জয়ার নতুন বছর শুরু হচ্ছে কলকাতার সিনেমা দিয়ে
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

'ওসিডি' সিনেমায় জয়ার চরিত্রটির দুটো লেয়ার, তিনি সেখানে একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন, যিনি কিনা নিজেই অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে আক্রান্ত থাকেন...
ফিল্ম ক্যারিয়ারে জয়া আহসান বরাবরই নিজেকে ভেঙেছেন, গড়েছেন, হাজির হয়েছেন ভিন্নধর্মী সব চরিত্রে। দর্শকের কাছে কখনও একঘেয়ে হিসেবে উপস্থিত হননি। করোনার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী, আবার ক্যামেরার সামনে ফিরছেন 'ওসিডি' নামের একটা সিনেমা দিয়ে। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমাতেও জয়াকে পাওয়া যাবে নতুন অবতারে, অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে আক্রান্ত এক রোগীর চরিত্রে অভিনয় করবেন জয়া। সিনেমায় তার সঙ্গে আরও দেখা যাবে কৌশিক সেন এবং অনসূয়া মজুমদারকেও।
ওসিডি সিনেমায় জয়ার চরিত্রটির দুটো লেয়ার, তিনি সেখানে একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন, যিনি কিনা নিজেই অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে আক্রান্ত থাকেন। জয়ার চরিত্রটিকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প। মাঝখানে কোন বিরতি না দিয়ে টানা শিডিউলে সিনেমার শুটিং শেষ করা হবে বলে জানিয়েছেন জয়া। পিরিচালক সৌকর্যের সঅঙ্গে জয়ার এটি দ্বিতীয় কাজ, এর আগে তার 'ভূতপরী' নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন জয়া, যদিও সেটি এখনও মুক্তির আলো দেখেনি।

হুমায়ূন আহমেদের বিখ্যাত 'মিসির আলী' চরিত্রটিকে সেলুলয়েডে তুলে এনেছিলেন জয়া আহসান, দেবী উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছিলেন সিনেমা। জয়ার প্রযোজিত প্রথম সিনেমা ছিল দেবী। 'ওসিডি' সিনেমাটিও তিনি প্রযোজনা করছেন বলে গুঞ্জন ছিল, শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়েই নাকি ভারতে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। জয়া যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, বলেছেন, একজন অভিনেত্রী হিসেবেই সিনেমাটিতে কাজ করছেন তিনি, অন্য কোন ভূমিকায় তিনি নেই।
নতুন বছরটা জয়ার জন্য শুরু হয়েছে আনন্দের উপলক্ষ্য নিয়ে। কলকাতা থেকে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করে দেশে ফেরার পরই হাতে পেয়েছেন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের দেয়া ২০২০ সালের সেরা অভিনয়শিল্পীর পুরস্কার। 'রবিবার' সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন জয়া, সিনেমায় তার সহশিল্পী ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর কিছুদিন আগে আরেক বিখ্যাত পরিচালক জুটি শিবু-নন্দিতার কণ্ঠ সিনেমাতেও প্রশংসিত হয়েছিল জয়ার অভিনয়, সেখানে স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছিলেন জয়া।
ফিচার্ড ইমেজ- রাফ ক্লিক।