আসছে 'পিকে' সিনেমার সিক্যুয়াল: আমির খানের জায়গা নেবেন রনবির কাপুর!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

আমির খানের ব্লকবাস্টার সিনেমা পিকে'র শেষ দৃশ্যে দেখা গিয়েছিল রনবির কাপুরকে। আগের সিনেমায় ক্যামিও রোলে হাজির হলেও, প্রযোজক বিধু বিনোদ চোপড়া বলে দিয়েছেন, পিকে'র দ্বিতীয় কিস্তির গল্প নাকি রনবিরকে ঘিরেই!
রাজকুমার হিরানীর হাতজশ আর আমির-আনুশকার জুটির যৌথ ম্যাজিকে পিকে তুলে এনেছিলো ৩৪০ কোটি রূপী। ব্লকবাস্টার এই সিনেমার ফলো-আপে রঙ ছড়াবেন এখনকার বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক রনবির কাপুর। পিকে-র একেবারে শেষ পর্যায়ে রনবিরকে এক ঝলক দেখা গিয়েছিলো, সেখান থেকেই শুরু হবে পিকে-র পরবর্তী কিস্তির গল্প। এমনটাই জানালেন প্রযোজক বিধু বিনোদ চোপরা, “যেদিন অভিজিৎ জোশি রনবিরের চরিত্রটি কি করবে, সেটি লিখে ফেলবে, সেদিন থেকেই আমরা কাজ শুরু করবো।“।

পিকে সিনেমার দার্শনিক আর মানবিক গুরুত্ব স্পর্শ করেছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে, বিলিয়েছে নির্মল আনন্দ, কুড়িয়েছে দর্শক-সমালোচক সকলের প্রশংসা। পিকে টিমের ব্যবসা করার থেকে এই ধরনের সিনেমা নির্মাণের ঝোঁক কে গুরুত্ব দিয়ে বিধু বিনোদ চোপরা জানান,
"টাকা কামানোর থেকে সিনেমা বানানোর দিকে আমাদের ঝোঁক বেশি। তা নাহলে তো মুন্না ভাইয়ের আরো কয়েকটি পর্ব আর পিকে-র দুই তিনটি সিক্যুয়াল আপনারা দেখতে পেতেন এর মধ্যেই। কোটি টাকা কামানোর থেকে মানুষের অনুভুতি স্পর্শ করতে পারাই আমাদের মূল অর্জন।"
বিধু বিনোদের এমন বলিষ্ঠ ঘোষণার পর আর সন্দেহের কোনো অবকাশ থাকে না যে পিকে-র নতুন সিনেমা আসছে আর তাতে রঙ ছড়াবেন রনবির কাপুর। বলে রাখা ভালো, মুক্তির অপেক্ষায় রনবির কাপুরের 'শমসেরা'। এরমধ্যেই পিকে-র সিক্যুয়ালের খবর নিঃসন্দেহে রণবীর ভক্তদের মনে দ্বিগুণ আনন্দ বয়ে এনেছে।