করোনায় আক্রান্ত হয়েও শ্যুটিং করায় নিষিদ্ধ অভিনেত্রী
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

বলিউড অভিনেত্রী গওহর খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েও চালিয়ে গিয়েছেন শুটিং। কোভিড–১৯ সুরক্ষাবিধি ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এখানেই শেষ নয়,গওহর নিষিদ্ধ হয়েছেন দীর্ঘদিনের জন্য...
বলিউড অভিনেত্রী গওহর খান করোনাভাইরাসে আক্রান্ত কিন্ত চালিয়ে গিয়েছেন শুটিং। কোভিড–১৯ সুরক্ষাবিধি ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে ভারতের মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় এফআইআর দায়ের করে বৃহন্মুম্বই পৌরসভা (বিএমসি)। এখানেই শেষ নয়,গওহর খান নিষিদ্ধ হয়েছেন দীর্ঘদিনের জন্য।

যে ছবির কাজ করছিলেন, তাদের বক্তব্য হচ্ছে, এই গওহর খান করোনা নেগেটিভ হয়েছেন তাই শ্যুটিং করেছেন। তারপরেও মন গলেনি দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ কর্তৃপক্ষের। ৬০ দিনের জন্য তার সব ধরনের শুটিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিনে ফেডারেশন। ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।
এদিকে বিএমসি নাম উল্লেখ না করে টুইটারে লিখে: “শহরের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপস করা হবে না। বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ, তিনি কোভিড–১৯ সম্পর্কিত সুরক্ষাবিধি মানেননি। নিয়মনীতি সবার জন্যই সমান। তাই সবাইকে নিয়ম মানার অনুরোধ করা হচ্ছে। এ ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।”
নাম না নেয়া হলেও গওহর খানের কথাই যে বলা হচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না।