কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী, মডেল, সফল কর্পোরেট নারী- নানা গুণে গুণান্বিত রাফিয়াথ রশিদ মিথিলা এবার বড় পর্দায় নায়িকা হয়ে আসছেন। সিনেমার নাম ‘অমানুষ’, নির্মাতা অনন্য মামুন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী, মডেল, সফল কর্পোরেট নারী মিথিলা এবার বড় পর্দায় নায়িকা হয়ে আসছেন। সিনেমার নাম ‘অমানুষ’, নির্মাতা অনন্য মামুন। 

'অমানুষ' সিনেমার কলাকুশলীরা সবাই একসঙ্গে

দৈনিক পত্রিকা ডেইলি স্টারের সূত্রে জানা যায়,  নির্মাতা অনন্য মামুন ‘অমানুষ’ সিনেমায় মিথিলা চুক্তিবদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ”আমার এই ছবিটি ওয়েব ফিল্ম না। অমানুষ সিনেমাটি সিনেমা হলে মুক্তি দেয়া হবে।" মিথিলার বিপরীতে থাকবেন নিরব, এছাড়াও আরো আছেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ। 

সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটি হচ্ছে সিনেমার প্লট। সিনেমার ব্যাপারে নিরব জানান, “ ছবির গল্পটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এমন গল্পে প্রথমবার অভিনয় করবো। ছবিতে আমার বিপরীতে আছেন মিথিলা। আশা করি ভালো কিছু হবে”। মিথিলাও জানান, তিনি  গল্প, আয়োজন আর পরিকল্পনা শুনে মুগ্ধ হয়ে এই সিনেমায় নাম লিখিয়েছেন। তিনি বলেন,

“সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। এখন আমি কাজের জন্য প্রস্তুত। তাছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ সিনেমাটি করতে যাচ্ছি”।

এক যুগেরও বেশি সময় ধরে পরস্পরের বন্ধু নিরব আর মিথিলা। ম্যাগাজিনের ফটোশুট থেকে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছেন একসাথে। এবার তাদের জুটি বাঁধতে দেখা যাবে বড় পর্দায়।

‘অমানুষ’ চলচ্চিত্রের মূল গল্প লিখেছেন অনন্য মামুন। আগামী ২৪ মার্চ থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে, কিছু অংশের শ্যুটিং হবে বান্দরবানেও।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা