
শনিবার সকালে নিজ গ্রামের বাড়ি নরসিংদীতে রাজের বাবা মুহাম্মদ সৈয়দ আলী মারা গেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি...
জনপ্রিয় পরিচালক মোস্তফা কামাল রাজের বাবা মুহাম্মদ সৈয়দ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে নিজ গ্রামের বাড়ি নরসিংদীতে তিনি মারা গেছেন। তবে কী কারণে মুহাম্মদ সৈয়দ আলীর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।
নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রথম সিনেমা মুক্তি পায় ২০১১ সালে, নাম ‘প্রজাপতি’। এ ছাড়া রাজ পরিচালিত সিনেমার তালিকায় আছে, ‘ছায়া-ছবি’ (২০১৩), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) ও ‘যদি একদিন’ (২০১৮)।
রাজ জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। দেনমোহর, ছাব্বিশ দিন মাত্র, চাঁদের নিজস্ব কোন আলো নেই, মাইক, গ্র্যাজুয়েট, ফ্যামিলি ক্রাইসিস সহ বেশকিছু দর্শকপ্রিয় নাটকও নির্মাণ করেছেন তিনি। প্রিয়জন হারানোর শোক তিনি ও তার পরিবার কাটিয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা আমাদের।
ফিচার্ড ইমেজ কৃতজ্ঞতা- এনটিভি অনলাইন