যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপুর্ণ চলচ্চিত্র উৎসব সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবের ‘নিউ ডিরেকটরস কম্পিটিশন’ বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশি ফিল্মমেকার রেজওয়ান শাহরিয়ারের ‘নোনাজলের কাব্য’ সিনেমাটিকে...

যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপুর্ণ চলচ্চিত্র উৎসব সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SIFF)। সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবের ‘নিউ ডিরেকটরস কম্পিটিশন’ বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশি ফিল্মমেকার রেজওয়ান শাহরিয়ারের ‘নোনাজলের কাব্য’। ৮ এপ্রিলে শুরু হতে যাওয়া এই চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে প্রিমিয়ার হবে জেলে পাড়ার অন্তরঙ্গ গল্প নিয়ে নির্মিত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত এই চলচ্চিত্র। 

নোনা জলের কাব্য সিনেমার একটি দৃশ্য

দেশের বাইরে এটিই প্রথম নয়, সিয়াটলের আগে ১১টি উৎসবে প্রদর্শিত হয়েছে রেজওয়ান শাহরিয়ারের ‘নোনাজলের কাব্য’। লন্ডন, বুসান, গুটেনবার্গ, টরিনো, সিঙ্গাপুরসহ সম্প্রতি  কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড জয় করেছে এই চলচ্চিত্র। দেশের মুক্তির ব্যাপারে কি ভাবছেন জানতে চাইলে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার জানান,  “এখনো আমরা ভাবছি, ঈদুল ফিতরের পরপরই ছবিটি মুক্তি দেব। করোনা বাস্তবতায় কত দূর কী হয়, দেখা যাক। বুঝতেই পারছেন, পরিস্থিতি ভালো নয়। সিনেমা হলও বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। তাই সবকিছুই অনিশ্চিত”।

নোনা জলের কাব্য সিনেমার শুটিং সেট থেকে

করোনার কারণে সিনেমাটিই ঘুরছে দেশ- বিদেশ, এর কলাকুশলিরা আটকে আছেন নিজ নিজ জায়গাতেই!এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তামান্না, অশোক ব্যাপারী, তিতাস জিয়া, আমিনুর রহমানসহ আরো অনেকে।  ২০১৮ সালের ১৩ জুলাই পটুয়াখালী ও চট্টগ্রামে শুটিং শুরু হয় নোনাজলের কাব্য চলচ্চিত্রের, ঐ বছরের অক্টোবরের ৩ তারিখে শেষ হয় প্রোডাকশনের কাজ।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা