মাতৃত্বের মতো অভাবনীয় অভিজ্ঞতা আর হয় না। অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা নিজের সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল হ্যান্ডেলে জানালেন আজ। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। চাইছেন সবার শুভকামনা।

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এবং জোবাইদুল হক রিম দম্পতি আজ জানালেন তাদের সন্তানের আগমনী বার্তা। আগামী জুলাই মাসে পৃথিবীর মুখ দেখবে নাবিলা জুনিয়র। নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করে এই খবরটি জানিয়েছেন নাবিলা নিজেই। ইন্ডাস্ট্রির কলিগ এবং নেটিজেনদের শুভকামনায় সিক্ত হচ্ছেন এই যুগল।

২০১৮ সালের ২৬ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। নাবিলার মতো নাবিলার বর জোবাইদুল হকেরও কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।     

নাবিলার ফেসবুক পোস্ট

নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। নাবিলার মডেলিংয়ে আত্নপ্রকাশ ঘটে ২০০৬ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত একটি শার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে। এছাড়া তিনি ফেয়ার অ্যান্ড লাভলী, বাংলালিংক থ্রি জি, রবি, ডাবর ভাটিকা হেয়ার অয়েল, আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচ্ছদে তাকে মডেল হিসেবে দেখা যায়। জনপ্রিয় কিছু শো'তে উপস্থাপক হিসেবে কাজ করেছেন, কিছু রিয়েলিটি শো'তেও উপস্থাপক হিসেবে নজর কেড়েছেন। আয়নাবাজি ছবিতে অভিনয় করে দর্শকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হন।

এই দম্পতি এবং তাদের অনাগত সন্তানের জন্য সিনেগল্পের পক্ষ থেকে শুভকামনা।  


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা