ইমরান হাশমিকে ডাকা হতো চুম্বন দেবতা নামে, কারণ সেরকমই একটা ইমেজ গড়ে উঠেছিল তার! অথচ সেই ইমরান হাশমি অনেকদিন ধরেই চুমুর দৃশ্যে অভিনয় করছেন না, বরং বলছেন, নিজের সিরিয়াল কিসার স্বত্ত্বাটাকে নাকি অবসর দিয়েছেন তিনি!

ক্যারিয়ারের সূচনালগ্ন থেকেই টানা কয়েকটি সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের জন্য “সিরিয়াল কিসার” তকমা পেয়েছিলেন সু-অভিনেতা ইমরান হাশমী। “মার্ডার”, “জান্নাত”, “গ্যাংস্টার”, “আওয়ারাপান” ইত্যাদি সিনেমার রোমান্টিক দৃশ্যাবলির কথা কে ভুলতে পেরেছে? আর আশিক বানায়া গানটি ছিলো ইমরান হাশমীর ট্রেডমার্ক।

কিন্ত হাজারো তরুণ-তরুণীর স্বপ্নের সেই সম্মোহিনী নায়ক এখন বদলে গেছেন। আগের সিনেমার মতো এখন বোল্ড দৃশ্যে কেন  আর অভিনয় করেন না- এমন প্রশ্নের জবাবে বলিউড হাঙ্গামার সাথে এক সাক্ষাৎকারে তিনি জবাব দেন, "আর না। ঐসব চরিত্রের বিপরীতে আমার বয়স বেমানান। আমি ঐ ইমরান হাশমী কে অবসর দিয়ে দিয়েছি।" 

ইমরান হাশমি

অন্তরঙ্গ দৃশ্যের কারণে এক সময় পরিচিত থাকলেও ইমরানের নৈতিকতা নিয়ে কোনো সহকর্মী এখন পর্যন্ত কোনো অভিযোগ তুলতে পারেননি। বরং বরাবরের মতোই, ইমরানের পেশাদারিত্বের প্রশংসায় মুখর তার বিপরীতে অভিনয় করা নায়িকারা। কিভাবে  একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও সহকর্মীদের সাথে পেশাদারিত্ব বজায় রাখতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

“কাজ করার ক্ষেত্রে আপনার সহকর্মীর মানসিকতা বোঝা ও তাকে কাজের জন্য তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই সুষ্ঠু যোগাযোগের অভাবে ফিল্ম সেটে পরিবেশ থাকে থমথমে। আমি যেটা করি, সেটা হচ্ছে ব্যাপারটাকে উপভোগ করি, পেশাদারিত্বের জায়গা বজায় রাখি। যারা নবীন, তারা সেটে এমনিতেই অস্বস্তিতে থাকেন। আমি এই অস্বসস্তির ভাবটা কাটিয়ে দেয়ার চেষ্টা করি। এইতো!” 

মুম্বাই সাগা সিনেমায় ইমরান হাজির হবেন পুলিশের চরিত্রে

সুপারহিট নায়ক ইমরান হাশমীর এই ছোট কথার মধ্যে লুকিয়ে আছে দীর্ঘদিন বলিউডে কাজ করার প্রেক্ষিতে অর্জন করা শিক্ষা। নবীন-প্রবীণ সবারই তার কাছ থেকে শেখা উচিত। ইমরান হাশমী এখন কাজ করছেন সঞ্জয় গুপ্তের “মুম্বাই” সিনেমায়, সাথে আছেন জন আব্রাহাম। এছাড়াও মালায়লাম চলচ্চিত্র “এজরা”-র হিন্দি রিমেকে কে দেখা যেতে পারে ইমরান হাশমীকে।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা