২০২২ এর যে দশটি মালায়ালাম সিনেমা মিস করা যাবেনা মোটেও!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন দিয়ে শুরু হয়ে মালিক, চুরুলি, মিন্নাল মুরালি কিংবা কুরুপ... গল্পের সাথে সাথে মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রযুক্তির উৎকর্ষতাও যে হয়েছে চোখে পড়ার মতন, তা ক্ষণেক্ষণে বুঝিয়েছে এসব নির্মাণ। গড়পড়তা সব ইন্ডাস্ট্রি নিয়মিত হতাশ করলেও মালায়ালাম ইন্ডাস্ট্রি যে মোটেও করেনা, সেটা ধ্রুবসত্যি। সে কারণেই তাই, চেনাশোনা মালায়ালাম ইন্ডাস্ট্রি নতুন বছরে কী কী গল্পের ঠাসবুনোন নিয়ে হাজির হয়, সেদিকেই তাই ছিলো বিস্তর আকর্ষণ!
মহামারীর শঙ্কাকে লবডঙ্কা দেখিয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রি গতবছর দেখিয়েছিলো বিস্তর চমক। স্ট্রিমিং-সাইট কিংবা প্রেক্ষাগৃহ, সবখানেই এমন দুর্দান্ত সব গল্প নিয়ে এসেছে, বিলকুল মুগ্ধ হয়েছি। দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন দিয়ে শুরু হয়ে মালিক, চুরুলি, মিন্নাল মুরালি কিংবা কুরুপ... গল্পের সাথে সাথে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যে প্রযুক্তির উৎকর্ষতাও হয়েছে চোখে পড়ার মতন, তা ক্ষণেক্ষণে বুঝিয়েছে চলচ্চিত্রগুলো। যেকোনো ইন্ডাস্ট্রি নিয়মিত হতাশ করলেও মালায়ালাম ইন্ডাস্ট্রি যে মোটেও তা করেনা, সেটা তো ধ্রুবসত্যি। সে কারণেই তাই, চেনাশোনা মালায়ালাম ইন্ডাস্ট্রি নতুন বছরে কী কী গল্পের ঠাসবুনোন নিয়ে আসে, সেদিকে ছিলো বিস্তর আকর্ষণ। সেসব নিয়েই আজকে চলুক কলমের খসখস।
১. আরাত্তু
গত বছরের শেষভাগে 'মারাক্কার আরাবিকাদালিন্তে সিমহাম' এ দুর্দান্ত অভিনয় করার সুবাদে টক অব দ্য টাউন- দ্য গ্রেট মোহনলাল৷ এ বছর আসবে তার অভিনীত 'আরাত্তু।' অবৈধ ভূমি দখলের প্লটে পিচ করে বানানো অ্যাকশন-প্যাকড এ সিনেমায় লালেতান থাকবেন প্রোটাগনিস্ট, হবেন শোষিতের প্রতিনিধি। বি. উনিকৃষ্ণানের এ সিনেমায় হয়তো গ্রেট মোহনলালের নতুন এক অবতারই দেখবেন সবাই৷
২. পুঝু
দ্য গ্রেট ম্যামোথিও এবার ফিরছেন পর্দায়৷ কর্তৃত্ববাদী বাবার চরিত্রে। খানিকটা ডার্ক, নেগেটিভ শেডের রোল। সন্তানের উপর দমনপীড়ন তার এতটাই প্রকট, মাঝেমধ্যে তা অস্বস্তিকর ভীতির আবহও দেয়। এরকম এক গল্প নিয়েই 'পুঝু।' এ সিনেমায় ম্যামোথি ছাড়াও আছেন পার্বতী, বাসুদেব৷ নির্মাণে অভিষেক মুখ- রাথিনা। নবীন নির্মাতার এ গল্পে গ্রেট ম্যামোথি কতটুকু কী করবেন, সেখানেই থাকবে বিস্তর চমক।
৩. মালায়ানকুঞ্জু
ফাহাদ ফাসিলের সিনেমা মানেই আজকাল বিস্তর প্রত্যাশার উপস্থিতি। গত বছর জোজি, মালিক এ দুর্দান্ত অভিনয়ের সুবাদে জনস্রোত মোটামুটি নিজের দিকেই টেনে রেখেছেন তিনি। এবছরে আসবে তার সারভাইভাল ড্রামা 'মালায়ানকুঞ্জু।' এ সিনেমা নিয়ে প্রত্যাশা গগনচুম্বী। পাশাপাশি, এই সিনেমার সুবাদে এ আর রহমানও বহুদিন পরে ফিরছেন মলিউডে। আশা করা যায়, ফাফা এ বছরেও ধরে রাখবেন সাম্প্রতিক সাফল্যের রেশ।
৪. স্যালুট
মালায়ালাম থ্রিলার 'মুম্বাই পুলিশ' এর কথা মনে আছে? দুর্দান্ত সেই কপ থ্রিলারের নির্মাতা রোশান অ্যান্ড্রু এবার বানাচ্ছেন 'স্যালুট।' 'মুম্বাই পুলিশ' এর মতন 'স্যালুট'ও কপ থ্রিলার। আছেন- দুলকার সালমান, মনোজ, ডায়ানা পেন্টি। আশা করা যায়, 'মুম্বাই পুলিশ' এর মতই ঠাস-জমাটি কিছু আসতে যাচ্ছে এবারেও।
৫. ব্রো ড্যাডি
পৃথ্বীরাজ সুকুমারন অভিনেতা হিসেবে যে দুর্দান্ত, তা সবারই জানা৷ কিন্তু নির্মাতা হিসেবেও যে তিনি কম না মোটেও, তার প্রমাণ পেয়েছিলাম- 'লুসিফার' এ। সেই দুর্দান্ত নির্মাতা পৃথ্বীরাজ ক্যামেরার পেছনে ফিরছেন আবার। তার সাথে আছেন মোহনলাল, মীনা, কল্যানী। না, এবার নার্কো থ্রিলার না। এবারের গল্পের পুরোটাই পারিবারিক খুনসুটি, টানাপোড়েন।
৬. ভীষ্ম পারভাম
কাল্ট ক্ল্যাসিক 'বিগ বি'র পরে নির্মাতা অমল নীরাদ এবার 'ভীষ্ম পারভাম' এ দিয়েছেন মনোযোগ। অ্যাকশন-থ্রিলার এ সিনেমায় প্রোটাগনিস্ট হিসেবে থাকবেন ম্যামোথি। আশা করা যাচ্ছে, 'বিগ বি'র মান বজায় থাকবে এ নির্মাণেও। এ বছরের মাঝামাঝি সময়েই মুক্তি পাবে এ সিনেমা।
৭. নানপাকাল নেরাথু মায়াক্কাম
ম্যামোথির সিনেমা আবারও। তবে চমকে যাবার মতন সংবাদ, সিনেমার পরিচালক- লিজো জোশে পেলিসারি। ভারতের অন্যতম ব্রিলিয়ান্ট নির্মাতা লিজো'র সিনেমা মানেই মস্তিষ্কে বিস্তর সব আলোড়ন। গত বছরের 'চুরুলি'র ব্রিলিয়ান্স এবারের সিনেমা ছাপাতে পারবে কী না, গভীর নজর থাকবে সেদিকেই৷
৮. কুট্টাভাম শিকশায়াম
রাজেশ রবির সিনেমা মানেই অন্যরকম সিনেম্যাটিক বিউটি৷ আশা করা যায় 'কুট্টাভাম শিকশায়াম'এও সেরকম কিছুরই সুলুক-সন্ধান পাবে দর্শক৷ ২০১৫ সালে কাসারগোদে হয়ে যাওয়া এক ব্যাঙ্ক ডাকাতিকে কেন্দ্র করে নির্মিতব্য এ সিনেমার পরতে পরতে যেসব অনিশ্চিত বিষয়-আষয় থাকবে, সেটাই এ সিনেমার সাফল্যের জন্যে হতে পারে এক্স ফ্যাক্টর!
৯. কাদুভা
'কাদুভা' শব্দের অর্থ বাঘ। সিনেমার প্রোটাগনিস্ট পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমার টোন- রাফ অ্যান্ড টাফ৷ এ জাতীয় রোলারকোস্টার সিনেমাগুলোতে পৃথ্বীরাজ কতটা অসাধারণ, তা সচেতন দর্শকমাত্রেরই জানা৷ আশা করা যায়, সাজি কৈলাস এবং ম্যাথু থমাসের এ নির্মাণে পৃথ্বীরাজের নতুন বছরের প্রত্যাবর্তন হবে মনে রাখার মতনই।
১০. নরাধন
'মায়ানদী'খ্যাত নির্মাতা আশিক আবুর এবারের নির্মাণ- 'নরাধন।' মিডিয়া কালচারের প্যারাডক্স নিয়ে বেশ গভীর কটাক্ষই যে করবে এ সিনেমা, তা সিনেমার ট্রেলারেই দ্রষ্টব্য৷ কন্ট্রোভার্সাল বিষয়-আশয় নিয়ে কড়চা, সাথে 'মিন্নাল মুরালি'খ্যাত টভিনো থমাসের সরব উপস্থিতি... এ সিনেমাও হয়তো দর্শককে করবে আলোড়িত।
এসবের বাইরেও যে আলগোছে বিস্ময়কর কিছু সিনেমার দুই একটা বোমা-বিস্ফোরণ ঘটাবে না মলিউড, তা খুব একটা আত্মবিশ্বাসের সাথে মোটেও বলা যায় না। সেজন্যেই তাই সাতপাঁচ ভাবনাচিন্তায় ইস্তফা দিয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে হাপিত্যেশ তাকিয়ে থাকা এবং মুক্তির অপেক্ষায় থাকা নির্মাণগুলো দেখার প্রস্তুতি নেয়াটাই হবে যথাযথ সিদ্ধান্ত৷ বাকিটা, ক্রমশ প্রকাশ্য!
তথ্যসূত্রঃ ফিল্ম কম্প্যানিয়ন