শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে আসছে গডজিলা ভার্সেস কং: এপিক মনস্টার ক্রস-ওভার
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

গডজিলা আর কং- এই দুই আইকনিক ক্যারেক্টারের এপিক ফেইস-অফ চলচ্চিত্র আসছে স্টার সিনেপ্লেক্সে আর ব্লকবাস্টার সিনেমা যমুনাতে। শুক্রবার, ২৬শে মার্চ দর্শকেরা উপভোগ করতে পারবেন ওয়ার্নার ব্রাদার্সের নতুন এই মনস্টার ক্রস-ওভার ফিল্ম।
গডজিলা আর কং- এই দুই আইকনিক ক্যারেকটারের এপিক ফেইস-অফ চলচ্চিত্র আসছে স্টার সিনেপ্লেক্সে আর ব্লকবাস্টার সিনেমা যমুনাতে। শুক্রবার, ২৬শে মার্চ দর্শকেরা উপভোগ করতে পারবেন ওয়ার্নার ব্রাদার্সের নতুন এই মনস্টার ক্রস-ওভার ফিল্ম।

অ্যাডাম উইনগার্ড পরিচালিত এই মনস্টার-ক্রসওভার সিনেমা অক্টোবরের ২০১৫ সালে পরিকল্পনা করে প্রযোজনা সংস্থা লিজেন্ডারি পিকচারস। ২০২০ সালের নভেম্বরে মুক্তির কথা থাকলেও করোনার প্রকোপে পিছিয়ে যায় থিয়েটার রিলিজ। এরপর তারিখ পিছিয়ে এই বছরের ২৪শে মার্চ আন্তর্জাতিক রিলিজ আর শুধু যুক্তরাষ্ট্রে ৩১শে মার্চ রিলিজ এর তারিখ চূড়ান্ত করা হয়। যুক্ত্ররাষ্ট্রে থিয়েটারের পাশাপাশি এইচবিও ম্যাক্সে স্ট্রিমিং করা যাবে একই দিনে।
১১৩ মিনিটের এই সিনেমার বাজেট ২০০ মিলিওন ডলার। ২০১৯ সালের গডজিলা: দ্য কিং অফ মনস্টারস আর আর ২০১৭ সালের কং: স্কাল আইল্যান্ড- এই দুটি সিনেমার সিকুয়াল এই গডজিলা ভার্সাস কং। লিজেন্ডারি পিকচার্স একটি মন্সটার ফ্র্যাঞ্চাইজি তৈরি করছে যেটিরও চতুর্থ কিস্তি এই সিনেমা।