সিনেমা নির্মাণ করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন। চড়া সুদে টাকা ধার করেছিলেন সিনেমার জন্য, পাওনাদারদের চাপে কাজ করেছেন হোটেল বয় হিসাবে, নাম মাত্র মজুরীতে। বিষয়টি জানাজানি হতে টক অফ দ্য টাউনও হন তিনি। অরণ্য পলাশের সেই সিনেমাটি অবশেষে মুক্তি পেয়েছে...

সিনেমা নির্মাণ করতে যেয়ে ফতুর হয়েছেন। চড়া সুদে টাকা ধার করেছিলেন সিনেমার জন্য। পাওনাদারদের চাপে কাজ করেছেন হোটেল বয় হিসাবে,  নাম মাত্র মজুরীতে। বিষয়টি জানাজানি হতে টক অফ দ্য টাউনও হন তিনি। এই নির্মাতার নাম অরণ্য পলাশ। নানান ঝামেলার পর অবশেষে মুক্তি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র ‘গন্তব্য’। গত শুক্রবার সারাদেশের কয়েকটি হলে মুক্তি পেয়েছে ‘গন্তব্য’ সিনেমাটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার, ঈশ্বরদীর রাজু, নাগরপুরের রাজিয়া, শান্তাহরের পূর্বাশা সিনেমা হল সহ বেশ কয়েকটি হলে চলছে সিনেমাটি।

অরণ্য পলাশ

টাকার অভাবে আটকে ছিলো অরণ্য পলাশের স্বপ্নের সিনেমা। চরম দুঃসময়ে তার পাশে দাড়ান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এরপরে প্রযোজক আনোয়ার আজাদের সহায়তায় তার সিনেমাটি রিলিজ পায়। 

প্রথমে সুইট চিলি ফিল্মসের ব্যানারে নির্মিত হলেও এর মালিকানা স্বত্ব কিনে নিয়েছে কানাডা ও বাংলাদেশভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনোয়ার আজাদ ফিল্মস’। এই প্রতিষ্ঠানের কর্ণধার আনোয়ার আজাদের মারফতে জানা যায়, ২৬ মার্চ দেশের কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচার হতে পারে। ফেস্টিভ্যাল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনাও রয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন এবং ইউটিউব চ্যানেল ঈগল মিউজিকে মুক্তি পাবে অরণ্য পলাশের গন্তব্য। 

‘গন্তব্য’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আমান রেজা, আফফান মিতুল, এলিনা শাম্মী, কাজী রাজু, কাজী শিলা, মাসুম আজিজ এবং জয়ন্ত চট্টোপাধ্যায়।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা