যেখানে বলিউডের অন্যান্য নির্মাতা বা প্রযোজকেরা নতুন সিনেমা রিলিজ পিছিয়ে দিচ্ছেন, সেখানে মাঠ গরম করতেই কিনা, কঙ্গনা রনৌত দাবী করলেন যে বলিউডকে এই দুঃসময় থেকে বাঁচাতে ১০০ কোটি রুপির সিনেমা নিয়ে আসছেন তিনি।

আগামী ২৩শে এপ্রিল কঙ্গনা রনৌত তার মাস্টারপিস ‘থালাইভি’ নিয়ে হাজির হচ্ছেন। যেখানে বলিউডের অন্যান্য ফিল্মমেকার- প্রযোজকেরা নতুন সিনেমা রিলিজ পিছিয়ে দিচ্ছেন, সেখানে মাঠ গরম করতেই কিনা, কঙ্গনা রনৌত দাবী করলেন যে বলিউডকে এই দুঃসময় থেকে বাঁচাতে ১০০ কোটি রুপির সিনেমা নিয়ে আসছেন তিনি! 

সরাসরি মুখের উপর কথা বলে দেয়ার জন্য অনেকের কাছে ঠোঁটকাটা আবার যেকোনো ইস্যুতে বেফাঁস কথার জন্য অনেকের কাছে অপ্রিয়মুখ- তিনিই কঙ্গনা রনৌত। তবে মানুষের কথা থোড়াই গায়ে মাখেন এই বলিউড তারকা। করণ জোহর আর আদিত্য চোপড়ার সাথে তার শত্রুতা পুরোনো। তার নতুন সিনেমা মুক্তির প্রাক্কালে আর বলিউডের অন্যান্যদের সিনেমা রিলিজ পেছানোর  ইস্যুতে তিনি তাদের কে সরাসরি নাম ধরে বলেন, “আমাকে ইন্ডাস্ট্রি থেকে বাদ দেয়ার জন্য তারা সবকিছুই করেছে। বলিউডের এই ঠিকাদাররা এখন লুকিয়ে আছে কিন্ত আমি আর আমার টিম বলিউড কে বাচাতে ১০০ কোটির সিনেমা নিয়ে আসছি”। এর আগেও গত সপ্তাহে করণ জোহর এর সাথে বিবাদে জড়িয়েছিলেন কঙ্গনা, করণের টক শোকে “অযথা” তকমা দিয়েছিলেন।

কঙ্গনা ও জয়ললিতা

লোকদেখানো নাকি আসলেই বলিউডের জন্য কিছু করছেন সেটি সময়ই বলে দেবে। তবে প্রকাশ্যে এমন বিবাদ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে অফলাইন-অনলাইন সবখানেই। কঙ্গনা রনৌত অভিনীত তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবনীভিত্তিক সিনেমা ‘থালাইভি’ আগামী  ২৩ এপ্রিল মুক্তি পাচ্ছে। জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। চলচ্চিত্র অঙ্গন থেকে তুখোড় রাজনীতিক বনে যাওয়ার গল্পই হচ্ছে সিনেমার প্লট। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা