
ভারতে এবং ভারতের বাইরে- একই সাথে জনপ্রিয় এবং সম্মানিত ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। ৩০ বছরের বেশি ক্যারিয়ারে জিতেছেন ভারতের জাতীয় পুরষ্কার সহ অসংখ্য সম্মাননা। সদ্য অনুষ্ঠিত ৯৩তম অস্কারের আসরে ভারতের গুণী এই অভিনেতা সম্মান জানালো একাডেমি কর্তৃপক্ষ।
ভারতে এবং ভারতের বাইরে- একই সাথে জনপ্রিয় এবং সম্মানিত ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। ৩০ বছরের বেশি ক্যারিয়ারে জিতেছেন ভারতের জাতীয় পুরষ্কার সহ অসংখ্য সম্মাননা। সদ্য অনুষ্ঠিত ৯৩তম অস্কারের আসরে ভারতের গুণী এই অভিনেতা সম্মান জানালো একাডেমি কর্তৃপক্ষ। প্রয়াত অভিনেতা ইরফান খান ও ভারতের প্রথম অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া কে অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হয়।
৯৩তম অস্কারের আসর বসে গত রবিবার(বাংলাদেশে সোমবার)। ইন মেমোরিয়াম’ বিভাগে একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের পক্ষ থেকে বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয়। এই বছরের ইন মেমোরিয়ামে দুই ভারতীয়র নাম দেখলো বিশ্ববাসী। প্রয়াত অভিনেতা ইরফান খান ও কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে সম্মান জানালো একাডেমি। প্রসঙ্গত, রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত সিনেমা ‘গাঁন্ধী’র পোশাক পরিকল্পনার জন্য ভানু আথাইয়া ১৯৮৩ সালে একাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন ।

গতবছর সারা বিশ্বকে থমকে দিয়ে অকালে চলে যান ইরফান খান। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অব পাই’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘ইনফার্নো’, ‘আ মাইটি হার্ট’-এর মতো আন্তর্জাতিক প্রোডাকশনের ছবিতে দেখা গেছে তাঁকে। এছাড়াও লাঞ্চবক্স, ন্যামসেক, লাইফ ইন আ মেট্রো, পান সিং তোমার ইত্যাদি অসাধারণ সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। ইরফান মানে ছিলোই ম্যাজিকাল সিনেমাটিক মুহূর্ত। ৩০ বছরের ক্যারিয়ার শেষে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের সঙ্গে দুবছর লড়াই করার পর ২০২০ সালের ২৯ এপ্রিল শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।