ষতায় দর্শকদের আলোচনায় এসেছেন, তাদের নিয়ে এই আয়োজন। 

ঈদ মানেই  নাটকের উৎসব। প্রযুক্তির উৎকর্ষতায় টিভি পেরিয়ে এখন ওটিটি প্লাটফর্মেও প্রচার হয় একাধিক কাজ। দুই বছর করোনার ধকল কাটিয়ে অভিনয় জগত আবার প্রাণ ফিরে পেয়েছে। তবে সংখ্যায় প্রচুর হলেও সেই অনুপাতে কাজ আলোচনায় এসেছে কম। এরমধ্যে যারা যারা নিজেদের দক্ষতায় দর্শকদের আলোচনায় এসেছেন, তাদের নিয়ে এই আয়োজন। 

সেরা পাঁচ আলোচিত নির্মাতা 

কাজল আরেফিন অমি- ইউটিউব ভিউতে তিনি রেকর্ড করেছেন। খুবই অল্প সময়ে দশ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে তার নির্মিত নাটক 'ব্যাচেলর রমাদান। ' অনেকের কাছেই এ নাটক বেশ উপভোগ্য ছিলো। 'ফিমেল টু', 'ব্যাড বাজ' এই দুইটিও অনেক দর্শক দেখেছে। বাকি দুইটি নাটক 'দ্য কিডন্যাপার' ও 'হেল্প মি' কমবেশি আলোচনায় এসেছে। 

ভিকি জাহেদ- টিভি নাটকে এই সময়ের সেরা নন্দিত নির্মাতা তিনি। দর্শকের আগ্রহের তালিকায়ও তিনি এখন শীর্ষে। এই ঈদে তিনি বানিয়েছেন মোট পাঁচটি নাটক। বেশি আলোচিত হয়েছে 'চম্পা হাউজ' ও 'ঘুণ।' প্রশংসিত হয়েছে 'প্রায়শ্চিত্ত।' এছাড়া বাকি দুইটি 'শেষ দেখা' ও 'চোখ' নাটক আলোচনায় ছিল। 

শিহাব শাহীন- সিনিয়র জনপ্রিয় নির্মাতাদের মধ্যে একমাত্র তিনিই নিয়মিত ভাবে টিভি নাটক বানিয়ে যাচ্ছেন। এই ঈদে যে কয়টি নাটক নির্মাণ করেছেন, তারমধ্যে 'কমলা রঙের রোদ-২' বেশি প্রশংসা পেয়েছে। 'নিঃশব্দের আলো', 'বিভোর' শেষ সময়ে এসে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বঙ্গ ববের আয়োজনে বানিয়েছেন 'হাফ চান্স।' অন্যান্য নাটকের মধ্যে 'মিম্মি', 'রুনু ভাই',  'ভুল কুড়িয়ে নিলে', 'অঘটন', 'ভাঙা পুতুল' অন্যতম।

আশিকুর রহমান- একটি মাত্র টেলিফিল্ম বানিয়েছেন, তাতেই পেয়েছেন ভূয়সী প্রশংসা। বঙ্গ ববের আয়োজনে নির্মাণ করেছেন 'সাদা প্রাইভেট'। অনেকের মতেই এটিই ঈদের সেরা কাজ, এ নাটকে অনেকে খুঁজে পেয়েছেন নির্মল পারিবারিক বিনোদনও। সেই হিসেবে তিনিও হয়েছেন প্রশংসিত ও আলোচিত। 

রাফাত মজুমদার রিংকু- এই ঈদে অনেকগুলো নাটকই বানিয়েছেন। তবে দর্শকদের কাছে বেশি আলোচিত হয়েছে 'সাইলেন্স' ও 'প্রশ্রয়।' এছাড়া 'পালকি', 'রং ঢং'  এসেছে আলোচনায়। 

মিজানুর রহমান আরিয়ান এইবারের ঈদে একটি মাত্র নাটক বানিয়েছেন। 'শুরুটাই সুন্দর' নামে নাটকটি নন্দিত হয়েছে। প্রবীর রায় চৌধুরী বেশ আলোচনায় ছিলেন 'লাভ ভার্সেস ক্রাশ ২' নির্মান করে। রায়হান খান অনেকদিন বাদে আলোচিত হয়েছেন ওয়েব সিরিজ 'দৌড়' নির্মার্ণের জন্য, আইজ্যাক লিটন নামক ওয়েব সিরিজ বানিয়ে সমাদৃত হয়েছেন আশরাফুজ্জামান।  'একটা নির্জন দুপুর চাই' নাটক নির্মাণের জন্য প্রশংসিত হয়েছেন সৈয়দ শাকিল। 'লিলুয়া' নির্মাণ করে দর্শকদের চমক দিয়েছেন জাহিদ প্রীতম। মাবরুর রশিদ বান্নাহ এইবার নিজের উপর নিরীক্ষা করে 'স্টোরিজ, 'সিঙ্গেল সিন স্টোরি' নামে বেশ কিছু  শর্টফিল্ম বানিয়েছেন, নাটকের মধ্যে 'আদার হাফ', 'অ্যারেঞ্জ ম্যারেজ' অন্যতম। রায়হান রাফি বানিয়েছেন ওয়েব ফিল্ম 'সাত নাম্বার ফ্লোর'। এছাড়া অন্যান্য নির্মাতাদের মধ্যে মহিদুল মহিম(প্রিয়জন, লাভ ট্রিপ), মাহমুদুর রহমান হিমি(অবশেষে,চল), মাহমুদ মাহিন (হাঙ্গর), রুবেল হাসান(২/২ লাভ), শ্রাবণী ফেরদৌস(আমার বাবা কেরানী), আবু হায়াত মাহমুদ (নয়ন তারার গল্প), সঞ্জয় সমদ্দার (অমানুষ), সকাল আহমেদ (হরিজন পল্লী, নয়ন তারা), ইমরাউল রাফাত (ফ্রিল্যান্সার নাদিয়া), জাকারিয়া সৌখিন (ভুলো না আমায়) অন্যতম।

সেরা পাঁচ আলোচিত অভিনেতা

তৌসিফ মাহবুব- এই ঈদে অভিনেতা হিসেবে সন্তোষজনক উত্তরন ঘটেছে তার। বেশ কিছু ভালো এবং আলোচিত কাজে যুক্ত ছিলেন। অভিনয়েও ছিলেন স্বপ্রতিভ। 'শুরুটাই সুন্দর', 'সাইলেন্স', 'হাফ চান্স', 'চোখ', 'পালকি', 'রুপকথা নয়' থেকে 'লাভ ভার্সেস ক্রাশ ২'তে অতিথি উপস্থিতিতেও প্রশংসা পেয়েছেন। ঈদের পরে আসা ঈদের নাটক 'লিলুয়া'তেও মুগ্ধ করেছেন।

আফরান নিশো ও অপূর্ব- টিভি নাটকে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত দুই অভিনেতা। তবে এই ঈদে নিজেদের চাহিদা অনুযায়ী প্রত্যাশা মিটাতে পারেন নি। আফরান নিশো দারুণ অভিনয় করেছেন 'প্রায়শ্চিত্ত' ও 'বিভোর' নাটকে, আরো ছিল 'চম্পা হাউজ', 'দ্য কিডন্যাপার।' অন্যদিকে অপূর্ব প্রশংসিত হয়েছেন একটা 'নির্জন দুপুর চাই' ও 'নিঃশব্দের আলো' নাটকে। অন্যান্য নাটকের মধ্যে 'অঘটন', 'রুনু ভাই ২', 'প্রিয়জন', 'ত্যাগ', 'রং ঢং' অন্যতম।

মুশফিক আর ফারহান- ইউটিউব ভিউ বিবেচনায় একক অভিনেতা হিসেবে তিনি সবচেয়ে সফল। এই ঈদে তার অনেক কাজই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আলোচনায় এসেছে। 'হাঙ্গর' নাটকটি শুরু থেকেই ছিল আলোচনায়, এছাড়া 'ভুলোনা আমায়', 'কোলাহলের পর', 'ওয়েডিং ক্রাশ', 'প্রয়োজন'সহ আরো বেশ কয়েকটি নাটক ছিল এই ঈদে।

জোভান- প্রচুর নাটক করেছেন এই ঈদে। প্রচারের আগে থেকেই হাইপে ছিল 'লাভ ভার্সেস ক্রাশ ২'। তার অভিনীত সুন্দরতম নাটক হচ্ছে 'প্রশ্রয়।' দুইটিতেই ছিলেন সাবলীল। 'ও আমার বোন না' নাটকেও পেয়েছেন প্রশংসা। এছাড়া অন্যান্য নাটকের মধ্যে 'পুকুরে ভাসা সংসার', 'গ্রেট গার্লফ্রেন্ড'ও অন্যতম।

তাহসান- অনেকদিনের বিরতি শেষে আবার অভিনয়ে ফিরলেন এই গায়ক ও অভিনেতা। এই ঈদে তিনি প্রশংসিত হয়েছেন 'কমলা রঙের রোদ ২'তে সুন্দর একটি চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া অন্যান্য নাটকের মধ্যে 'অবশেষে', 'এলগরিদম', 'আদার হাফ' অন্যতম।

বিশেষ- মোশাররফ করিম- ওটিটি প্লাটফর্মে এই ঈদে সফল তারকা তিনি। বিশেষ করে ওয়েব সিরিজ 'দৌড়' এ যে অভিনয়ের খেল দেখিয়েছেন, তাতে বিমুগ্ধ হওয়াই যায়। এছাড়া আরেকটি ওয়েব সিরিজ 'আইজ্যাক লিটন' ও ওয়েব ফিল্ম 'অমানুষ'এও দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। তবে অভিনয় তিনি ভালো করলেও তার অভিনীত টিভি নাটক সেভাবে দর্শক আনুকূল্য পায় নি, যেসব নাটক প্রচার হয়েছে তার মধ্যে 'নয়ন-তারা', 'এম্বুলেন্স', 'চিত্রা তার অপেক্ষায়' অন্যতম।

গুণী অভিনেতা তারিক আনাম খান এবার প্রশংসিত হয়েছেন 'সাদা প্রাইভেট' টেলিফিল্মের জন্য। একই কাজের জন্য দর্শকনন্দিত হয়েছেন জিয়াউল হক পলাশও। পলাশ অভিনীত 'ব্যাচেলর রমাদান' ও 'ফিমেল ২' ইউটিউব ভিউতে শীর্ষে রয়েছে। ইন্তেখাব দিনারকে দর্শকরা পছন্দ করেছেন 'দৌড়' ওয়েব সিরিজে। শাহরিয়ার নাজিম জয় অনেকদিন পর অভিনয় করেছেন 'সাত নাম্বার ফ্লোর' এ। এছাড়া অন্যান্য অভিনেতাদের মধ্যে চঞ্চল চৌধুরী(সুশীল ফ্যামেলি), খায়রুল বাসার(ঘুণ, জিরো পয়েন্ট, নয়ন তারার গল্প), সজল(আড্ডা, বয়স একটি সংখ্যা,ডলফিন মোড়), আরশ খান (প্র‍্যাংক,লেখক), ইরফান সাজ্জাদ (সাদা প্রাইভেট,দৌড়,আক্ষেপ), অ্যালেন শুভ্র(পোস্ট মর্টেম), ইয়াশ রোহান(চল,মিম্মি), শাশ্বত দত্ত (নুডলস,আড্ডা), রাজ মানিয়া (সাত নাম্বার ফ্লোর) অন্যতম।

সেরা পাঁচ আলোচিত অভিনেত্রী

মেহজাবীন চৌধুরী- বরাবরের মত টিভিতে সবচেয়ে আলোচিত অভিনেত্রীর স্থানটি এখনো ধরে রেখেছেন তিনি। যদিও তাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা আরো বেশি ছিল, সে আশা পুরোপুরি পূরণ না হলেও তিনি অভিনয় ও ভালো কাজ দিয়ে চেষ্টা করেছেন নিজেকে নন্দিত করবার। 'ঘুণ' নাটকে ভালো অভিনয় করেছেন, তেমনি করেছেন 'লাভ ভার্সেস ক্রাশ ২'তেও। 'ফ্রিল্যান্সার নাদিয়া'তেও ভালো করেছেন। এছাড়া 'প্রশ্রয়', 'হেল্প মি', '২/২ লাভ' এই নাটক গুলোতেও তিনি ছিলেন স্বপ্রতিভ।

তাসনিয়া ফারিণ- এই ঈদে নিজের অবস্থান আরো পাকাপোক্ত করেছেন সময়ের আলোচিত এই অভিনেত্রী। নিজেকে শীর্ষে নিয়ে যাবার দারুণ সম্ভাবনা দেখিয়েছেন 'কমলা রঙের রোদ ২' নাটকে। এছাড়া 'শুরুটাই সুন্দর', 'একটা নির্জন দুপুর চাই', 'ভাঙা পুতুল' নাটকগুলোতে নন্দিত হয়েছেন। 

তানজিন তিশা- সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তিনি। এই ঈদে 'চোখ' নাটকে অভিনয় করে আবারও প্রশংসিত ও আলোচিত হয়েছেন, এছাড়া অন্যান্য নাটকের মধ্যে 'হাফ চান্স', 'চিত্রা তার অপেক্ষায়', 'ওয়েডিং ক্রাশ', 'সিকিউরিটি গার্ল', 'সাইলেন্স', 'পুকুরে ভাসা সংসার', 'লাভ ট্রিপ' অন্যতম।

সাবিলা নূর- সংখ্যার বিচারে এই ঈদে প্রচুর নাটক করেছেন। গত বছর যে আশার আলো জ্বালিয়েছিলেন,এই ঈদে সেরকমটা দেখা যায় নি। তার প্রচারিত নাটকের মধ্যে 'দ্য কিডন্যাপার', 'নিঃশব্দের আলো', 'বিভোর', 'শুধু তুমিময়', 'অঘটন', 'বস', 'চল' অন্যতম। 'ব্যাচেলর রমাদান'এও ছিলেন, তবে নিজে আলাদা করে আলো কেড়ে নিতে পারেন নি।

কেয়া পায়েল- ধীরে ধীরে বাংলা নাটকের ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠছেন তিনি। এবারের ঈদেও তাকে দেখা গেছে বেশ কিছু নাটকে।  দর্শকদের মধ্যেও তাকে নিয়ে বাড়ছে আগ্রহ। যদিও এখনো অনেক দূর পথ বাকি, পাশাপাশি নিজেরও অনেক পরিবর্তন আনতে হবে তার। এই ঈদে তার অভিনীত নাটকগুলোর মধ্যে 'ভুলনা আমায়', 'রং ঢং', 'এক জনমে', 'নসিব' অন্যতম।

উদীয়মান অভিনেত্রী হিসেবে সামিরা খান মাহি এই ঈদে আলোচিত হয়েছে। অনেকগুলো নাটকে দেখা গেছে তাকে। তার মধ্যে 'হাঙ্গর', 'প্র‍্যাংক', 'প্রয়োজন', 'হাইওয়ে' অন্যতম।  রুকাইয়া জাহান চমক প্রশংসিত হয়েছেন 'সাদা প্রাইভেট' টেলিফিল্মের জন্য। সাফা কবিরকে দেখা গেছে 'ব্যাড বাজ', 'হ্যালো লিসেনার্স' নাটকগুলোতে।  অনেকদিন পর বিদ্যা সিনহা মীম ফিরলেন নাটকে। তাকে দেখা গেল 'আদার হাফ', 'অবশেষে'তে। এছাড়া অন্যান্য অভিনেত্রীদের মধ্যে মম(ধন্যজনের অন্যমন),  তানজিকা আমিন (একটি অলৌকিক বিকেলের গল্প), সারিকা সাবাহ(কনা), নিশাত প্রিয়ম(প্রায়শ্চিত্ত),সারিকা সাবরিন(এম্বুলেন্স) অন্যতম।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা