হিমেশ রেশামিয়াকে গায়ক হিসাবে অনেকেই যথাযথ মর্যাদা দিতে চান না। মজার ব্যাপার হচ্ছে, ভারতে এই হিমেশ রেশামিয়ার অ্যালবামই সর্বাধিক বিক্রিত হয়েছে। 'আপ কা সুরুর' নামের অ্যালবামটি এখন পর্যন্ত বিক্রি হয়েছে রেকর্ড ৫৫ মিলিয়ন কপি।

২০১৬ সালে হিমেশ রেশামিয়ার ১৮টি গানের এলবাম ‘আপকা সুরুর’ রিলিয দেয়া হয়। হিমেশ রেশামিয়ার নাম আসলেই মাথায় স্বয়ংক্রিয় ভাবে চলে আসে ‘আশিক বানায়া আপনে’, ‘সনম তেরি কসম’, ‘তেরে নাম’, ‘আপ কা সুরুর’, ‘আকসার’ ইত্যাদি টাইটেল। গায়ক হিসাবে অনেকেই তাকে যথাযথ মর্যাদা দিতে চান না। মজার ব্যাপার হচ্ছে, ভারতে এই হিমেশ রেশামিয়ার এলবামই সর্বাধিক বিক্রিত হয়েছে, এখন পর্যন্ত রেকর্ড ৫৫ মিলিওন কপি। আরো মজার তথ্য হচ্ছে, পৃথিবীতে সর্বাধিক বিক্রিত এলবাম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ এর রেকর্ডের কাছাকাছি চলে এসেছে এটি!  

২০০৬ সালে রিলিজের পর তাৎক্ষণিক ভাবে হিট করে এলবামটি। পার্টিতে হিমেশ রেশামিয়ার গান বাজেনি এমনটি কখনো হয়নি। ভারতের সঙ্গীতাঙ্গনে হিমেশ রেশামিয়ার ‘আপকা কা সুরুর’ এলবাম সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে। তবে নাকে গান গাওয়ার জন্য অনেকে তার সমালোচনা করে থাকেন। 

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ এলবামটি বিশ্বব্যাপী বিক্রিত হয়েছে ৬৫ মিলিওন কপি আর ভারতে হিমেশ রেশামিয়ার এলবামটি ৫৫ মিলিওন কপি। কোয়ালিটির হিসাব তুলে রেখে কোয়ান্টিটির হিসাবে হিমেশ রেশামিয়া এগিয়ে আছেন সবার থেকে। আর আমরা সবাই জানি, যা কিছু রটে তাকিছুতো বটে।  ভুলে যাওয়া এই তারকার রেকর্ড দীর্ঘদিন অক্ষয় থাকবে বলেই অনেকের ধারণা।

১৯৯৮ সালে ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’ সিনেমায় সঙ্গীত-পরিচালনার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন হিমেশ রেশামিয়া। প্লেব্যাক সিঙ্গার, সঙ্গীত পরিচালক-লেখক- প্রযোজক হিমেশের চলচ্চিত্র অভিনয়ে অভিষেক ঘটে ২০০৭ সালে ‘আপকা সুরুর’ চলচ্চিত্রের মাধ্যমে।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা