জয়া আহসানের চোখে তিনি দেশের অন্যতম সেরা নির্মাতা। তার 'বিকল পাখির গান' বা 'ডুবসাঁতার' যারা দেখেছেন, তারা জানেন পরিচালক হিসেবে নুরুল আলম আতিক কতটা মেধাবী৷ কিন্তু আতিকের চলচ্চিত্র ভাগ্যটা কেন যেন বড্ড খারাপ, এক-দুটি নয়, তার তিন তিনটি সিনেমা আটকে আছে পাইপলাইনে...

২০০২ সাল,একুশে টিভি তখনো বন্ধ হয়নি। প্রচার হলো টেলিফিল্ম 'চতুর্থমাত্রা', যেন বাংলা নাটকে যুক্ত হলো উল্লেখযোগ্য সংযোজন। বোদ্ধামহলে এই টেলিফিল্মে এলো ভূয়সী প্রশংসা, এমন উচ্চমার্গীয় কাজ আমাদের দেশে খুব একটা হয়নি। শহীদুল জহিরের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেন নবীন নির্মাতা নুরুল আলম আতিক।

নতুন শতকে বাংলা নাটকে গল্প বলার ক্ষেত্রে এক পালা বদল ঘটে, এই বদলের অন্যতম কান্ডারি ছিলেন তিনি। ১৯৮৬ সালে গঠিত হওয়া শর্টফিল্ম ফেডারেশনে মোরশেদুল ইসলাম, আবু সাইয়িদ, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদদের সঙ্গে তিনিও যুক্ত হন। সেলিম আল দীনের মঞ্চ নাটক অবলম্বনে আবু সাইয়িদের 'কীত্তনখোলা'র জন্য যৌথভাবে চিত্রনাট্য লিখেন, সেই সুবাদে পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

'চতুর্থমাত্রা' বানিয়ে পুরস্কারে জয়জয়কার, মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পান। পরের বছর 'সাইকেলের ডানা'র জন্য আবারো পান সেরা পরিচালকের পুরস্কার। আকরাম খানের সমাদৃত ধারাবাহিক 'লাবন্যপ্রভা'র চিত্রনাট্য লিখেন স্ত্রী মাতিয়া বানু শুকুর সঙ্গে। 'পলায়ন পর্ব', 'মনে মনে'র পর 'একটা ফোন করা যাবে প্লিজ' এর মত নাটকের চিত্রনাট্য দিয়ে আবার পেলেন পুরস্কার। 

নুরুল আলম আতিক

২০০৯ সালে, নির্মাণ করলেন ব্যতিক্রম ধর্মী নাটক 'বিকল পাখির গান'। বরাবরের মতো পেলেন তুমুল প্রশংসা। সেই বছর বেশ সংখ্যক ভালো নাটক নির্মিত হয়েছিল, এর মাঝেও দুটি পুরস্কার নিজের ঘরে তুলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে অনেকগুলো নাটক বানান, এর মধ্যে 'দালিয়া', 'না কমলা না মেহেরজান' বেশ প্রশংসিত। এর বাইরে 'আলেয়ার ফুল', 'ডালিম কুমার', 'এ জার্নি বাই বোট' অন্যতম। করোনাকালে বানিয়েছেন প্রশংসিত 'পতঙ্গ শিকারী ফুল', 'বাঘ বন্দী সিংহ বন্দী' সিরিজেও ছিল।

নুরুল আলম আতিক প্রথম চলচ্চিত্র বানান 'ডুবসাঁতার', কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসানের প্রথম চলচ্চিত্র। খুব বেশি দর্শকদের কাছে না পৌঁছলেও প্রশংসিত সমাদৃত সবই হয়েছিল। তবে তার চলচ্চিত্র ভাগ্য মন্দই বলা যায়। বিরতি দিয়ে তিন তিনটা চলচ্চিত্রে নির্মানে হাত দিয়েছিলেন, মানুষের বাগান, লাল মোরগের ঝুঁটি ও পেয়ারার সুবাস। তিনটির কোনোটিই এখনো আলোর মুখ দেখেনি, আটকে আছে অনেকদিন ধরে। আশা করি শীঘ্রই দেখবে।

শুভ জন্মদিন, নুরুল আলম আতিক! 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা