'চঞ্চল ভাইয়ের মতো ভালো অভিনেতাদের সাথে কাজ করলে অভিনয় এমনিতেও ভালো হয়'- শবনম ফারিয়া
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

'দেবী'র দুর্দান্ত সাফল্যের পর প্রত্যাশা ছিল শবনম ফারিয়াকে দেখা যাবে আরও কিছু দারুণ প্রজেক্টে। কিন্তু আর দেখা মিললো না তার। কেন? ফারিয়া বললেন...
মডেল হিসেবে যাত্রা শুরু। বিভিন্ন ব্র্যান্ডের বিলবোর্ডে দাপিয়ে বেড়িয়েছেন, কাজ করেছেন দারুণ কিছু টিভিসি-ওভিসিতে। ছোট পর্দায় জনপ্রিয় মুখ, কাজ করেছেন বেশ কিছু আলোচিত নাটকে। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, সুযোগ এলো বড় পর্দায় নাম লেখানোর। অভিনয় করলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরীর মতো দুর্দান্ত অভিনয়শিল্পীর সাথে টেক্কা দিয়ে। সমালোচক থেকে সাধারণ দর্শক- সবার মনও জয় করলেন। বলছি শবনম ফারিয়ার কথা।
'দেবী'র দুর্দান্ত সাফল্যের পর প্রত্যাশা ছিল শবনম ফারিয়াকে দেখা যাবে আরও কিছু দারুণ প্রজেক্টে। কিন্তু আর দেখা মিললো না তার। কেন? ফারিয়া বললেন, 'দেবীর পর আমার কাছে স্বাভাবিকভাবেই অনেকের প্রত্যাশা অনেক বেশি থাকবে। তাই আমিও চেয়েছি অ্যাম্বিশাস প্রজেক্টেই ইনভলব হতে। অনেকগুলো অফার এসেছে। তবে ব্যাটে বলে হয়নি আর কী!'
অবশেষে ফারিয়া পেয়েছেন 'অ্যাম্বিশাস প্রজেক্ট'-এর সন্ধান। দেবীর পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শবনম ফারিয়া। সিনেমার নাম 'মুন্সিগিরি'। ফারিয়া তাতে অভিনয় করছেন 'পারভীন' নামক চরিত্রে। সিনেমাটি নির্মাণ করা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম 'চরকি'র জন্য।

'আয়নাবাজি'খ্যাত পরিচালক অমিতাভ রেজার পরিচালনায় মুন্সিগিরির অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। মুন্সিগিরির মূল চরিত্র মাসুদ মুন্সি। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
প্রথম সিনেমা দেবীর পর প্রথম ওয়েব ফিল্মেও সহকর্মী চঞ্চল। এতে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া, 'চঞ্চল ভাই দুইবার জাতীয় পুরষ্কার পাওয়া অভিনেতা। খুবই হেল্পফুল, খুবই ডাউন টু আর্থ! উনার সাথে আমি নাটকেও কাজ করেছি! সো সিনেমার যে এক্সট্রা একটা প্রেশার বা ভয় থাকে, যখন নাটকের কো-আর্টিস্ট থাকে তখন প্রেশারটা একটু কম লাগে! মনে হয় বিষয়টা এত কঠিন কিছু না! এবং উনাদের মত ভালো অভিনেতাদের সাথে কাজ করলে অভিনয় এমনিতেই ভালো হয়, ইফোর্টও বেশি দিতে ইচ্ছা করে!'
পরবর্তী সময়ে ‘মাসুদ মুন্সি’ চরিত্রকে ঘিরে আরও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে অমিতাভ রেজার। ওয়েব ফিল্মটি চিত্রনাট্য লিখছেন নাসিফ আমিন। ছবিটি প্রযোজনা করছেন মাহজাবিন রেজা চৌধুরী।