অস্কারের গায়ে যে ‘সাদা আমেরিকান’ তকমা ছিলো এবারে সেটি অনেকটাই ঝেড়ে ফেলে ‘বৈশ্বিক’ হওয়ার চেষ্টা একাডেমি করেছে। আর সেটির প্রশংসা করছেন অনেকেই।
অস্কারে কে কি পেলো, নিশ্চিত জেনে গেছেন এর মধ্যে। মহামারীর কারণে এবারের অস্কার যেকোনো সময়ের থেকে অনেক বেশি অন্যরকম ছিলো। এবারের অস্কারে অনেকগুলো ‘প্রথম’ এর সুত্রপাত হয়েছে। অস্কারের গায়ে যে ‘সাদা আমেরিকান’ তকমা ছিলো এবারে সেটি অনেকটাই ঝেড়ে ফেলে ‘বৈশ্বিক’ হওয়ার চেষ্টা একাডেমি করেছে। সেটির প্রশংসা করছেন অনেকেই।
‘মা রেইনিস ব্ল্যাক বটম’ এর হেয়ার স্টাইলিস্ট মিয়া নিল আর জ্যামিকা উইলসন প্রথম কৃষ্ণাঙ্গ নারী যারা বেস্ট মেকাপ আর হেয়ার স্টাইলিং ক্যাটাগরিতে অস্কার পেয়েছেন। মেকাপ আর্টিস্ট সার্জিও লোপেজ রিভেরার সাথে তারা এই পুরষ্কারটি ভাগ করে নিয়েছেন।
অন্যদিকে, প্রথম এশিয়ান ও অস্কারের ইতিহাসে দ্বিতীয় শ্রেষ্ঠ নারী নির্মাতা হিসাবে অস্কার জিতেছেন ‘নোম্যাডল্যান্ড’ সিনেমার নির্মাতা ক্লোয়ি ঝাও। এর আগে ক্যাথেরিন বিগলো ছিলেন প্রথম নারী নির্মাতা যিনি ২০১০ সালে হার্টলকার সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার জেতেন।
ইয়ুন ইয়ু জাং ও ইতিহাস সৃষ্টি করেছেন। ‘মিনারি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কারের ইতিহাসে প্রথম কোরিয়ান এবং দ্বিতীয় এশিয়ান যিনি বেস্ট সাপোর্টিং একট্রিস ক্যাটাগরিতে অস্কার জিতেছেন। পূর্বে ‘সায়োনারা’ চলচ্চিত্রে অভিনয় করে ৬৩ বছর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন মিয়োশি উমেকি।
এছাড়াও, প্রথম মুসলিম হিসাবে ‘সাউন্ড অফ মেটাল’ চলচ্চিত্রের রিজ আহমেদ আর এশিয়ান-আমেরিকান হিসাবে স্টিভেন ইয়ুন বেস্ট একটর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। তবে, এই ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যাক্তি হিসাবে অস্কার জিতে রেকর্ড গড়েছেন এন্থনি হপকিন্স। ৮৩ বছর বয়সে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের জন্য তিনি দ্বিতীয়বারের মতো অস্কার জেতেন। ৩০ বছর আগে জাঁদরেল এই অভিনেতা ‘সাইল্যান্স অফ দি ল্যাম্বস’ চলচ্চিত্রের জন্য প্রথমবারের মতো অস্কার জিতেছিলেন।