বিগত ৫০ বছরের ইতিহাসে এই বছর সর্বোচ্চ সংখ্যক সিনেমা শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এর জন্য উপযুক্ত হয়েছে। মহামারীর প্রকোপ অনেক কিছু কেড়ে নিলেও থামাতে পারেনি সিনেমা-পাগল মানুষের সিনেমা নির্মাণের স্পৃহা...

একাডেমী সদস্যরা মার্চের ৫-১০ তারিখের মধ্যে এই বিপুল সংখ্যক সিনেমা থেকে পাঁচ থেকে দশটি সিনেমার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবেন। বিগত ৫০ বছরের ইতিহাসে এই বছর সর্বোচ্চ সংখ্যক সিনেমা শ্রেষ্ঠ্বতের লড়াইয়ের এর জন্য উপযুক্ত বিবেচিত হয়েছে। মহামারীর প্রকোপ অনেক কিছু কেড়ে নিলেও থামাতে পারেনি সিনেমা-পাগল মানুষের সিনেমা নির্মাণের স্পৃহা। বলে রাখা ভালো, এটি চূড়ান্ত কোনো তালিকা নয়। ৪০ মিনিট বা এর চেয়ে দীর্ঘ সময়ের সিনেমাগুলো শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য উপযুক্ত  অর্থাৎ একাডেমী কর্তৃক নির্ধারিত মানদন্ড ৩৬৬টি সিনেমা উৎরাতে পেরেছে। এখন একাডেমী সদস্যদের বিবেচনা-বিশ্লেষনে এই বিপুল সংখ্যক সিনেমা থেকে বেছে নেয়া হবে এই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রকে। গত বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে একাডেমী অফ মোশন পিকচারস অ্যান্ড সায়েন্সেন্স।  

এর আগে এমন ঘটনা ঘটেছিলো ১৯৭০ সালে, সেবার উপযুক্ত ছিলো ৩৭৪টি সিনেমা। এছাড়াও অস্কারের প্রথম আসরে ১৯২৭-২৮ মিলিয়ে বিবেচনা করা হয়েছিলো ৫৬২টি সিনেমা। উপযুক্ত সিনেমা জমা পড়ার ইতিহাসে সর্বশেষ এমন রেকর্ড হয়েছে ১৯৩০, ৪০ এবং ৫০ এর দশকে। 

আরাধ্য অস্কার পুরস্কার

এই বছরের অস্কার অনেক দিক থেকেই অদ্ভুত। প্রথাগত দিন-তারিখ বদলে দুই মাস পেছানো হয়েছে এবারের আসর। এছাড়াও সিনেমা নির্বাচনের নিয়মেও এসেছে পরিবর্তন। সবকিছু ছাপিয়ে এই বিপুল সংখ্যক সিনেমার লড়াই প্রমাণ করে, নতুন স্বাভাবিকে সবকিছু যেন  দ্বিগুণ উৎসাহে চলছে। 

বিপুল সংখ্যক এই সিনেমা থেকে একাডেমী সদস্যগণ ভোটের মাধ্যমে মার্চের প্রথম সপ্তাহে ৫ থেকে ১০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা করবেন এবং মার্চের ১৫ তারিখে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ অন্যান্য বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।  গতবছর ৯২তম অস্কারের আসরে দক্ষিণ কোরিয়ার নির্মাতা বং-জুন-হো-র "প্যারাসাইট" জিতে নিয়েছিলো শ্রেষ্ঠ চলচ্চিত্রের খেতাব।


ট্যাগঃ

শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা