প্রিয়াংকা চোপড়া জোনাস আর নিক জোনাস দম্পতি আগামী সোমবার মার্চের ১৫ তারিখ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ২৩টি ক্যাটাগরিতে মনোনিত শিল্পী ও সিনেমার তালিকা ঘোষণা করবেন। এবছরের অস্কারে মনোনীতদের তালিকায় রয়েছে চমক আর উত্তেজনা!

প্রিয়াংকা চোপড়া জোনাস আর নিক জোনাস দম্পতি আগামী সোমবার মার্চের ১৫ তারিখ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ২৩টি ক্যাটাগরিতে মনোনিত শিল্পী ও সিনেমার তালিকা ঘোষণা করবেন। এই বছরের অস্কারে মনোনীতদের তালিকায় রয়েছে চমক আর উত্তেজনা! 

অস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে গ্লোবাল লাইভ স্ট্রিম করা হবে বহু আকাঙ্ক্ষিত এই মনোনয়ন তালিকা। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় আছে ক্লোয়ি ঝাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’, অ্যারন সরকিনের ‘দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন’ আর এমেরাল্ড ফেনেলের ‘প্রমিসিং ইয়াং ওমেন’। ধারণা করা হচ্ছে, এই চলচ্চিত্রগুলো একাধিক বিভাগে মনোনয়ন পাবে। মহামারির প্রকোপে সিনেমা নির্মাণ আর মুক্তি পিছিয়ে গেলেও অস্কারের আসর আবার প্রাণ ফিরিয়ে আনবে বলেই ধারণা করছে সবাই! অস্কারের মূল আসরের আগে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমিরা অপেক্ষা করছে মার্চের ১৫তারিখের জন্য। 

মার্চের ১৫ তারিখে মনোনয়ন তালিকা ঘোষণার পর এপ্রিলের ২৫ তারিখে বসবে ৯৩তম অস্কারের মূল আসর। ২০২০ সালের জানুয়ারী মাসের ১ তারিখ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত অনলাইন-অফলাইনে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো শ্রেষ্টত্বের লড়াইয়ে লড়বে।  
 


ট্যাগঃ

শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা