নেটফ্লিক্স অভিষেক 'ধামাকা'য় অন্যরকম কার্তিক আরিয়ান
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

চকলেট বয় ইমেজটা ভেঙে কার্তিক আরিয়ান আসছেন অন্যরকম বেশে। ১৯০টি দেশের দর্শকের কাছে তিনি পৌছে যাবেন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের মাধ্যমে, সিনেমার নাম “ধামাকা”।
১৯০টি দেশে প্রথমবারের মতো কার্তিক আরিয়ান পৌছে যাবেন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের মাধ্যমে, সিনেমার নাম 'ধামাকা'। একজন উপস্থাপকের চরিত্রে তিনি আটকে যাবেন একটি রহস্যময় বোমা বিস্ফোরণের ঘটনার সাথে। এরপর ক্যারিয়ার নাকি ভালো মানুষের পরিচয় দেয়া- ক্লাসিক এই ডুয়েল লড়ে যেকোনো একটিতে স্থির হতে হবে তাকে। পুরানো ফর্মূলার নতুন এই সিনেমা “ধামাকা”-র টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি।
'ধামাকা'-তে কার্তিক আরিয়ান কে সঙ্গ দেবেন ম্রুনাল ঠাকুর, আম্রুতা সুভাষ, বিকাশ কুমার ও বিশ্বজিত প্রধান। রনি স্ক্রুওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপির সাথে যৌথভাবে প্রযোজনায় থাকবে রাম মাধাবনি ফিল্মস, গ্লোবালগেইট এন্টারটেইনমেন্ট আর লায়ন্সগেইট। সিনেমাটি নির্মাণ করবেন রাম মাধাবনি।
নির্মাতা রাম মাধবানি জানান,” নেটফ্লিক্সে আমাদের ফিল্ম ধামাকা আসছে, এতে আমরা দারুণ খুশি। জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে নেটফ্লিক্সের রয়েছে বিশাল দর্শক-শ্রেণি আর ধামাকা দিয়ে আমরা বিশাল প্লাটফর্মে যাত্রা শুরু করছি মাত্র। অন্যদিকে, কার্তিক আরিয়ানের সাথে দীর্ঘদিন ধরেই আমার কাজ করা ইচ্ছা ছিলো- তার অভিনয়-শৈলির প্রতি আমার অন্যরকম ভালোলাগা ও শ্রদ্ধা কাজ করে।”। নেটফ্লিক্স আর কার্তিক আরিয়ান-সবমিলিয়ে রাম মাধবানি যে বেজায় খুশি সেটি বলার অপেক্ষা রাখে না। তিনি আরো জানান, “বিকাশ কুমার ও বিশ্বজিত প্রধান- এই দুই হাই ক্যালিবার শিল্পী আমার সিনেমার জৌলুশ আরো বাড়িয়ে দেবেন বলেই আমার বিশ্বাস”
নির্মাতার মতোই, অভিনেতা কার্তিক আরিয়ানও একই রকম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। “ধামাকা টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা আর রাম মাধবানির মতো গুণী নির্মাতার ছায়াতলে এসে আমি নিজেকেই নতুন করে আবিষ্কার করেছি। আমি খুশি যে নেটফ্লিক্সের মাধ্যমে আমি আমার নতুন সিনেমা ধামাকা নিয়ে হাজির হবো খুব শীঘ্রই!- এমন জানালেন কার্তিক আরিয়ান।
“পেয়ার কি পঞ্চনামা”(২০১১), “সনু কে টিটু কে সুইটী”(২০১৮), “পতি-পত্নি ওর ও”(২০১৯) আর “লুকাছুপি”(২০১৯) -কার্তিক আরিয়ানের অন্যান্য সিনেমা থেকে “ধামাকা”-র বিষয়বস্ত যে একেবারে বিপরীত সেটিও টিজারে প্রকাশ পেয়েছে। খোলনলচে পালটে ফেলে একেবারে নতুন কার্তিক কে আবিষ্কার করা যাবে নেটফ্লিক্সের এই ফিল্মে। ধামাকা ছাড়াও এই বছরের নভেম্বরে মুক্তির অপেক্ষায় আছে “ভুল ভুলাইয়া” এর দ্বিতীয় কিস্তি, সাথে আছেন কিয়ারা আদভানি। অন্যদিকে, জাহ্নবী কাপুরের সাথে দোস্তানা টু-তেও দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতা, বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার।