বলিউডের তিন নবীন কিন্তু শক্তিশালী শিল্পী তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি এবং হর্ষবর্ধন রানে কে নিয়ে প্রেম, বিয়ে, বিশ্বাসঘাতকতা এবং খুনের এক রোমাঞ্চকর থ্রিলার ‘হাসিন দিলরুবা’...

দর্শকদের বদলে যাওয়া রুচির সাথে পাল্লা দিতেই ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে সিনেমা বানাতে দেখা যাচ্ছে বলিউড নির্মাতাদের। যদিও সংখ্যার হিসেবে সেটা অল্প তবে গত বেশ কয়েক বছর ধরেই আস্তে-ধীরে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। বিগ বাজেটের মাসালা বলিউড সিনেমার পাশাপাশি বেশ অল্প বাজেটেও ব্যতিক্রমী গল্প নিয়ে কাজ হচ্ছে এখন। আগে যেসব সাবজেক্ট বা গল্প উপস্থাপন করার সময় কিছুটা রাখঢাক বা সাহসের অভাব মূল অন্তরায় ছিলো সেসব এখন ঝেড়ে ফেলে নতুন পথেই হাটছে একটা বড় অংশ। এই ধারাবাহিকতার নতুন সংযোজন ‘হাসিন দিলরুবা’। 

সিদ্ধার্থ মালহোত্রা এবং পরিণীতি চোপড়া অভিনীত ‘হাসি তো ফাঁসি’ সিনেমা তৈরি করেছিলেন ভিন্নিল ম্যাথিউ, প্রায় ছয় বছর আগে। লম্বা সময় পার করে এই নির্মাতা এবার হাজির হচ্ছেন ভালোবাসার এক রক্তাক্ত কাহিনি নিয়ে। ‘হাসিন দিলরুবা’ টিজার রিলিজের সময় থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। বলিউডের তিন নবীন কিন্তু শক্তিশালী শিল্পী তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি এবং হর্ষবর্ধন রানে কে নিয়ে প্রেম, বিয়ে, বিশ্বাসঘাতকতা এবং খুনের এক রোমাঞ্চকর থ্রিলার ‘হাসিন দিলরুবা’। 

২০২০ সালের ১৮ জানুয়ারি ভারতের হরিদ্বারে সিনেমার শুটিং শুরু হয়েছিলো। পরে মার্চ মাসে করোনার কারনে লকডাউন শুরু হলে সিনেমার কাজ বেশ কিছুদিন বন্ধ থাকে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাকি কাজ শেষ করেন তাপসী, বিক্রান্ত, হর্ষবর্ধন সহ বাকি শিল্পী এবং কলাকুশলীরা। গত অক্টোবরে সিনেমার শুটিং শেষ হয়। 

স্বাভাবিকভাবেই সিনেমা হলেই সিনেমাটি রিলিজ দেয়ার ইচ্ছে ছিল প্রযোজক এবং পরিচালকের। কিন্তু করোনা মহামারির সেকেন্ড ওয়েভে আপাতত সেটি সম্ভব নয়, তাই আরো অনেক সিনেমার মতোই বিনোদনের নতুন মাধ্যম মানে ওটিটিতে রিলিজের পথে হাটলো ‘হাসিন দিলরুবা’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে জুলাই মাসে রিলিজ পাচ্ছে এটি। 

দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলিজ দেয়া হয় এই সিনেমার ট্রেলার। ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে প্রেম, বিয়ে, বিশ্বাসঘাতকার পাশাপাশি খুনের রহস্যও রয়েছে। সিনেমাতে তাপসীর চরিত্রের নাম রানি। ঋষভ (বিক্রান্ত মেসি) নামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয় রানির। কিন্তু জীবন থেকে রানীর চাওয়া-পাওয়ার সমীকরণটা ভিন্ন। আর দশটা মধ্যবিত্ত পরিবারের বউ হিসেবে জীবন কাটাতে তার অনীহা। 

এভাবেই স্বামীর সাথে বাড়ে দূরত্ব আর দুরত্বের সময়ে নীল (হর্ষবর্ধন রানে) এর সঙ্গে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক গড়ে ওঠে। এরই মাঝে এক বিস্ফোরণে রানির স্বামী মারা যায়। যদিও সেটা দুর্ঘটনা নয়, খুন বলেই সন্দেহ করে ঋষভের (বিক্রান্ত) পরিবার ও পুলিশ। খুনের সন্দেহের দায়ে পুলিশি জেরার মুখে রানি। সেখানেই উঠে আসে তার প্রেমিক নীল ত্রিপাঠী (হর্ষবর্ধন)র প্রসঙ্গ। পুলিশ অফিসারের চরিত্রে সিনেমার ট্রেলারে নজর কেড়েছে সিআইডি খ্যাত আদিত্য শ্রীবাস্তব। ট্রেলারেই প্রশ্ন রেখে যায় যে, যদি খুন হয় তাহলে খুনি কে? এই প্রশ্ন নিয়েই এগিয়ে চলবে সিনেমার গল্প এটাই বোঝা গিয়েছে ট্রেলারে। 

তবে ট্রেলারে সবাইকে ছাপিয়ে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছেন বলিউডের নতুন জেনারেশনের গুনী এবং শক্তিশালী অভিনেত্রী তাপসী পান্নু। ‘বেবি’ হয়ে ‘পিংক’ তারপর ‘নাম শাবানা’ থেকে ‘সান্ড কি আখ’ বা ‘বদলা’ ‘মনমর্জিয়া’ অথবা ‘থাপ্পড়’ প্রতিটা সিনেমাতেই নিজেকে বারবার ভেঙেছেন এই গুনী অভিনেত্রী। তবে এই সিনেমার জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ। তাপসী ছিলেন তাদের সর্বশেষ অপশন। যখন অনেক নায়িকা এই ধরনের বোল্ড রোল করতে আপত্তি জানায় তখন অফার যায় তাপসীর কাছে।

তাপসী, বিক্রান্ত, হর্ষবর্ধন

অফার পেয়ে দেরী করেননি তাপসী, কারন চরিত্রটি তার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ‘হাসিন দিলরুবা’তে আধুনিক এক সাহসী নারী রূপে রীতিমতো প্রশংসা পাচ্ছেন তিনি সবার কাছ থেকে। সাহসী দৃশ্য থেকে অ্যাকশন সিন প্রতিটা সিনেই সাবলীল তাপসী। ট্রেলারে পুলিশি জেরায় রানি রূপি তাপসীর একটি সংলাপ, ‘সম্পর্ক শুধুই মানসিক, সম্ভোগ শারীরিক হয়’ রীতিমতো ভাইরাল। পাশাপাশি  ‘পন্ডিতজি (দীনেশ) বলেছেন অমর প্রেমের গল্প সেটাই, যেই গল্পে রক্তের হালকা দাগ থাকবে’। দুই সংলাপেই রীতিমতো ধন্ধে ফেলে দিয়েছে সবাইকে যে, তবে কি এই সিনেমায় নেগেটিভ শেডে ধরা দিবেন তাপসী? 

‘হাসিন দিলরুবা’র ট্রেলার শেয়ার করে তাপসী ক্যাপশনে লিখেছেন- ‘এক ছিল রাজা, এক ছিল রানী। শুরু হলো একটা খুনের প্রেমকাহিনি’। এর আগে গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির টিজার পোস্ট করে তাপসী ক্যাপশনে লিখেছিলেন যে, ‘ভালোবাসার তিন রং, সঙ্গে রক্তের ছটা।’

বিক্রান্ত ম্যাসি ‘মির্জাপুর’ দিয়ে নতুনভাবে সবার চোখে পড়লেও ‘এ ডেথ ইন দ্যা গুঞ্জ', দিল ধাড়াকনে দো’, বা ‘ছাপ্পাক’ সিনেমাতেও তার অভিনয় দক্ষতার প্রমান দিয়েছেন। ‘হাসিন দিলরুবা’ তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে। অন্যদিকে হর্ষবর্ধন রানে ‘সনম তেরি কসম’ দিয়েই নজর কেড়েছিলেন। সাউথের অনামিকা এবং ফিদাতেও তিনি প্রতিভার ঝলক দেখিয়েছেন৷ এবার হাজির হচ্ছেন এই সাসপেন্স থ্রিলার নিয়ে। 

ট্রেলারে মূল চরিত্রে এই তিনজনের পাশাপাশি, পুলিশ অফিসার চরিত্রটিও নজর কেড়েছে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় শুরু থেকেই লেখক দীনেশ পন্ডিতের কথা ঘুরেফিরে এসেছে কয়েকবার। কিন্তু কে এই দীনেশ পন্ডিত? সেই রহস্যের খোলসা করা হয়নি। সত্যিই কি খুন হয়েছে ঋষভ নাকি এটি আসলেই একটি দূর্ঘটনা? আর যদি খুন হয় তাহলে সেই খুনের জন্য কী সত্যি দায়ী রানী? 

সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ২রা জুলাই। নেটফ্লিক্সে সেদিনই মুক্তি পাবে সাসপেন্স এবং মার্ডার থ্রিলার ঘরনার এই সিনেমাটি। ট্রেলারই বলে দিচ্ছে সিনেমায় ভালোবাসার সাথে সাথে লালসা ও প্রতারণার ছায়া যেমন থাকবে সেই সঙ্গে এই গল্পে মিশে যাবে রক্তের রঙ। তাপসী পান্নু, বিক্রান্ত মেসি এবং হর্ষবর্ধন রানে তাদের সেরাটা নিয়েই যে হাজির হচ্ছেন তা বলার অপেক্ষা রাখেনা। এখন দেখার বিষয় এটাই যে, ট্রেলারে বাজিমাৎ হলেও পুরো সিনেমাটাই সাধারণ দর্শকদের মন জয় করতে সফল হয় কিনা!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা