হাউজ অফ দ্য ড্রাগন: গেম অব থ্রোনসের উন্মাদনা কী ফিরে আসছে আবার?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

জন স্নো, ড্রাগন কুইন, আরিয়া, নাইট কিং...এদের কী আপনি এখনও মিস করেন? 'গেম অব থ্রোন্স' এর সেই বিখ্যাত ইন্ট্রো শুনলে এখনো কী নষ্টালজিক হয়ে পড়েন? তাহলে, নড়েচড়ে বসুন। এ সংবাদ আপনার জন্যেই...
তখন ২০১৯ এর এপ্রিল মাস। আমরা যারা 'গেম অব থ্রোন্স' এর পাঁড় ভক্ত, আমরা তখন বিষাদে মুহ্যমান৷ জানি, এ বছরেই সমাপ্তি। বহু শীত আসবে যাবে, কিন্থ এইচবিও থেকে আর বলা হবে না 'উইন্টার ইজ কামিং।' উইন্টারফেল অথবা কিংস ল্যান্ডিং আর শিউরে উঠবেনা থমথমে মৃত্যুর শীতল আত্মপ্রকাশে। জন স্নো, ড্রাগন কুইন, সার্সি, জেইমে, টিরিয়ন, সানসা, আরিয়া, নাইট কিং... এদের ক্রেডিট টাইটেলের সময়ও সমাচ্ছন্ন। আমরা বুঝতে পারি, টানা নয় বছর ধরে চলে আসা এক দক্ষযজ্ঞ শেষ হচ্ছে খুব তাড়াতাড়িই।

'গেম অব থ্রোন্স' এর শেষ দুই সীজন নিয়ে আমার নিজেরও খুব আপত্তি ছিলো। জর্জ আর আর মার্টিন স্ক্রিপ রাইটিং এ নেই। গট এর বাজেট এতটাই আকাশচুম্বী, আর কুলিয়ে ওঠা যাচ্ছে না। দুই সীজনের মালমশলা তাই ঠাসা হচ্ছে এক সীজনে। ফলাফলে যা হচ্ছে, কিছু কিছু চরিত্রের সাথে করা হচ্ছে প্রচণ্ড অন্যায়। কিছু কিছু জায়গায় ভজঘট পাকিয়ে যাচ্ছে দৃশ্যপট। আমরা যারা 'গট' কে বিশ্বের সেরা টিভি সিরিজ বলে গলার রগ ফুলিয়ে ফেলি, আমরাও কেমন যেন ফাটা বেলুনের মত চুপসে যেতে থাকি নিয়মিত৷ অনেকটা এরকম দাঁড়ায় বিষয়টা, রেসের যে ঘোড়ার উপরে সর্বস্ব দিয়ে বাজি ধরেছিলাম, সেটিই যেন দৌড়ে পিছিয়ে যাচ্ছে ক্রমশ।
তবুও, যত কিছুই বলি না কেন, এই এপিক জার্নি শেষ হওয়ার পরে হতাশ হয়ে বসে ছিলাম অনেকদিন। আগামী বছরের জন্যে চাতক পাখির মতন হন্যে হয়ে বসে থাকা নেই। প্রত্যেক এপিসোড শেষে তুমুল বিশ্লেষণ আর দেদারসে তুলোধুনো করা নেই। স্পয়লারের ভয়ে এপিসোড দেখার আগে অনলাইনে ঢোকা নেই। যেন বাৎসরিক একটা পার্বণের দেহেই কে যেন এঁকে দিয়েছে 'সমাপ্তি'র হতাশ চিহ্ন।
তবে টানা দুই বছর পরে 'গট' ফ্যানরা পাচ্ছে আবার নতুন করে উন্মাদনার সুযোগ। যদিও ঘোষণা আগেই দেয়া ছিলো, জর্জ আর আর মার্টিনের 'ফায়ার অ্যান্ড ব্ল্যাড' উপন্যাস অবলম্বনে 'গেম অব থ্রোন্স' এর প্রিকুয়েল আসবে। যেখানের গল্প শুরু হচ্ছে- গেম অব থ্রোন্স এর তিনশো বছর আগে থেকে। সম্প্রতি এই প্রিকুয়েলই এর কাজ শুরু হয়েছে। হাউজ টারগেরিয়ান এর গল্প দেখা যাবে এই সিরিজে। টাইটেল- 'হাউস অব দ্য ড্রাগন।'
এইচবিও যখন নেটদুনিয়ায় এই তথ্যের পাশাপাশি ম্যাট স্মিথ ও প্যাডি কন্সিডাইন এর শুটিংয়ের ছবি প্রকাশ করেছে, নেট দুনিয়ায় আবার উঠেছে ঝড়। 'গেম অব থ্রোন্স' এর ভক্তরাও আবার বসেছেন নড়েচড়ে। আগামী বছরের এপ্রিলেই আসতে চলেছে মাহেন্দ্রক্ষণ। প্রত্যাশার পারদ একেবারে মনুমেন্টের ডগায়।

'হাউস অব দ্য ড্রাগন' আসলেই 'গেম অব থ্রোন্স' কে ছাপিয়ে যেতে পারবে কী না, সে চিন্তা অনেকটাই আকাশকুসুম কল্পনা হয়ে যাবে। সে ভাবনা করছিও না তাই। তবে 'হাউস টারগেরিয়ান' এর ইতিহাসের ডানায় ভর করে ভক্তকুল যে আবারও পেতে যাচ্ছে সেই পুরোনো শোণিত উপাখ্যানের স্বাদ, সে আশা করাই যায়।
সেজন্যেই প্রত্যাশা৷ সে সাথে একটাই বার্তা-
Fire will reign.