ইনটু দ্য ওয়াইল্ড: ৩০ কেজি ওজনের সার্থক জীবনের গল্প!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
“There is a pleasure in the pathless woods, There is a rapture on the lonely shore, There is society where none intrudes, By the deep Sea, and music in its roar: I love not Man the less, but Nature more”
(স্পয়লার এলার্ট!) মুভি দেখতে গিয়ে আপনার কখনো এমন হয়েছে যে মুভির ফার্স্ট ফ্রেমেই আটকা পড়ে গেছেন? ফার্স্ট ফ্রেমই আপনাকে মোহগ্রস্ত করে ফেলেছে, আবেশে আচ্ছন্ন হয়ে আছে মন?
ক্রিস্টোফার জনসন ম্যাকেন্ডিলিসকে এতদিন আমি জানতামও না। অথচ এখন তিনি আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন হয়ে গেছেন। ২৪ বছরের এক ছেলে ছিলেন ক্রিস, হ্যাঁ আমার বয়সীই, কিন্তু আমার-আপনার যা করার সাহস নেই, তিনি তাই করেছিলেন। অঢেল বিত্ত-বৈভবের অধিকারী বাবা-মার কাছ থেকে, নোংরা সমাজের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে যান তিনি। নিজেকে সঁপে দেন প্রকৃতির কাছে। যেখান থেকে সভ্যতার সূচনা, যেখান থেকে মানুষের যাত্রা শুরু, সেই পথেই উল্টো যাত্রা করেন তিনি। প্রতিদানও দিতে হয়েছে সমাজের চোখে পাগলামি করা এই ছেলেকে।
আলাস্কান ওয়াইল্ডারনেসে একটি কনভারটেড বাসে বসে নিজের মৃত্যু দেখতে হয়েছে তাকে। কিছুদিন পর তার মৃতদেহ যখন পাওয়া যায় ঐ বাসে, তখন তার ওজন হিসেব করে দেখা যায় মাত্র ৩০ কেজি। ক্রিসের মুখে হাসি ছিল তখনও অমলিন। দেখলে কারো কারো মনে হবে এই সমাজের প্রতি ব্যাঙ্গের হাসি ছিল ক্রিসের মুখে,আর কারো মনে হবে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারার পূর্ণতার হাসি। ছবিতে হাসিমুখে সেই ক্রিসই বসে আছেন তার বাসের সামনে, এই সেলফ ক্যামেরার টুকরো টুকরো ছবিই ক্রিসের পরিচয় ও লেগাসি বহন করে আসছে এত বছর ধরে।
২০০৭ সালে অভিনেতা শন পেন পরিচালকের দায়িত্ব নিয়ে ক্রিসকে নিয়ে আসেন চলচ্চিত্রের পর্দায়। মূল অভিনেতা এমিল হারশের দুর্দান্ত, দুর্দান্ত বললেও কম হবে, ক্রিসের জীবনকে যেন তিনি বেঁচে নিয়েছেন এই চলচ্চিত্রে এমন অসাধারণ অভিনয় করেছেন তিনি। জানিনা ঐ বছর অস্কার কে জিতেছিলেন, কিন্তু এমিলের অভিনয় আমার চোখে লেগে থাকবে সারা জীবন। মুভির শেষভাগে এসে জলভরা চোখে ও যে হাসিটা দেয়, সেটা কখনো ভুলবার মতো নয়।
এই মুভির সাউন্ডট্র্যাকগুলোর কথা আলাদা করে বলতেই হবে। বিশেষ করে এন্ডিং সিনে এডি ভেডারের “হার্ড সান” গানের শুরুর হামিংটা চোখে জল এনে দিতে বাধ্য করবে। এছাড়া ‘সোসাইটি’ গানের লিরিক্স মনে দাগ কাটার মতো। ঐ গানের কথা দিয়েই পোস্ট শেষ করি, আশা করি সবাই কোনো না কোনো সময় এই মুভিটি দেখবেন এবং নিজের মতো করে বাঁচতে চাইবেন, সেটা আজ হোক কিংবা কাল হোক।
It’s a mistery to me
we have a greed
with which we have agreed
You think you have to want
more than you need
until you have it all you won’t be free
society, you’re a crazy breed
I hope you’re not lonely without me