পাঞ্জাবের এই রকস্টারের অনেক পরিচয়- মিউজিক প্রডিউসার, র‍্যাপার, অভিনেতা, লিরিসিস্ট, কম্পোজার- মেধাবী এই তারকার রয়েছে তাক লাগানো বিলাসবহুল সব গাড়ীর সংগ্রহ...

'আংরেজি বিট’, ‘ব্রাউন রাঙ’, ‘লাভ ডোজ’, ‘ব্লু আইজ’ এবং ‘চার বোতল ভদকা’- এই গানগুলোর শিরোনাম পড়েই চিনে ফেলার কথা- তার নাম ইয়ো ইয়ো হানি সিং ওরফে হির্দিশ সিং- এর ৩৮তম জন্মদিন গেল কয়েকদিন আগে। পাঞ্জাবের এই রকস্টারের অনেক পরিচয়- মিউজিক প্রডিউসার, র‍্যাপার, অভিনেতা, লিরিসিস্ট, কম্পোজার- মেধাবী এই তারকার রয়েছে তাক লাগানো বিলাসবহুল সব গাড়ীর সংগ্রহ। জাগুয়ার এক্সজেডেল সুপারচার্জড, অডি আর এইট ভি টেন প্লাস- গতিময় সব গাড়ি হানি সিং-এর গ্যারাজে। চেনা তারকার অজানা শখ নিয়ে আজকের আয়োজন। 

অডি কারের সাথে হানি সিং

তার সবচেয়ে দামী গাড়িটি হচ্ছে Audi R8 V10 Plus। এর মূল্য আড়াই কোটি রুপী। দারুণ স্টাইলিশ এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ৩৩০ কিমি/ঘন্টা। 

হানি সিংয়ের জাগুয়ার গাড়ি

অডির পরেই রয়েছে জাগুয়ার- Jaguar XJL। ধীরে ধীরে সে মেরি জিন্দেগি ম্যা আনা- এর সাফল্যের পর হানি সিং তার মায়ের জন্য এই গাড়িটি প্রায় ১.১ কোটি টাকা দিয়ে কেনেন। এর সর্বোচ্চ গতিবেগ ২৫০ কিমি/ঘন্টা। 

এরপরে আছে Audi Q7- মূল্য ৮১ লাখ রুপি। আছে  Rolls Royce Phantom Series II, BMW 5-Series 520d। দারুণ জনপ্রিয় এই তারকার ইন্সটাগ্রাম ফলোয়ার ৮ মিলিওনের ওপর। আজকে সোসাল মিডিয়ায় ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন অকাতরে। সম্প্রতি তার হিট রিলিজের মধ্যে রয়েছে আপকাপিং ‘মুম্বাই সাগা’র ‘শোর মাচেগা’ যেটি দুই সপ্তাহের মধ্যে ৫৯ মিলিওন বার দেখা হয়েছে ইউটিউবে।


ট্যাগঃ

শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা