যে কারণে 'গেম অব থ্রোন্স' এর প্রিক্যুয়াল বাতিল করলো এইচবিও!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

'গেম অব থ্রোন্স' এর বিশেষ এক প্রিক্যুয়াল হতে যাচ্ছিলো বাতিল হওয়া এই সিরিজ। যেখানে ওয়েস্টেরোস এর পূর্ব-ইতিহাসের এমন এক সময়কে দেখানো হতো, যেখান থেকেই শুরু সবকিছুর। হোয়াইট ওয়াকার, হাউজ স্টার্ক এর নায়কদের উত্থান, হাউজ ল্যানিস্টার এর বর্বরতা, রহস্য, ব্ল্যাক ম্যাজিক...সবকিছুর শুরু হাজার বছর আগের যে অন্ধকার থেকে, সেই অন্ধকার থেকেই শুরু হওয়ার কথা ছিলো এই সিরিজের...
'গেম অব থ্রোন্স' এর নটে গাছটি মুড়িয়েছে, তাও বেশ ক'বছর হলো। 'উইন্টার' এসে তীর্থের কাকের মতন বসে থাকতো যে ওয়েস্টেরোস এ, সেই 'উইন্টার' ক্রমশই ঘুরপাক খেয়েছে নাগরিক জীবনে। কিন্তু 'ওয়েস্টেরোস'ই ভোজবাজির মতন হয়ে গিয়েছে অদৃশ্য। জন স্নো, খালিসি, হোয়াইট ওয়াকার, সার্সি, সানসা, আরিয়া, টিরিয়ন...সবাই ঢুকে পড়েছে গল্পদাদু জর্জ আর আর মার্টিনের ঢাউস বইগুলোর সাদা-কালো পেটে। আমরা আক্ষেপ করেছি, কোথাও আচমকা 'গেম অব থ্রোন্স' এর ইন্ট্রো শুনে স্মৃতিকাতর হয়েছি, আবার পরবর্তীতে শোক সামলে ধাতস্থ হয়েছি। এরইমাঝে যখন শুনেছি, হাউজ টারগেরিয়ান এর অতীত ইতিহাস অবলম্বন করে 'হাউজ অব দ্য ড্রাগন' আসবে সামনে, উচ্ছ্বসিত হয়েছি। গল্পদাদু মার্টিনের বই 'ফায়ার অ্যান্ড ব্ল্যাড' অবলম্বনে নির্মিতব্য এ প্রিক্যুয়ালের আগমনবার্তা শুনে বেশ স্বস্তির উপক্রম হওয়ার মতন যখন অবস্থা, ঠিক সে সময়েই 'গেম অব থ্রোন্স' নিয়ে এমন আরেকটি বিশেষ খবর পেয়েছি, যে খবরে বিস্তর চমকেছি। সে সাথে আশাহতও হয়েছি।
এইচবিও তাদের কোনো শো এর জন্যে টাকা ঢালতে কখনো গাঁইগুঁই করে না, তা সচেতন দর্শকমাত্রই জানেন। কিন্তু তাদের কোনো একটা সিরিজের শুধুমাত্র এক পর্বের জন্যে তারা ত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছে, এ তথ্য যখন প্রথম জানতে পারি, তখন চক্ষু চড়কগাছ হবার অবস্থা। তাও কোনোরকমে এই তথ্য সামাল দিচ্ছিলাম। পরবর্তীতে যা শুনলাম, তা শুনে খানিকটা যেন স্থানুই হয়ে রইলাম! এই যে বিশেষ পর্ব, যেটির জন্যে ত্রিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে, সেই পর্বটি নাকি প্রকাশিতই হবে না কোনোদিন। পুরো প্রজেক্টই একেবারে বাতিল করেছে এইচবিও!

ত্রিশ মিলিয়ন ডলার...এই অ্যামাউন্ট এর প্রবলতা যারা বুঝতে পারছেন না, তাদেরকে আরেকটু সহজ করে বলি। আঠাশ মিলিয়ন ডলার দিয়ে পুরো 'বাহুবলিঃ দ্য বিগেনিং' এর শুটিং হয়েছিলো! আর এখানে ত্রিশ মিলিয়ন! তবে এসব ছাপিয়েও সবচেয়ে বেশি আক্ষেপ লেগেছে এটা জেনে, 'গেম অব থ্রোন্স' এর বিশেষ এক প্রিক্যুয়াল হতে যাচ্ছিলো বাতিল হওয়া এই সিরিজ। যেখানে ওয়েস্টেরোস এর পূর্ব-ইতিহাসের এমন এক সময়কে দেখানো হতো, যেখান থেকেই শুরু সবকিছুর। হোয়াইট ওয়াকার, হাউজ স্টার্ক এর নায়কদের উত্থান, হাউজ ল্যানিস্টার এর বর্বরতা, রহস্য, ব্ল্যাক ম্যাজিক...সবকিছুর শুরু হাজার বছর আগের যে অন্ধকার থেকে, সেই অন্ধকার থেকেই শুরু হওয়ার কথা ছিলো এই সিরিজের। জর্জ আর আর মার্টিন এই সিরিজের জন্যে একটি নামও সাজেস্ট করেছিলেন; দ্য লং নাইট। যদিও এ টাইটেল ব্যবহৃত হয়েছিলো 'গেম অব থ্রোন্স' এর সিজন ফিনালের এক পর্বেও।

এই সিরিজকে কেন এইচবিও শেষপর্যন্ত বাতিল করলো, তার পুরো রহস্য উন্মোচিত না হলেও অনেকেই এটা বলেন, সিরিজের প্রথম পর্বটা ঠিক সেরকম দুর্দান্ত হয়নি। 'গেম অব থ্রোন্স' মানেই যেখানে অসাধারণ কিছু, সে হিসেবে প্রিক্যুয়াল সিরিজের প্রথম পর্বটাই কেমন যেন বর্ণহীন, ধূসর, সাদামাটা। সে কারণেই তাই পরবর্তীতে এই শো নিয়ে এগোনোর চিন্তা বাদ দেয় এইচবিও। কিন্তু ততদিনে ক্রু, কাস্ট আর শুটিং... সব মিলিয়ে ব্যয় হয়েছে ত্রিশ মিলিয়নেরও বেশি অর্থ!
যদিও 'দ্য লং নাইট' আসেনি, কিন্তু তাই বলে 'দ্য হাউজ অব দ্য ড্রাগন' আসবে না, তা তো না। 'হাউজ টারগেরিয়ান' এর অদ্ভুতুড়ে ইতিহাস জানার জন্যে মুখিয়ে থাকার অপেক্ষা ফুরোবে বছর খানেকের মধ্যেই। পাশাপাশি এটাও আশাব্যঞ্জক বিষয়, এইচবিও 'গেম অব থ্রোন্স' এর আরো দুয়েকটা বিষয় নিয়ে প্রিক্যুয়াল করার প্ল্যান করছে। এর মধ্যে একটিও যদি ব্যাটেবলে মিলে যায়, তাহলে 'গট ভক্ত'দের জন্যে সোনায় সোহাগা। সেজন্যে তাই বিস্তর অপেক্ষা করতেও খুব একটা আক্ষেপ নেই। শেষে এসে ভালো কোনো সংবাদ মিললেই এ অপেক্ষা সার্থক!