সাদিয়া ইসলাম মৌ: দেশের মডেলিং জগতের অঘোষিত সম্রাজ্ঞী!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

তরুনদের স্বপ্নের রাণী কিংবা তরুনীদের আইডল বললে যে কয়েকজন মিডিয়া তারকার নাম উঠে আসে, তাদের মধ্যে নিঃসন্দেহে শীর্ষে থাকবেন এই সুপার মডেল। তিনি মডেলিং জগতের অঘোষিত সম্রাজ্ঞী সাদিয়া ইসলাম মৌ...
রুপসীর রেশমী চুলে, দোলে গো কেয়া দোলে
চুলের ঐ মেঘ কাজলে, দোলে গো কেয়া দোলে!
নব্বইয়ের দশকে বিজ্ঞাপনী দুনিয়ায় তিনি এমনই রূপে আবির্ভূত হয়ে বিমোহিত করতেন দর্শকদের।তরুনদের স্বপ্নের রাণী কিংবা তরুনীদের আইডল বললে যে কয়েকজন মিডিয়া তারকার নাম উঠে আসে, তাদের মধ্যে নিঃসন্দেহে শীর্ষে থাকবেন এই সুপার মডেল। তিনি মডেলিং জগতের অঘোষিত সম্রাজ্ঞী সাদিয়া ইসলাম মৌ।
মা মডেলিং জগতের পথিকৃৎ, সেই সুবাদে মডেলিংয়ের সাথে ছোটবেলা থেকেই পরিচিতি। নব্বইয়ের শুরুতে এসে যুক্ত হন এই পেশায়। পুরো নব্বই দশক তিনি বিজ্ঞাপনের দুনিয়ায় রাজত্ব করেছেন। চলচ্চিত্র বা নাটকের বাইরেও যে জুটি হতে পারে, সেটা দেখিয়েছিলেন তিনি। মডেলিং জগতের আরেক আইডল নোবেলের সাথে জুটি বেঁধে কাজ করেছেন অজস্র বিজ্ঞাপনে।
মৌ ও নোবেল দুজনেই কেয়ার বিজ্ঞাপনগুলোকে নিয়ে গিয়েছিলেন অন্য পর্যায়ে, লাক্সের মডেল হয়েছেন। এছাড়া পাকিজা প্রিন্ট শাড়ী, আপন জুয়েলার্স, মৌচাক জুয়েলার্স সহ আরো অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। টিভি পর্দার বাইরে বিশ্বরঙ সহ আরো কিছুর দেশীয় সংস্থার মডেল হয়েছেন। ক্যারিয়ারে সেরা জুটি নোবেলের সাথেই সর্বশেষ রবির বিজ্ঞাপনে হাজির হন তিনি।
মডেলিং জগতের বাইরেই তাঁর যে অন্য পরিচয়ে পরিচিতি,সেটা হচ্ছে দেশসেরা নৃত্যশিল্পীদের মধ্যে তিনি একজন। মাত্র তিন বছর বয়সেই পায়ে ঘুঙ্গুর বেঁধে নাচ শিখেছেন। শ্যামা, চিত্রাঙ্গদা সহ অনেক নৃত্যনাট্যে তিনি সুনাম কুড়িয়েছেন, এখনো টিভি পর্দায় বিশেষ আমন্ত্রনে নৃত্যের ঝলকে মুগ্ধ করেন।

নব্বইয়ের মাঝামাঝি সময়টাতে অভিনয়েও যুক্ত হয়েছিলেন। প্রথম নাটক 'অনুভবে অভিমানে'। এরপর 'হঠাৎ বৃষ্টি', 'কুসুম কাঁটা', 'কে সে' থেকে হাল আমলের 'ফুলগুলো ভুলগুলো', 'সবুজ আলপথে একদিন' সহ অনেক নাটকেই অভিনয় করেছেন। নব্বইয়ের সময়টাতে অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে চাইলেও বর্তমানে বিশেষ দিনগুলিতে অভিনয়ে বেশ ব্যস্ততা দেখা যায়।
চলচ্চিত্র পরিবারের মেয়ে হয়েও, বেশ কয়েকটি চলচ্চিত্রের অফার ফিরিয়ে দিয়েছিলেন। ফিরিয়ে না দিলে বাংলা চলচ্চিত্র পেতো এক গ্ল্যামারাস নায়িকাকে। ইত্যাদির গানে মডেল হতে গিয়ে পরিচয় ঘটে জাহিদ হাসানের সাথে, সেখান থেকে পরিনয়। অতঃপর বিবাহ, একসাথে সংসার করছেন প্রায় দুই দশক ধরে। দুই সন্তান নিয়ে বেশ সুখের সংসার মৌ'র। মিডিয়া জগতের মত ব্যক্তিজীবনেও কোন কিছুর আঁচ লাগতে দেননি তিনি।
১৯৭৬ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করা মৌ আজ পেরোচ্ছেন জীবনের ৪৫ বছর। শোবিজ অঙ্গন বা ব্যক্তি জীবনের সব জায়গাতেই নিজেকে আরো বর্ণিল করে তুলুন, এটাই প্রত্যাশা। শুভ জন্মদিন, মৌ!