'জানি তুমি ছিলে' গানটির শ্যুটিং হয়েছে দুবাইয়ের নজরকাড়া সব লোকেশনে। প্রীতম হাসান আর দোলা রহমানের কন্ঠে গাওয়া এই গানটি নির্মাণ করতে খরচ হয়েছে ২৮ লাখ টাকা...

কপ ক্রিয়েশন প্রযোজিত মিশন এক্সট্রিম সিনেমার সব কিছুতেই 'এক্সট্রিম' ভাব লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি এই সিনেমার একটি গান 'জানি তুমি ছিলে'-র শ্যুটিং সম্পন্ন করা হয়েছে দুবাইয়ের নজরকাড়া সব লোকেশনে। প্রীতম হাসান আর দোলা রহমানের কন্ঠে গাওয়া এই গানটি নির্মাণ করতে ২৮ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে কপ ক্রিয়েশন। রাকিব হাসান রাহুল রচিত গানটিতে সুর ও সংগীত আয়োজন করেছেন অদিত রহমান। 

বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এই গানটি আগাম মুক্তির সব আয়োজন সম্পন্ন করেছে টিম মিশন এক্সট্রিম। 'ছবির গান প্রকাশের অনুরোধ পাচ্ছিলাম অনেকদিন ধরে। তাই ভালোবাসা দিবসে সিনেমাটির সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক গানটি প্রকাশ করতে যাচ্ছি। এই গানটি চিত্রায়নে বিন্দু পরিমাণ আপোস করা হয়নি'- এমনটাই জানিয়েছেন সিনেমার অন্যতম কর্ণধার সানী সানোয়ার। 

গত বছর মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী মহামারীর প্রকোপে থমকে যায় মিশন এক্সট্রিমের মুক্তির আয়োজন। তবে, এবারের ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে মিশন এক্সট্রিমের প্রথম কিস্তি। সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বিগ বাজেটের এই গান। 

গানের একটি দৃশ্যে শুভ ও ঐশী

২০১৭ সালে মুক্তি পাওয়া 'ঢাকা অ্যাটাক'-এর সাফল্যের পর সানী সানোয়ার পুলিশ অ্যাকশন থ্রিলার মিশন এক্সট্রিম নির্মাণের ঘোষণা দেন। সানী সানোয়ারের সাথে মিশন এক্সট্রিম ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ। বিশাল আয়োজনের মিশন এক্সট্রিমের আরেকটি সিক্যুয়েলে মুক্তি পাবে মিশন এক্সট্রিম ২ শিরোনামে। 

ঢাকা অ্যাটাকের পর মিশন এক্সট্রিমেও পর্দা কাপাবেন হালের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮' খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীর। এই যুগলের সাথে থাকবেন ঢাকা অ্যাটাকের খল চরিত্রে অভিনয় করে প্রশংসিত জিসান ওরফে তাসকিনও। মিশন এক্সট্রিমের প্রথম কিস্তিতে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, সৈয়দ নাজমুস সাকিবসহ আরও অনেকেই।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা