দুলকার সালমানের 'কুরুপ' এ সওয়ার হয়ে কি মালায়ালাম ইন্ডাস্ট্রি ফিরবে মূল স্রোতে?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
যেখানে দুলকার সালমানের সমসাময়িক ফাহাদ ফাসিল, পৃথ্বীরাজ সুকুমার কিংবা নিভিল পৌলি একের পর এক নির্মাণ নিয়ে এসেছে স্ট্রিমিং সাইটে, সেখানে বেশ অনেকদিন ধরেই মূল স্রোতের বাইরে মালায়ালাম এই সুপারস্টার। 'কুরুপ' মুক্তির ঘোষণা তাই তার ভক্তকূলের জন্যে বিশেষ এক পাওনা। উপরিপাওনা হিসেবে সিনেমাটি থিয়েটারে মুক্তি পাওয়া এবং বহুদিন পরে প্রেক্ষাগৃহগুলো খোলার ঘোষণা তো রইলোই...
তার ভালো নাম গোপালকৃষ্ণ কুরুপ। তবে তিনি বেশি জনপ্রিয় সুকুমার কুরুপ নামেই। যে সুকুমার কুরুপ'কে কেরালা পুলিশ ডিপার্টমেন্ট হন্যে হয়ে খুঁজেছে বহুদিন। যিনি ভারতের ইতিহাসেরই অন্যতম আলোচিত পলাতক আসামী। খুন, হত্যা, জালিয়াতি সহ বহু অপরাধে অভিযুক্ত এই মানুষটি নিজের মৃত্যু নিয়েও করেছিলেন জালিয়াতি। নিরপরাধ এক মানুষকে মেরে সেই মানুষের লাশটিকে নিজের লাশ বলে চালিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ারও পরিকল্পনা ছিলো তার। পাশাপাশি কেরালা পুলিশের চোখে ধুলো দেয়ার বাসনাও ছিলো। যদিও পরবর্তীতে কুরুপের গোমর ফাঁস হয়ে যায়। কিন্তু কুরুপকেই আর পাওয়া যায় নি। ১৯৮৪ সাল থেকে লাপাত্তা এ মানুষটিকে এখনও খুঁজছে কেরালা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে আর কোনো অপরাধী পলাতক থাকেনি!
এরকম এক বৈচিত্রময় অপরাধীর বর্ণময় জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে মালায়ালাম সিনেমা- 'কুরুপ।' নাম ভূমিকায় আছেন দুলকার সালমান। মালায়ালাম সুপারস্টার দুলকার সালমান মহামারীর এই সময়ে আশ্চর্যরকমভাবে ছিলেন নীরব। যেখানে তার সমসাময়িক ফাহাদ ফাসিল, পৃথ্বীরাজ সুকুমার কিংবা নিভিল পৌলি একের পর এক নির্মাণ নিয়ে এসেছে স্ট্রিমিং সাইটে, সেখানে বেশ অনেকদিন ধরেই মূলস্রোতের বাইরে দুলকার সালমান। এ সিনেমা মুক্তির ঘোষণা তাই তার ভক্তকূলের জন্যেও বিশেষ এক পাওনা। উপরি পাওনা হিসেবে সিনেমাটি থিয়েটারে মুক্তি পাওয়ার ঘোষণা তো রইলোই।
এই সিনেমা থিয়েটারে মুক্তি পাওয়া প্রসঙ্গে কয়েকটি বিষয় আলাদা করে বলার আছে। মালায়ালাম লিজেন্ড মোহনলালের মেগা-বাজেট সিনেমা 'মারাকারঃ আরাবিকাদালিন্তে সিমহাম' সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটি'তে। এছাড়াও প্রথম মালায়ালাম সুপারহিরো মুভি 'মিনাল মুরালি, যে সিনেমাটি নিয়ে প্রবল আলোচনা হচ্ছে, সে সিনেমাও মুক্তি পাবে ওটিটি'তে। এছাড়াও আরো বেশ কিছু সিনেমার কথা শোনা যাচ্ছে, বিগ বাজেটের যেসব মালায়ালাম সিনেমাও মুক্তি পাবে স্ট্রিমিং সাইটে। বিষয়টা খানিকটা অদ্ভুতুড়ে৷ যেখানে মহামারীর পরে সবাই ব্যস্ত প্রেক্ষাগৃহগুলোকে সড়গড় করতে, সেখানে একের পর এক মালায়ালাম বিগ বাজেট মুভি রহস্যজনকভাবে চলে যাচ্ছে ওটিটি'তে! বিষয়টি নিয়ে যখন সবার মধ্যেই এক উষ্মা, চাপান-উতোর, ঠিক তখনই দুলকার সালমানের সিনেমা থিয়েটারে মুক্তি পাওয়ার ঘোষণা হল-মালিকদের জন্যেই যেন খানিকটা স্বস্তির বাতাস!
'কুরুপ' মুক্তির জন্যে এখন পর্যন্ত ৪০০টি হল চুক্তিবদ্ধ হয়েছে। ধারণক্ষমতার অর্ধেক সংখ্যক দর্শক রেখে চারশোটি হলেই চলবে এ সিনেমা। পাশাপাশি একাধিক ভাষাতেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি ভাষাতে মুক্তি পাবে 'কুরুপ।' যদিও এতসব ইতিবাচক ঘটনার পাশাপাশি খানিকটা সমালোচনাও শুনছে এই সিনেমা। একজন অপরাধীর জীবনকে এতটা জাঁকালোভাবে উপস্থাপনের যে এই সমীকরণ, তা অনেকের আপত্তির কারণ। তাছাড়াও সিনেমার প্রমোশনে অপরাধীর নামযুক্ত টিশার্ট পরে অংশ নেয়ার বিষয়টিকেও দুষছেন অনেকে।
তবে আলোচনা-সমালোচনা যাই হোক না কেন, সবাই যে তীর্থের কাকের মতনই এ সিনেমার অপেক্ষায় আছে, তা নিয়ে সন্দেহ নেই কারো। একে তো অনেকদিন পরে হলগুলো খুলছে, তাও দুলকার সালমানের সিনেমা দিয়ে, তাও এমন এক অপরাধীর জীবনকে কেন্দ্র করে, যাকে নিয়ে কড়চার কোনো শেষই নেই, সেই সিনেমাকে নিয়ে আগ্রহ যে তুঙ্গস্পর্শী থাকবে, তা খানিকটা স্বাভাবিকও।
উল্লেখ্য, সুকুমারা কুরুপের জীবনগল্প নিয়ে আগেও বেশকিছু সিনেমা হয়েছে৷ 'পিনেয়াম', 'এনএইচ-ফোর্টি সেভেন' কিংবা 'মোহ মায়া মানি'তেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উঠে এসেছে কুরুপের জীবনগল্প। তাই শ্রীনাথ রাজেন্দ্রের এই নির্মাণে কুরুপ'কে ঠিক কোন অবতারে পাওয়া যাবে, তা নিয়ে বিস্তর জল্পনাকল্পনা হচ্ছে। পাশাপাশি এ নির্মাণ গুণগতমানে ঠিক কতটা উতরোবে, সেটাও অনেকের আগ্রহের বিষয়। তবে সবচেয়ে বড় কৌতূহল এটাই, দুলকার সালমানে সওয়ার হয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রির হলগুলোর পুরোনো যে জোয়ার, সে জোয়ার ফেরত আসে কী না, তার সাক্ষী হওয়া। সেজন্যেই এখন অপেক্ষা...