খুলছে নিউইয়র্কের সিনেমা হল: ধারণ ক্ষমতার চারভাগের একভাগ দর্শকের অনুমতি
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী মার্চে সীমিত পরিসরে সিনেমা প্রদর্শনের অনুমতি পেয়েছে নিউইয়র্ক সিটির সিনেমা হল কর্তৃপক্ষ। নিউ নরমালে জনসমাগম সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করছেন শহরের গভর্নর এন্ড্রু কোমো।
মহামারী পরবর্তী নতুন স্বাভাবিকে নিউইয়র্কের সিনেমা হলগুলো খুলে যাচ্ছে মার্চে। যদিও প্রতিটি সিনেমা হলের ধারণক্ষমতার শতকরা ২৫ ভাগ দর্শকের জন্য অনুমতি দেয়া হয়েছে, তারপরও এই সিদ্ধান্ত নিঃসন্দেহে হলিউডের স্টুডিওগুলোর জন্য বিরাট আশীর্বাদ। কোভিড-১৯ এর কারণে প্রায় ১ বছরের মতো সিনেমাহল গুলোতে ধুলো জমেছে। সিনেমা প্রদর্শনের বাণিজ্যের হিসাবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের পরেই নিউইয়র্ক শহরের অবস্থান। মহামারীর লোকসান কাটিয়ে উঠার জন্য এই শহরে সিনেমা হল খুলে যাওয়াটা পরিবেশক আর প্রযোজকদের জন্য খুবই জরুরী ছিলো।
দীর্ঘদিন ধরেই নিউইয়র্কের ব্যায়ামাগার আর পানশালা খোলা থাকলেও বন্ধ ছিলো সিনেমাহল। এই নিয়ে কম সমালোচিত হননি নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো। এই সোমবারের একটি প্রেস কনফারেন্সে তিনি সিনেমাহল খুলে দেয়ার ঘোষণা দেন।
এই সিদ্ধান্তে বেজায় খুশি নিউইয়র্কের ন্যাশনাল এসোসিয়েশন অফ থিয়েটার ওনার্স। এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়ে তারা দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছে।“ যুক্তরাষ্ট্রের সিনেমা বাজারে নিউইয়র্ক খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। সিনেমাহলগুলো খুলে গেলে পরিবেশক আর প্রযোজকেরা সিনেমা বাজারে প্রাণ ফিরিয়ে আনতে আত্মবিশ্বাস পাবেন বলেই আমরা বিশ্বাস করি। বর্তমানের শতকরা ২৫ ভাগ দর্শক থেকে আমরা চাইবো যেন শতকরা ৫০ ভাগ দর্শককে সিনেমা প্রদর্শনের অনুমতি দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকা সিনেমা বাজার চাঙ্গা করতে আমরা তৈরি!” -এভাবেই তারা সিনেমাহল খোলার সিদ্ধান্ত কে স্বাগতম জানিয়েছে।
এএমসি এন্টারটেইনমেন্ট আর রিগাল সিনেমা- নিউইয়র্কের সিনেমা প্রদর্শনের বাজারে দুই জায়ান্ট। এএমসি এন্টারটেইনমেন্ট দুই সপ্তাহের মধ্যে তাদের মালিকানার সিনেমা হলগুলো খোলার প্রস্ততি নিতে পারবে জানালেও এখনো কিছু জানায়নি রিগ্যাল সিনেমা।
সিনেমাহল খুলে দেয়ার এই সিদ্ধান্তে সবচেয়ে খুশি ডিজনি। তাদের ব্যানারে “রায়া এন্ড দ্যা লাস্ট ড্রাগন” মুক্তি পাচ্ছে মার্চের ৫ তারিখ। এছাড়াও ওয়ার্নার ব্রাদার্সের “টম এন্ড জেরি”-ও দেখা যাবে নতুন স্বাভাবিকের নিউইয়র্কের সিনেমা হলগুলোতে।