শোরগোল ফেলে দেয়া মালায়লাম সিনেমা 'জাল্লিকাট্টু' এবার ভারতের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করেছিল। অনেকেরই ধারণা ছিল, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল মাতানো জাল্লিকাট্টু হয়তো অস্কারের সেরা পাঁচ বিদেশী সিনেমার ছোট্ট তালিকায় জায়গা করে নেবে। কিন্ত হলো না তেমনটা...

ভারতীয় কোনো চলচ্চিত্র এখন পর্যন্ত অস্কার জিততে পারেনি।  সর্বশেষ ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকড়ের “লগন” অস্কারের Best International Feature বিভাগের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছিলো। এরপরে কেটে গেছে দুই দশক। একাডেমি পুরষ্কারের আসর থেকে মালায়লাম চলচ্চিত্র জাল্লিকাট্টুর বাদ পড়ে যাওয়া সেই অপেক্ষাকে আরো দীর্ঘ করলো ।

৯৩তম অস্কারের আসর থেকে ছিটকে পড়েছে দারুণ আলোচিত ভারতীয় সিনেমা লিজো জোস পেলিসেরি পরিচালিত জাল্লিকাট্টু। ২০২১ সালের অস্কারের আন্তর্জাতিক ফিচার বিভাগে এটি ছিলো ভারতের প্রতিনিধিত্বকারী সিনেমা। জেনে রাখা ভালো, এই বিভাগটিই অস্কারের সবচেয়ে রঙিন বিভাগ বলে মনে করেন অনেকে যেখানে এবার বিশ্বের ৯৩টি দেশের সিনেমা শ্রেষ্ঠত্বের দৌড়ে লড়াই করছে। 

টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০১৯ সালের সেপ্টেম্বরে জাল্লিকাট্টুর প্রিমিয়ার হয় এবং শোরগোল তুলে সমালোচকদের কাছে দারুণ প্রশংসিত হয় এই সিনেমা। ভারতের গন্ডি পেড়িয়ে জাল্লিকাট্টুর সুনাম পৌছে যায়  চলচ্চিত্রের আন্তর্জাতিক ফেস্টিভাল সার্কিটে।

অস্কারের আন্তর্জাতিক ফিচার বিভাগের প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পেড়িয়ে একটি সেরা পাঁচের সংক্ষিপ্ত তালিকা তৈরি হয় যেখান থেকে একাডেমি ঐ বছরের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম কে বেছে নেয়। ভারত থেকে এখন পর্যন্ত আশুতোষ গোয়ারিকড়ের “লগন”(২০০১),  মেহবুব খানের “মাদার ইন্ডিয়া" (১৯৫৮), মিরা নায়ারের “সালাম বোম্বে” (১৯৮৯)- এই তিনটি সিনেমা এই সেরা পাঁচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছিলো। 

জাল্লিকাট্টুর আগে ২০১৯ সালে জয়া আখতারের “গালিবয়” ছিলো ভারতের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র। সাধারণত ফেব্রুয়ারীতেই একাডেমী পুরস্কারের আসর বসে থাকে, তবে এবার মহামারীর প্রকোপে এটি পিছিয়ে নেয়া হয়েছে এপ্রিলে। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা