নোম্যাডল্যান্ডের জয়রথ: সেরা পুরস্কারের সিনেমা, নাকি সেরা সিনেমার পুরস্কার?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

ভেনিস থেকে টরেন্টো, গোল্ডেন গ্লোব থেকে বাফটা- ক্লোয়ি ঝাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’ মানেই যেন পুরস্কারের ছড়াছড়ি। চীনে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রের এই ফিল্ম-মেকার একেরপর এক ইতিহাস সৃষ্টি করছেন। এখন পর্যন্ত ২১৬টি পুরস্কার আর ১৪৬টি মনোনয়ন লাভ করেছে এই ফিল্ম। সামনে আসছে অস্কার, যেখানে নোম্যাডল্যান্ডের রয়েছে ৬টি ক্যাটাগোরিতে নমিনেশন।
ভেনিস থেকে টরন্টো, গোল্ডেন গ্লোব থেকে বাফটা- ক্লোয়ি ঝাওর ‘নোম্যাডল্যান্ড’ মানেই যেন পুরষ্কারের ছড়াছড়ি। চীনে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রের এই ফিল্ম-মেকার একেরপর এক ইতিহাস সৃষ্টি করছেন। এখন পর্যন্ত ২১৬টি পুরষ্কার আর ১৪৬টি মনোনয়ন লাভ করেছে এই ফিল্ম। সামনে আসছে একাডেমি পুরষ্কার যেখানে নোম্যাডল্যান্ডের রয়েছে ৬টি ক্যাটাগোরিতে নমিনেশন।
গোল্ডেন গ্লোবের দীর্ঘ ইতিহাসে নারী নির্মাতা ক্লোয়ি ঝাও দ্বিতীয় ব্যাক্তি যার সিনেমা গোল্ডেন গ্লোবের শ্রেষ্ঠ সিনেমা আর শ্রেষ্ঠ নির্মাতার পুরষ্কার জিতেছে। এই সিনেমার প্রযোজকও তিনি- সেই হিসাবে প্রথম এশিয়ান প্রযোজক হিসাবে গোল্ডেন গ্লোবের শ্রেষ্ঠ সিনেমার খেতাব জয়ী ব্যাক্তিও তিনি।
গোল্ডেন গ্লোব ছাড়াও এবারের বাফটায় ক্লোয়ি ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’ এর জয়জয়কার ছিলো। বেস্ট পিকচার, শ্রেষ্ঠ অভিনেত্রী, সিনেমাটোগ্রাফি আর নির্মাতা- চারটি বিভাগেপুরষ্কার জিতেছে ‘নোম্যাডল্যান্ড’।
একের পর এক পুরষ্কার জিতেছে ক্লোয়ি ঝাওর ‘নোম্যাডল্যান্ড’ যেটির পূর্ণাঙ্গ তালিকা ঈদের বাজারের ফর্দ থেকেও লম্বা। বেশকিছু গুরুত্বপূর্ণ পুরষ্কারের তালিকা দেয়া হলো এখানে:
১) গোল্ডেন গ্লোবস (২টি পুরষ্কার, ৪টি নমিনেশন)
- বেস্ট মোশন পিকচার (ড্রামা)
- বেস্ট ডিরেক্টর (মোশন পিকচার)
২) বাফটা অ্যাওয়ার্ডস/ British Academy of Film and Teli (৪টি পুরষ্কার, ৭টি নমিনেশন)
- বেস্ট ফিল্ম
- বেস্ট লিডিং এক্ট্রিস
- বেস্ট ডিরেক্টর
- বেস্ট সিনেমাটোগ্রাফি
৩) AACTA পুরষ্কার/ The Australian Academy of Cinema and Television Arts Awards ( ১টি পুরষ্কার, ৬টি নমিনেশন)
- বেস্ট ডিরেকশন
৪) AFI পুরষ্কার/ The American Film Institute Awards
- মুভি অফ দ্য ইয়ার
৫) শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল
- বেস্ট ফিচার
৬) ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা
- আউটস্ট্যান্ডিং ডিরেকটোরিয়াল এচিভমেন্ট ইন মোশন পিকচার্স
৭) টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল
- পিপলস চয়েস অ্যাওয়ার্ড
৮) ভেনিস ফিল্ম ফেস্টিভাল
- গোল্ডেন লায়ন- বেস্ট ফিল্ম
- ফেয়ার প্লে সিনেমা অ্যাওয়ার্ড
- SIGNIS পুরষ্কার, অনারেবল মেনশন
প্রথম এশিয়ান নারী ফিল্মমেকার ক্লোয়ি ঝাওর গোল্ডেন গ্লোব জয় চায়নায় আলোচিত হলেও অনেকে তাকে মনে করছেন চায়নার শত্রু, প্রশ্ন তুলেছেন তার জাতীয়তা ও পরিচয় নিয়ে। ঝাওর এর জন্ম চীনের বেইজিং-এ, বর্ষীয়ান চাইনিজ অভিনেতা সং দানদান এর সৎ মেয়ে তিনি। তবে, ঝাও লেখাপড়া করেছেন পশ্চিমে এবং নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবেই পরিচয় দেন।
অস্কারে ৬টি বিভাগে নমিনেশন লাভ করেছে ‘নোম্যাডল্যান্ড’। ‘বেস্ট পিকচার’, ‘বেস্ট এক্টিস ইন আ লিডিং রোল’, ‘বেস্ট ডিরেকটর’, ‘বেস্ট এডাপ্টেড স্ক্রিনপ্লে’, ‘এডিটিং’ আর ‘সিনেমাটোগ্রাফি’- সমালোচক থেকে সাধারণ দর্শক, সবার তুমুল প্রশংসা পাওয়া চলচ্চিত্র এই বছর অস্কারে বড়সড় ধামাকা দেখাবে বলেই আশা করছে সবাই।